হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক বেশ কয়েকজন

আটকের দৃশ্য
আটকের দৃশ্য  © টিডিসি ফটো

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এসময় আইনশৃঙ্খলাবাহিনী বেশ কয়েকজনকে আটক করতে দেখা গেছে। 

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। মিছিলে আন্দোলনকারীদের টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ সদস্যরা।

এসময় বিভিন্ন ব্যানার হাতে খিলাফত-খিলাফত স্লোগান দেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলে সেই বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে পল্টন মোড় থেকে পানির ট্যাংকির দিকে এগিয়ে যান। দুপুর ২টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছে। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।

এর আগে সকাল থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নামাজ পড়ার উদ্দেশ্যে যারা ভেতরে প্রবেশ করছেন তাদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠন হিযবুত তাহরীর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।


সর্বশেষ সংবাদ