‘আমি আহত যোদ্ধা হয়েও কিছু পাই না কেন’—এনসিপির সমাবেশে প্রশ্ন তুলে তোপের মুখে নারী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১০:১৫ PM
জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সমাবেশে উপস্থিত এক নারী দলের কেন্দ্রীয় নেতাদের বিপক্ষে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন। রবিবার (৩ আগস্ট) সমাবেশস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নিজেকে এনসিপির সমর্থক দাবি করে ঢাকা দক্ষিণ থেকে আসা সমাবেশে উপস্থিত লুবনা নামে এক নারী বলেন, আমি একজন আন্দোলনকারী। আন্দোলন করতে গিয়ে আহতও হয়েছি। আমি আহত যোদ্ধা হয়ে যদি কিছু না পাই, তাহলে সবাই কেন পাবে।
তিনি আরও বলেন, আমি আন্দোলন করলেও বৈষম্যের শিকার হয়েছি। আসিফ মাহমুদের কাছে অনেক দরখাস্ত দিয়েছি। উনি আমার কোনো দরখাস্ত এক্সেপ্ট করেনি। হাসনাত-সারজিস বৈষম্য সৃষ্টি করেছে।
এ সময় পাশে থাকা এনসিপির সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তারা এনসিপির সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ওই নারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এনসিপির এক সমর্থক বলেন, উনাকে এনসিপিতে কোনো পদ দেওয়া হয় নি, তাই তিনি এসব কথা বলছেন। উনি বিএনপির দালাল। এখানে প্রোপাগান্ডা ছড়াতে আসছে।
আরেকজন বলেন, সমালোচনা যে কেউ করতে পারেন। তবে কোনো ভুল ইনফরমেশন দেওয়ার অধিকার নেই। উনি যা করেছেন তা অন্যায়। উনি অন্য কোনো দলের গুপ্তচরবৃত্তি করতে এসে এনসিপির নামে মিথ্যা বক্তব্য দিচ্ছিল। এজন্য এখানে উপস্থিত ভাইয়েরা তার প্রতিবাদ করেছেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে এনসিপি। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০মিনিটে সমাবেশটি শুরু হয়েছে। সমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।