ফলো অন এড়ালো বাংলাদেশ

০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩১ PM

© সংগৃহীত

মুমিনুল হকের আউটের পরে ফলো অনে পড়ার যে শঙ্কা ছিলো তা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ব্যবধান কমনোর চেষ্টা করছেন মোসাদ্দেক ও তাইজুল।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪২ রানের বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। এর মাধ্যমে টেস্টে এক ইনিংসে নিজেদের সর্বোচ্চ রান তুলেছে তারা।

এরপর ব্যাটে নামা বাংলাদেশকে স্পিন জাদুতে চেপে ধরেছে সফরকারীরা। প্রথম ওভারে স্কোরবোর্ডে কোন রান জমা হওয়ার আগেই উইকেট হারায় স্বাগতিক বাংলাদেশ। এরপর একশ রানের আগে হারায় পাঁচ উইকেট। পরে আরও এক উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় ছিলো বাংলাদেশ। তবে মেহেদী মিরাজ আর মোসাদ্দেক হোসেনের হালকা প্রতিরোধে ফলোঅনের শঙ্কা এড়ায় বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) বাংলাদেশ ৫৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে। আফগানদের থেকে তারা ১৮৬ রানে পিছিয়ে আছে।

সাকিববাহিনী তাই ফলো অনের শঙ্কায় পড়ে গেছে। ভরসা দিচ্ছেলেন মুমিনুল হক। তিনি ৫২ রানে ক্যাচ দিয়ে ফিরেছেন। তার আগে ওপেনার সাদমান ইসলাম শূন্য রানে আফগান পেসার ইয়ামিন আহমেদ জাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

তিন নম্বরে ব্যাট করতে নেমে লিটন দাস ফেরেন ৩৩ রান করে। সাদমানের সঙ্গে ওপেন করতে নামা সৌম্য সরকার ১৭ রানে ফিরেছেন। সাকিব আল হাসান আউট হয়েছেন ১১ রানে। তার পরে ক্রিজে এসে শুরু আগেই শেষ হয়ে যায় মুশফিকুর রহিমের ইনিংস। শূন্য রানে আউট হন মিস্টার ডিপেন্ডেবল। মাহমুদুল্লাহও উইকেটে দাঁড়াতে পারেনি। মেহেদি মিরাজ করেন ১১ রান। মোসাদ্দেক হোসেন ও তাউজুল প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন। মোসাদ্দেকের সংগ্রহ ২২ রান। আফগান সুপারস্টার রশিদ খান একাই নিয়েছেন ৪ উইকেট।

এর আগে আফগানিস্তানের হয়ে ১০২ রানের ইনিংস খেলেন রহমত শাহ। আসগর আফগান করেন ৯২ রান। রশিদ খান ৫১ রানের ইনিংস খেলে ফেরেন। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই ৪১ রান করে আউট হন।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম নিয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট দখল করেছেন সাকিব আল হাসান ও নাঈম হাসান। এছাড়া মেহেদি মিরাজ ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট নেন।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬