‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক’

জাহাঙ্গীর আলম চৌধুরী
জাহাঙ্গীর আলম চৌধুরী  © সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মোটামুটি সন্তোষজনক বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিসি সম্মেলনের শেষ দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফেক্টরি (সন্তোষজনক) কিন্তু এটাকে আরও উন্নতির অবকাশ রয়েছে। আস্তে আস্তে এটি উন্নতির দিকে যাচ্ছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ডিসিদের কী নির্দেশনা দেওয়া হয়েছে, এমন প্রশ্নে  উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই তো আমরা অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছি। এটা তো আপনারা জানেন এবং আপনারা সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন।’

অপারেশন ডেভিল হান্ট কত দিন চলবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যত দিন ডেভিলরা থাকবে, ততদিন অভিযান চলবে।আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে আরও উন্নতি করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। তারা সীমান্ত এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলেছেন। নৌপুলিশ বৃদ্ধি করার জন্য বলেছেন। গাজীপুরে জনবল বৃদ্ধির কথা বলেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধির জন্য বলেছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বড় আশা হলো- দেশ থেকে দুর্নীতি কমানো। দুর্নীতি না কমাতে পারলে দেশের অগ্রগতি হবে না। আমাদের সব থেকে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা সব লেভেল থেকে কমিয়ে আনতে হবে, এ জন্য আমি আপনাদেরও সাহায্য সহযোগিতা চাই।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence