‘ফরায়েজী আন্দোলন’ নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন  © সংগৃহীত

‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর মাদরাসার ৮০তম ফরায়েজী আন্দোলনের মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।     

খালিদ হোসেন বলেন, ‘আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলব। অন্যান্য ছোট দলগুলো যদি পায় তাহলে ফরায়েজী আন্দোলন পাবে না কেন? আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই। সমস্ত মুসলমানকে অন্তরের মধ্যে জায়গা দিই। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।’

তিনি আরও বলেন, ‘আজকের যে বাংলাদেশ, হাজার হাজার মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজের প্রতি আগ্রহী, রোজার প্রতি আগ্রহী এগুলো হাজী শরীয়ত উল্লাহ সাহেবের অবদান, পীর সাহেবের অবদান। সেই ইতিহাস মানুষ ভুলে গেছে। আবার এই ইতিহাসকে আমাদের পুনরুজ্জীবিত করতে হবে।’

হাজী শরীয়ত উল্লাহর অবদান বর্ণনা করে ধর্ম উপদেষ্টা বলেন, ফরায়েজী আন্দোলন সম্পর্কে অভিমত ব্যক্ত করা নিয়ে প্রশ্ন আসত অনার্স-মাস্টার্সে। নানা কারণে এই জাতীয় প্রশ্নগুলো এখন আর সিলেবাসে নাই। আমরা আশা করি আগামীতে যিনি আসবেন, নতুন সিলেবাসে ফরায়েজী আন্দোলন, হাজী শরীয়ত উল্লাহ ছাহেব (রহ.)-এর জীবনী ও ওনাদের কালজয়ী অবদান সিলেবাসভুক্ত হবে।’

মাহফিলে আরও উপস্থিত ছিলেন, হাজী শরীয়ত উল্লাহর আস্তানার গদিনসিন পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, দেশবরেণ্য ওলামায় কেরামগণ, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ ও ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীসহ লাখো ধর্মপ্রাণ মুসল্লি। 

উল্লেখ্য, ঐতিহাসিক ব্রিটিশবিরোধী ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়ত উল্লাহর গ্রাম মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর মাদ্রাসার মাহফিলে প্রতি বছর লাখো মানুষের জমায়েত ঘটে। ৮০ বছর যাবত এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন যাবত তার অনুসারীদের দাবি কৃষক শ্রমিকদের নিয়ে করা হাজী শরীয়ত উল্লাহর  ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence