রাজবাড়ীতে দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
- রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ PM

রাজবাড়ীতে স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠ-এর সম্পাদক খন্দকার আব্দুল মতিনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনে সংগঠনটির জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খন্দকার আব্দুল মতিন দীর্ঘদিন ধরে পক্ষপাতমূলক সাংবাদিকতা করে আসছিলেন। তারা তাকে ‘ফ্যাসিবাদের দালাল’ আখ্যা দিয়ে বলেন, গত ১৬ বছর তিনি জনগণের চোখে সত্যকে আড়াল করে সরকারের পক্ষে দালালি করেছেন। বক্তাদের মতে, সাংবাদিকতা হতে হবে নিরপেক্ষ ও ন্যায়ের পক্ষে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখপত্র হিসেবে নয়।
বক্তারা আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারপন্থী পক্ষপাতদুষ্ট সাংবাদিকতার অবসান ঘটাতে হবে। তারা খন্দকার আব্দুল মতিনকে রাজবাড়ীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং তার সাংবাদিকতার লাইসেন্স বাতিলের দাবি জানান। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাছিবুল ইসলাম, মীর মাহমুদ সুজন, মিরাজুল মাজিদ তুর্যসহ আরও অনেকে।