বিএনপির কমিটিতে ঠাঁই পাওয়া সেই আ. লীগ নেতাকে অব্যাহতি

মতিউর রহমান মুক্তা
মতিউর রহমান মুক্তা  © ফাইল ফটো

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে বিএনপির কমিটিতে ঠাঁই পাওয়া সেই স্কুল শিক্ষক মতিউর রহমান মুক্তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের সিদ্ধান্তে সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়।

কুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা ও সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান সুরুজ সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় ‘মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির সদস্য মতিউর রহমান মুক্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের নজরে আসায় তাকে সংশ্লিষ্ট কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

প্রসঙ্গত,  ৫ আগস্ট সরকার পতনের পর খোলস পাল্টে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠে। ওই ইউনিয়ন বিএনপির কমিটিতেও তাকে সদস্য পদে দেখা যায়। পরে তৃণমূল বিএনপি নেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২১ সালে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে তাকে সদস্য করা হয়। ওই কমিটির আমি সাধারণ সম্পাদক। কমিটি এখনো বলবৎ রয়েছে বিলুপ্ত হয়নি। মানুষ তো আসলে বহুরুপী স্বার্থের জন্য এসব করে। এত দিন আওয়ামী লীগে থেকে সুযোগ সুবিধা নিয়েছে। এটা আসলে তার ব্যক্তিগত অভিরুচি আমাদের কমিটিতে কয়েক বছর ধরে থাকলো এখন আবার বিএনপিতে। 


সর্বশেষ সংবাদ