বায়ুদূষণে ঢাকার স্কোর ১৭২, অবস্থান কত?

বিশ্বের ১২৪ টি নগরীর মধ্যে আজ ঢাকার অবস্থান সপ্তম। বায়ুদূষণের কারণে ঢাকার বাতাসের মান সূচক ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ অবস্থায় শহরের বাসিন্দাদের শ্বাসপ্রশ্বাসের সমস্যা বাড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য এটি গুরুতর ঝুঁকি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার পর সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এসময় রাজধানীর বায়ুর মান ছিল ১৯৬। 

তালিকায় ২৩০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ১৯৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগভিনিয়ার সারাজিভো। ভারতের দিল্লি রয়েছে চতুর্থ অবস্থানে, স্কোর ১৮৬। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৭৯।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। ১৭৩ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে পোল্যান্ডের ওয়ারশ।

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫০ থেকে ২০০ এর মধ্যে স্কোর থাকলে তা ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়, এবং ২০১ থেকে ৩০০ এর মধ্যে স্কোর হলে বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। একিউআই স্কোর ৩০১ বা তার বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence