হতাশা নয়, আরো বেশি বেশি কাজ করতে হবে: বঞ্চিতদের শোভন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ মে ২০১৯, ১১:৪৯ PM , আপডেট: ১৪ মে ২০১৯, ১২:১০ AM
কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে গেলে পদপ্রাপ্তদের দ্বার হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন পদবঞ্চিত নেতারা। সোমবার দুপুরে এ কমিটি ঘোষণার পর থেকে ঢাবি ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
আরও পড়ুন: মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পদবঞ্চিতদের উপর হামলা, আহত ১০ (ভিডিও)
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পদবঞ্চিতদের হতাশা নয়, আরো বেশি বেশি কাজ করতে পরামর্শ দিয়েছেন। তার মতে, ‘বাংলাদেশ ছাত্রলীগের লাখো নেতা কর্মীদের যোগ্যতার বিচার করতে গেলে পোস্ট শুধুমাত্র পরিমাপের মাপকাঠি হতে পারে না।’
রেজওয়ানুল হক চৌধুরী শোভন রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। নিচে তার এ স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘বাংলাদেশ ছাত্রলীগের লাখো নেতা কর্মীদের যোগ্যতার বিচার করতে গেলে পোস্ট শুধুমাত্র পরিমাপের মাপকাঠি হতে পারে না। আজকে যারা কমিটিতে পদ পাননি তাদের প্রতি আমার একটাই আহ্বান, আপনারা শিক্ষা-শান্তি-প্রগতি বুকে ধারণ করে রাজনীতি চালিয়ে যান।রাজনীতি একদিনের না এটি একটি চলমান প্রক্রিয়া। অপ্রাপ্তিকে শক্তিতে রূপান্তর করে নতুন উদ্দ্যমে এগিয়ে যেতে হবে। এখানে হতাশ হবার কোনো সুযোগ নেই। আরো বেশি বেশি কাজ করে যেতে হবে। পরিশেষে, বাংলাদেশ ছাত্রলীগ আমাদের সবার প্রানের সংগঠন,সুতরাং সংগঠনের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমি বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী কোন কর্মী সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ করতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন...। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
আরও পড়ুন: রাব্বানীর জেলা থেকেই পদ পেল ২২ জন