ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে পুলিশ সদস্য আটক

০৬ মার্চ ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM

© ভিডিও থেকে সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) দুই ঘণ্টা আটকে রাখে স্থানীয় জনতা। ছিনতাইয়ের অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সদর উপজেলার হোসেনডাইং এলাকায় বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার নাম ফিরোজ রানা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার কিছু পরে দিকে এএসআই ফিরোজ আরও দুজনকে সঙ্গে নিয়ে হোসেনডাইং এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন। সে সময় ওই মোটরসাইকেল চালক পালিয়ে এসে গ্রামের লোকজনকে জানান। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে ফিরোজসহ তিনজনকে চারদিক থেকে ঘিরে ফেলে। তবে বাকি দুজন পালিয়ে গেলেও এএসআই ফিরোজকে ধরে ফেলেন স্থানীয়রা।

আরো পড়ুন: ইশরাকের পোস্টে সারজিসের কড়া প্রতিবাদ

ঝিলিম ইউনিয়নের সদস্য মনিরুল ইসলাম মনি বলেন, ‘সাদা পোশাকে ছিলেন এএসআই ফিরোজ। স্থানীয় লোকজন তাকে ধরে ফেলার পর নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন এবং সঙ্গে থাকা পরিচয়পত্র দেখান। পরে খবর পেয়ে থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে রাত সোয়া ১১টার দিকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।’

ইউপি সদস্য আরও বলেন, ‘এর আগেও হোসেডাইং এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাই স্থানীয় জনতা প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে তিন শতাধিক মানুষ জড়ো হয়ে যায়।’

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এএসএম ওয়াসিম ফিরোজ বলেন, ‘বুধবার রাতে ফিরোজ রানা ডিউটি অফিসার ছিলেন। ডিউটি অফিসার থাকা অবস্থায় কোনো অভিযানে যাওয়ার সুযোগ নেই। তারপরও তিনি (ফিরোজ রানা) দাবি করেছে দুই সোর্স নিয়ে মাদক উদ্ধারে গিয়েছিলেন। তবে মাদক উদ্ধারে যাওয়ার আগে তাঁর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে জানাননি।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘তার (ফিরোজ) বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ওঠায় তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

জামায়াত প্রার্থী মজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ১১ জানুয়ারি ২০২৬
এখন একই দামে আরও দ্রুত গতির ইন্টারনেট, বিটিসিএলের নতুন প্যা…
  • ১১ জানুয়ারি ২০২৬
চাঁদপুর-২ আসন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী
  • ১১ জানুয়ারি ২০২৬
খুলনায় যুবককে গুলি করে হত্যা
  • ১১ জানুয়ারি ২০২৬
হাতপাখার ফয়জুল করীমের আসন থেকে প্রার্থী তুলে নিচ্ছে জামায়াত!
  • ১১ জানুয়ারি ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন টেকনোলজিস, পদ …
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9