বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৬ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৬ PM
দেশের বিভিন্ন বিভাগে আগামী দুই দিন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এ অবস্থায় আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে দেয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।
ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টাতেও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া থাকতে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কমতির দিকে থাকবেই বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।