আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন মার্কিন সাবেক ২ রাষ্ট্রদূত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৫, ০২:০৭ PM

ঢাকায় সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন। আজ বুধবার (৫ মার্চ) তারা ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দুপুর সোয়া ১২টার দিকে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ত্যাগ করেন।
উইলিয়াম বি মাইলাম ১৯৯০ সালের আগস্ট থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত তিনি পাকিস্তানে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে জন ড্যানিলোভিজ ২০০৭ ও ২০০৮ সালে সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলে ঢাকায় বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরামসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। সকাল ১০টায় তাদের হাজির করা হয়।
আরও পড়ুন: জবিতে রমজানে অনলাইন ক্লাস ও পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত
অভিযুক্ত অন্য তিন আসামি হলেন শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান, কনস্টেবল মাহমুদুল হাসান।
গত ৫ আগস্ট পতিত সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী বেশ উশৃঙ্খল ছিল। ওই দিন কোনাবাড়ী থানার পাশে শিক্ষার্থী হৃদয়কে কয়কেজন পুলিশ সদস্য টেনেহিঁচড়ে নিয়ে চড়থাপ্পড়, কিল-ঘুষি মারে, একপর্যায়ে কনস্টেবল আকরাম এসে হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। এই পাঁচজন হৃদয় হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন।