বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

  © সংগৃহীত

মাঘ বিদায় নিলেও শীতের অনুভূতি এখনো বিরাজমান। সঙ্গে ভোরের দিকে আগের মতোই দাপটে রয়েছে কুয়াশা। অন্যদিকে বৃষ্টির বার্তা নিয়ে প্রকৃতিতে সৌরভ ছড়াচ্ছে ফাল্গুনের হাওয়া। এই অবস্থার মধ্যে আগামী ৩ দিন ক্রমেই বাড়তে পারে তাপমাত্রা। তবে বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে আগের মতোই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এই আবহাওয়াবিদ জানান, রবি ও সোমবার (১৬-১৭ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেতে পারে। এছাড়া মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার সন্ধ্যায় কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সর্বশেষ সংবাদ