ফারাজ গোল্ডকাপে বিজয়ের গোলে দ্বিতীয় পর্বে শেকৃবি
- শেকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৮ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫০ PM
ইউনাইটেড গ্রুপ ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপে দ্বিতীয় পর্ব নিশ্চিত করলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ফুটবল দল। দলের পক্ষে একমাত্র গোলটি করেন আব্দুল কাইয়ুম বিজয়। খেলার দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে তিনি গোলটি আদায় করেন।
শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে শেকৃবি। সকাল ৮টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ড্র ও আজকের ম্যাচে জয়ে শেষ ষোলোতে তারা।
অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ ম্যাচে আক্রমণ প্রতিআক্রমণে প্রথমার্ধ থেকেই খেলা জমে ওঠে। দু’দলের খেলোয়াড়দের নৈপুণ্যে প্রথমার্ধ গোল শূণ্য ড্র থাকে। শেকৃবির গোলপোস্টকে দক্ষতার সহিত আগলে রাখায় ম্যান অফ দা ম্যাচ হয়েছেন গোলকিপার মহিউদ্দিন মোর্শেদ সাইফ।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারীতে মর্মান্তিক হত্যাযজ্ঞে বন্ধুদের বাচাতে জীবন উৎসর্গকারী ফারাজ আইয়াজ হোসেনের স্মরণে গত দুই বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে গোল্ডকাপ ফুটবলের আয়োজন করে আসছে সোনালী অতীত ক্লাব। তৃতীয়বারের মত আয়োজিত এই প্রতিযোগিতায় এবার আটটি গ্রুপে ২২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।