জাতির উদ্দেশ্যে দেওয়া ড. ইউনূসের পুরো ভাষণ দেখুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:০৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী কাল থেকেই নির্বাচনের পূর্ণ যাত্রা শুরু হচ্ছে। এবার প্রথমবারের মতো প্রসাীদের ভোট দেওয়া সুযোগ দেওয়া হচ্ছে। কেউ ভোট বঞ্চিত হবে না। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। নাগরিক অধিকারের মহা আনন্দে উদযাপন হবে। নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনের মাধ্যমে। মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।
পড়ুন প্রধান উপদেষ্টার পুরো ভাষণ