করোনা: রমজানে ঢাকা নিউমার্কেটও খুলছে না

০৮ মে ২০২০, ০৯:৪২ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের কারণে চলতি রমজানে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী ঢাকার নিউমার্কেট দোকান মালিক সমিতি। ফলে ঈদের আগে রাজধানীর ব্যস্ততম এ মার্কেট বন্ধই থাকছে।

আজ শুক্রবার (৮ মে) রাতে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি’র সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সব বিবেচনা করে দেখেছি। করোনা দিন দিন বাড়ছে।

তিনি বলেন, দোকান খোলার বিষয়ে কিছু বিধি-নিষেধ দেয়া হয়েছে। সবমিলিয়ে এটা ব্যবসা পরিচালনার জন্য অনুকূল পরিবেশ নয়। তাই ঈদুল ফিতর পর্যন্ত মার্কেট বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন মার্কেট কর্তৃপক্ষের দোকান না খোলার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন জানান, আমরা আবেদন করেছিলাম। তখন স্বাস্থ্য ঝুঁকি কম ছিলো, মৃত্যু হারও কম ছিলো।

তিনি বলেন, ‘দিন দিন করোনা পরিস্থিতি বাড়ছে। সেহেতু কর্মচারীদের স্বাস্থ্য বিবেচনা করে দোকান বন্ধ রাখাকে স্বাগত জানাচ্ছি।

শারীরিক দূরত্ব নিশ্চিত করতে না পারার আশঙ্কায় বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক ও গাউসিয়া, গুলিস্তানের মার্কেটসহ অরো বেশ কিছু মার্কেট কর্তৃপক্ষ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।চট্টগ্রামের ১১টি মার্কেট এবং সিলেট নগরীর সব শপিং মলও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ঈদ উপলক্ষে ১০ মে থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিপণিবিতান ও শপিংমল খোলা রাখা যাবে।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬