আওয়ামী লীগ ৬, বিএনপি-জামায়াত ৫ পদে জয়ী

আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচন-২০২৫
আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচন-২০২৫  © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচন-২০২৫-এ আওয়ামী লীগপন্থীরা বিএনপি-জামায়াত প্যানেলের চেয়ে বেশি পদ পেয়ে জয়ী হয়েছেন।  নির্বাচনে ভোটার ছিলেন ২২৪ জন, ২০২ জন ভোট প্রদান করেন।  এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ৩টি প্যানেলে এবং একজন স্বতন্ত্রসহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করেন।

জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল (মনিরুল-ডলার পরিষদ) ৬টি পদ, বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল ৫টি পদ এবং শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্ট প্রার্থীরা দুটি পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেলের মহম্মদ ইসাহাক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্টের মাহমুদুল ইসলাম কনক।

এর মধ্যে আওয়ামী প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, অর্থ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী হয়েছেন। 

বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি, সহসাধারণ সম্পাদকের একটি পদ, গ্রন্থাগার সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী হয়েছেন। এ ছাড়া এককভাবে শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্ট প্রার্থীরা সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পদকের একটি পদে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন সিনিয়র সহসভাপতি মিসেস আনজুমান আরা, সহসভাপতি সোহরাব আলী (২), সহসাধারণ সম্পাদক পদে যথাক্রমে এম. আব্দুস সালাম ও ফরিদ আহম্মেদ জনি, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম আজিজী, গ্রন্থাগার সম্পাদক আবুল কালাম আযাদ এবং সাংস্কৃতিক সম্পাদক তানভীর রহমান নীতু।

কার্যনির্বাহী সদষ্য পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে মেহেদী হাসান শাওন, সাবিনা ইয়াসমিন, জাহাঙ্গীর আলম ও নাজমুস সাকিব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence