মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাঙ্গামাটিতে র্যালি
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:০০ PM , আপডেট: ০১ মার্চ ২০২৫, ১২:০০ PM

‘আহলান সাহলান মাহে রমাদান, রমজানের পবিত্রতা রক্ষা করুন, করতে হবে’ স্লোগানে ১৪৪৬ হিজরি পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাঙ্গামাটিতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ শনিবার (১ মার্চ) সকালে কাঁঠালতলী থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনে উপপরিচালক ইকবাল বাহার চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ড অফিসার পেয়ার আহমদ, পিসিসিপির সিনিয়র সহসভাপতি মো আলমগীর হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান। একই সঙ্গে রাতের বেলায় লাইটপোস্ট ফজর পর্যন্ত জ্বালিয়ে রাখার দাবি জানান।