ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক ১

যুবক আটক
যুবক আটক  © সংগৃহীত

রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে বিধান চন্দ্র দাস নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্থানীয় একটি সেলুনের কর্মচারী।  

আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, বৃহস্পতিবার নাজমুল হাসান খন্দকার নামে এক ব্যক্তি শেখেরটেকের একটি সেলুনে চুল কাটাতে যান। কথোপকথনের একপর্যায়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন বিধান চন্দ্র দাস—এমন অভিযোগ করেন নাজমুল।  

ঘটনার পর আজ সকালে নাজমুল স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে সেলুনে যান এবং থানায় খবর দেন। পরে দুপুর ১২টার দিকে পুলিশ বিধানকে আটক করে থানায় নিয়ে যায়।  

আটকের পর স্থানীয় একদল লোক থানার সামনে গিয়ে বিধানের বিরুদ্ধে মামলা গ্রহণের দাবি জানান। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁদের মামলা নেওয়ার আশ্বাস দিলে তারা সেখান থেকে চলে যান।  

এসআই সোহেল রানা জানান, বিধান চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ