রূপগঞ্জের বুদ্ধি প্রতিবন্ধী যুবক জাকির নিখোঁজ

মো. জাকির হোসেন
মো. জাকির হোসেন  © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মো. জাকির হোসেন (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণ হারিয়ে গেছে। গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে রূপগঞ্জ থানাধীন ভুলতা ইউনিয়ন/ওয়ার্ডের আতলাশপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছে বলে জানায় ওই তরুণের মামা মো. সিরাজুল ইসলাম।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমার ভাগনে খুবই সহজ-সরল। সে লেভারের কাজ করতো। ওই দিন কাজ রাতে ঘুমিয়েছে। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

হারানোর সময় জাকির হোসেনের গায়ে ছিল জ্যাকেট, পরনে লুঙ্গি, পায়ে ছিল স্যান্ডেল, গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো এবং ছোট, মুখমণ্ডল একটু লম্বা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ওজন আনুমানিক ৫৫ কেজি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) নিরঞ্জন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ছেলেটিকে খোঁজার সন্ধান অব্যাহত রয়েছে। যেহেতু তার সাথে কোন মোবাইল ফোন নেই তাই উদ্ধারে সময় লাগছে। আমি সবগুলো থানায় বার্তা পাঠিয়ে রাখছি। কোনো তথ্য পাওয়া গেলে সাথে সাথে তার পরিবারের সাথে যোগাযোগ করা হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং-৪২। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা
মো. সিরাজুল ইসলাম (৪১), পিতা: মো. আ. ছামাদ, মাতা মোছা. ছালেহা খাতুন, মোবাইল নং: 01759570938 ঠিকানা (স্থায়ী ও বর্তমান), নিজ বাড়ি, গ্রাম-বানতিয়ার, ইউনিয়ন/ওয়ার্ড সোনাভানি, থানা-শাহজাদপুর, জেলা -সিরাজগঞ্জ।


সর্বশেষ সংবাদ