বরগুনার সাবেক ইউএনওসহ চারজনের বিরুদ্ধে মামলা

চারজনের বিরুদ্ধে মামলা
চারজনের বিরুদ্ধে মামলা  © সংগৃহীত

বরগুনার সাবেক ইউএনওসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ আনিসুজ্জামান মামলাটি গ্রহণ করে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) পটুয়াখালীকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন- বরগুনা সদর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মো. শামিম মিয়া, বরগুনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম মো. মিজানুর রহমান, বরগুনা সদর উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও বরগুনা থানার এসআই মো. সোহেল রানা।

জানা গেছে, বরগুনা সদর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য চাওয়ায় অপরাধ বিচিত্রার সাংবাদিক মো. রাশেদুল ইসলামকে আটক রেখে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

এ ব্যাপারে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, ‘ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো ঘটনা ঘটলে তিনি তাৎক্ষণিক আইনের আশ্রয় নিতে পারতেন। একজন নাগরিকের মামলা করার অধিকার আছে। আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে প্রমাণিত হবে আমি দোষী কিনা।’


সর্বশেষ সংবাদ