মসজিদে ঢুকে শিবিরের ক্যালেন্ডার ছিঁড়লেন ছাত্রলীগ নেতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ AM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ AM

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে ঢুকে ইসলামী ছাত্রশিবিরের ক্যালেন্ডার ছিঁড়লেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শাহানুর আলী শানু। এ সময় মুসল্লিদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই এলাকাবাসী তাকে মসজিদ থেকে বের করে দেন।
গত সোমবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে মসজিদের এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের সময় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা শাহানুর আলী শানু মসজিদে ঢুকে ইসলামী ছাত্রশিবিরের ক্যালেন্ডার ছিঁড়ে ফেলেন। মুসল্লিরা তখন বাধা দিলে তাদের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন।
একপর্যায়ে তিনি একজন মুসল্লিকে লাঞ্ছিত করেন এবং বলেন, কার এত সাহস যে শিবিরের ক্যালেন্ডার টানায়। মুসল্লিরা তখন এর প্রতিবাদ করলে তাদের ওপরও তিনি চড়াও হন। এরপর এলাকাবাসী তাকে মসজিদ থেকে বের করে দেন।
এ ঘটনা জানাজানি হলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
জগন্নাথপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) শাকিব আহমদ একটি সংবাদমাধ্যমকে বলেন, মসজিদে ক্যালেন্ডার নিয়ে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।