গণঅভ্যুত্থান নিয়ে অজানা কথা জানালেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া

ইকবাল করিম ভূঁইয়া ও তার ফেসবুক অ্যাকাউন্ট
ইকবাল করিম ভূঁইয়া ও তার ফেসবুক অ্যাকাউন্ট  © সংগৃহীত

ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছেন, বিভিন্নভাবে কাজ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। গণঅভ্যুত্থান নিয়ে নিজস্ব মতামত, বিশ্লেষণ ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন তিনি। পাশাপাশি জানালেন অভ্যুত্থান নিয়ে নানা অজানা কথা।

সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অভ্যুত্থান নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেছেন। এ ছাড়াও বাংলাদেশের অভ্যুদয় এবং স্বাধীনতা পরবর্তী পরিস্থিতিও স্মরণ করেছেন।  ২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ১৭ পর্বে লিখেছেন তিনি। ‘সামরিক বিদ্রোহ, সামরিক অভ্যুত্থান, গণঅভ্যুত্থান, গণবিপ্লব ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান’ শিরোনামে লেখাগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন সাবেক এই সেনাপ্রধান। দ্যা ডেইলি ক্যাম্পাস-এর পাঠকদের জন্য লেখাগুলো হুবহু তুলে দেওয়া হলো—

১.
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানদের প্রায়ই সামরিক বিদ্রোহ, সামরিক অভ্যুত্থান, গণঅভ্যুত্থান এবং গণবিপ্লবের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এর পেছনে দেশের বিশৃঙ্খল ও অপ্রাতিষ্ঠানিক গণতন্ত্র, দুর্বল অর্থনীতি, ব্যাপক দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং দুর্বল শাসনব্যবস্থা বড় কারণ হিসেবে কাজ করে। কোনো সেনাপ্রধানই নিশ্চিত থাকতে পারেন না যে তাঁর মেয়াদকালে এ ধরনের অস্থির পরিস্থিতির সৃষ্টি হবে না। বাইরে থেকে পরিস্থিতি শান্ত বোঝা গেলেও, ছোট কোনো ঘটনা হঠাৎ করে দাবানলের সৃষ্টি করে সমগ্র দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন করে দিতে পারে। যেমন, ১৯৭৫ সালে শেখ মুজিবের হত্যাকাণ্ড, ১৯৯০ সালে ডা. মিলনের শহীদ হওয়া, কিংবা ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন—সবকিছুই দেখিয়েছে কিভাবে একটি মাত্র ঘটনা জাতির ইতিহাসকে বদলে দিয়েছে। তাই পরিস্থিতি আপাতদৃষ্টিতে শান্ত দেখালেও, সম্ভাব্য অস্থির পরিস্থিতি মোকাবেলার জন্য একজন সেনাপ্রধানকে সবসময় সজাগ থাকতে হয়।

সামরিক বিদ্রোহ, সামরিক অভ্যুত্থান, গণঅভ্যুত্থান এবং গণবিপ্লব—এগুলো একেক সময় একেক প্রকৃতির হয় আর প্রত্যেকটি সামাল দিতে বিশেষ দক্ষতা ও প্রস্তুতির প্রয়োজন হয়ে পড়ে। তবে আনুষ্ঠানিক শিক্ষা, ব্যক্তিগত অভিজ্ঞতা আর অতীত ঘটনার বিশ্লেষণের মাধ্যমে একজন সেনাপ্রধান ভবিষ্যৎ সংকটগুলো অনুধাবন করতে পারেন এবং সঠিক সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সক্ষম হন। পেছনে ফিরে তাকালে দেখা যায়, বাংলাদেশে বেশ কয়েকজন সেনাপ্রধানকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে—কারণ তাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছিল তারা জনস্বার্থে কোন ব্যবস্থা গ্রহন করেননি। আবার কেউ কেউ জনগণের দাবির কাছে নতি স্বীকার করে এমন পদক্ষেপ নিয়েছিলেন, যার কারণে সেনাবাহিনীকে ভাবমূর্তি সংকটে পড়তে হয়েছিল এবং তারাও বড় ঝুঁকির মুখোমুখি হয়েছিলেন। ফলে সামগ্রিকভাবে সেনাপ্রধানদের সিদ্ধান্তগুলো স্থিতাবস্থা বজায় রাখার দিকেই ঝোঁকে। কারণ অতীতে যারা অসাংবিধানিক উপায়ে রাজনৈতিক জটিলতা সমাধানের চেষ্টা করেছিলেন, তাঁদের পরিণাম হয়েছিল ভয়াবহ—মেজর জেনারেল শফিউল্লাহকে অকাল অবসরে পাঠানো হয়, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে গুলি করে হত্যা করা হয়, জেনারেল জিয়াকে হত্যা করা হয়, জেনারেল এরশাদ কারাভোগ করেন, জেনারেল নাসিম গ্রেপ্তার হয়ে অকাল অবসর নেন, আর জেনারেল মঈনকে এখনো দেশছাড়া অবস্থায় থাকতে হচ্ছে।

২.
‘সেনাবিদ্রোহ’ এমন এক পরিস্থিতি যা সেনাপ্রধানকে দিশেহারা করে পুরো কমান্ড কাঠামোতে অচলাবস্থা তৈরি করে। এর মূল কারণ হলো বিদ্রোহ সাধারণত অপ্রত্যাশিত জায়গায় হঠাৎই ঘটে, আর এর সঙ্গে মিলিত হয় সহিংসতা ও বিধ্বংসী শক্তি। আকস্মিকতা, নেতৃত্ব কাঠামোর ভেঙ্গে পড়া, আর আনুগত্য ও শৃঙ্খলার মনস্তাত্ত্বিক বাঁধন এক লহমায় গুঁড়িয়ে যাওয়ায় সেনাবাহিনীর মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যায়, যেখানে দ্রুতই অস্থিরতা, বিশৃঙ্খলা আর বিভ্রান্তি বাসা বাঁধে। বাংলাদেশ সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটে প্রধানত অফিসার ও সৈনিকদের মধ্যে সুপ্ত শ্রেণীসংগ্রামের জেরে। পাকিস্তান আমলের ‘মালিক-ভৃত্য’ সম্পর্ক নতুন পরিস্থিতিতে অস্বস্তি বাড়ায়, বিশেষ করে স্বাধীনতার পরের প্রজন্মের সৈনিকরা যখন স্বাধীন দেশের নাগরিক হিসেবে তাঁদের পরিচয় আর কর্তব্য নতুনভাবে নির্ধারণ করে। বামপন্থী রাজনৈতিক দলগুলো এই চাপা উত্তেজনাকে উস্কে দেয় এবং সৈনিকদের মধ্যে পারস্পরিক শত্রুতার বীজ বুনে রাজনৈতিক ফায়দা লূটে নেয়ার চেষ্টা করে। বহু বিদ্রোহ ঘটলেও, এর মধ্যে তিনটি বড় বিদ্রোহ দেশকে বিশেষভাবে কাঁপিয়ে দেয়।

৩.
১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিদ্রোহে সৈনিকরা ব্যারাক থেকে বেরিয়ে আসা মাত্রই পুরো সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে অফিসারদের নির্বিচারে হত্যা শুরু করে। ভাগ্যক্রমে এ পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। জেনারেল জিয়ার বিচক্ষণ নেতৃত্বে দ্রুত পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। এদিকে, ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে বিভিন্ন ক্যান্টনমেন্টে জন্ম নেয়া বিদ্রোহের কোনো আভাসই পাননি। এমন অমনোযোগের ফলে তিনি তাঁর সদ্য অর্জিত পদ হারান এবং বিদ্রোহীদের হাতে নিহত হন।

দ্বিতীয় বড় বিদ্রোহ ঘটে ১৯৭৭ সালে যখন ২২ ইস্ট বেঙ্গল ২৯ / ৩০ সেপ্টেম্বর রাতে বিদ্রোহ করে এবং ২ অক্টোবর বিমানবাহিনীতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। জেনারেল জিয়া এ ঘটনায় হতভম্ব হয়ে গেলেও ক্ষমতায় টিকে যান, কারণ বিদ্রোহগুলো ছিল স্থানীয় পর্যায়ের যা সেনাবাহিনীর উন্নত সামরিক কাঠামো দিয়ে দমন করা সম্ভব হয়। ১৯৭৫ সালের বিদ্রোহীরা শাস্তি এড়াতে পারলেও, ১৯৭৭ সালের ষড়যন্ত্রকারীরা ব্যাপক মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। এটাই ভবিষ্যতে বিদ্রোহ করতে চাওয়া সৈনিকদের জন্য ছিল স্পষ্ট ও কঠোর সতর্কবার্তা।

তৃতীয় বড় বিদ্রোহ ঘটে ২০০৯ সালে, যখন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সৈনিকরা তিন দিন ধরে চলা সহিংসতায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে। এ ঘটনার আগে বিদ্রোহের আশংকার আভাস থাকলেও, সেগুলোকে গুরুত্ব দেয়া হয়নি। সেনাপ্রধান, বিডিআর মহাপরিচালক ও ডিজি ডিজিএফআই—সকলেই শুধু পরের দিনের প্রধানমন্ত্রীর সফর বাতিল করে স্বস্তিতে বসে থাকেন এবং বিদ্রোহের সম্ভাবনাকে নিছক গুজব মনে করে উড়িয়ে দেন। শেষ পর্যন্ত রক্তক্ষয়ী হামলার কারণে রাষ্ট্র ও সেনাবাহিনীর কমান্ড কাঠামো সম্পুর্ণ অচল হয়ে পড়ে। তবে অবশেষে বিদ্রোহ দমন করা হয় এবং বিদ্রোহীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

৪.
সেনাবাহিনীতে আরও দু’টি বিদ্রোহ হয়েছিল, যা অফিসার ও সৈনিকদের মধ্যে শ্রেণিগত দ্বন্দ্বের কারণে নয় বরং ঊর্ধ্বতন পর্যায়ের ক্ষমতার দ্বন্দ থেকে সৃষ্টি হয়েছিল। এসব ঘটনায় অফিসার এবং সৈনিক উভয় পক্ষকেই সরাসরি কাজে লাগানো হয়েছিল, কিন্তু বিদ্রোহের উদ্দেশ্য ও প্রণোদনা সৈনিকদের আগ্রহের সঙ্গে মেলেনি বলে তারা পুরোপুরি তাতে সমর্থন দেয়নি। মূলত, এগুলো ছিল উচ্চাকাঙ্ক্ষী কিছু জেনারেলের নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই। সৈন্যরা দেখেছিল যে পরিস্থিতি কার পক্ষে যাচ্ছে, তারপর হয় চুপ থেকেছে কিংবা দেখেশুনে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে।

এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে সংগঠিত বিদ্রোহ। প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার পর বিদ্রোহীরা প্রথমে উল্লসিত হয়ে উঠলেও, দ্রুতই বুঝতে পারে যে তাদের অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। তখন সেনাপ্রধান জেনারেল এরশাদের উৎসাহে সরকার সৈনিকদের আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকে, যার ফলে বিদ্রোহীরা নৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে এবং মনোবল হারিয়ে ফেলে। সরকারের তুলনায় কম শক্তি নিয়ে লড়াই করতে গিয়ে জেনারেল মনজুর দ্রুতই তাঁর অধস্তন অফিসার আর সৈনিকদের আস্থা হারিয়ে ফেলেন। তাঁরা এরশাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শুভপুর ব্রিজ পার হয়ে সরকারের পক্ষ নেন এবং শেষ পর্যন্ত জেনারেল এরশাদই জয়ী হন।

অন্যদিকে, ১৯৯৬ সালে সেনাপ্রধান জেনারেল নাসিম দুর্বল পরিকল্পনা, উদ্দেশ্য বাস্তবায়নে অপরিপক্কতা, অধস্তনদের দোদুল্যমান আনুগত্য এবং বিশ্বস্ত সহযোগীদের বিশ্বাসঘাতকতার কারণে ব্যর্থ হন। তিনি বুঝতে পারেননি যে সেনাবাহিনীর ভেতরে কতখানি বিভক্তি সৃষ্টি হয়েছে, ফলে দ্বিধাবিভক্ত বাহিনীকে যখন তিনি ঢাকায় একত্রিত হওয়ার নির্দেশ দিলেন, তখনই তাঁর কমান্ড অচল হয়ে পড়ে। প্রতিপক্ষরা রাষ্ট্রপতির ক্ষমতা, এসএসসি ব্যাচ-১-এর পরিবর্তনশীল আনুগত্য এবং ৯ম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমাম-উজ-জামানের অবস্থান পরিবর্তনের সুযোগ নিয়ে নাসিমের ক্ষমতা দখলের চেষ্টাকে সফলভাবে নস্যাৎ করে দেয়।

৫.
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানরা ইতিহাসের বিভিন্ন পর্বে চারটি উল্লেখযোগ্য সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয়েছেন বা নিজেরাই সেগুলো ঘটিয়েছেন। এর মধ্যে প্রথমটি ঘটে ১৯৭৫ সালের ১৫ আগস্ট, যখন কয়েকজন তরুণ মেজর রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যা করে খন্দকার মোশতাক আহমদকে ক্ষমতাসীন করে। সে সময়ের সেনাপ্রধান মেজর জেনারেল কাজী মুহাম্মদ শফিউল্লাহ তার গৌয়েন্দা সংস্থা সমুহের ব‍্যর্থতার কারণে সম্পূর্ণরূপে হতবাক হয়ে যান। ঘটনাগুলো এত দ্রুত ঘটার ফলে তিনি কোনো পাল্টা ব্যবস্থা গ্রহন করতে পারেননি। কেবলমাত্র ট্যাঙ্কের ইঞ্জিন চালু করেই ওই তরুণ মেজররা ঢাকার রাস্তায় সাধারণ মানুষকে বিস্মিত করে দেয়। কার্যকর পদক্ষেপ নেয়ার বিপরীতে সেনাপ্রধান নতুন রাষ্ট্রপতির প্রতি আনুগত্য স্বীকার করেন। পরের দু’মাস “ইয়াং টার্কস” নামে পরিচিত ওই তরুণ অফিসারের দলই বঙ্গভবন থেকে দেশের সবকিছু নিয়ন্ত্রণ করে, আর নতুন সেনাপ্রধান জেনারেল জিয়া তখন সবকিছু শুধু নীরবে দেখছিলেন। কেন তিনি পুরো সেনাবাহিনী তার অধীনে থাকা সত্ত্বেও ওদের দমন করেননি তা আজও রহস্য হয়ে রয়েছে। আর এভাবেই এই অস্থির তরুন অফিসারদের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পরিণতিতে আরেকটি অভ্যুত্থান ঘটে—যার নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিজিএস (চিফ অব জেনারেল স্টাফ), ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ।

জেনারেল জিয়ার নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে মোশাররফ ও তাঁর নিজের মতাদর্শী কিছু অফিসার ১৯৭৫ সালের ৩ নভেম্বর খন্দকার মোশতাক আহমদকে ক্ষমতা থেকে উৎখাত করেন, জেনারেল জিয়াকে বন্দি করেন, বঙ্গভবনের ওই তরুণ মেজরদের পালাতে বাধ্য করেন, নিজেকে সেনাপ্রধান ও মেজর জেনারেল পদে পদোন্নতি দেন এবং বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি পদে আসীন করেন। তবে এই ক্ষমতা দখল বেশি দিন স্থায়ী হয়নি। কারণ মোশাররফ বুঝতেই পারেননি যে অবসরপ্রাপ্ত কর্নেল তাহের (জাসদ) এর নেতৃত্বে বিভিন্ন ক্যান্টনমেন্টে নতুন করে বিদ্রোহের প্রস্তুতি চলছে। ৭ নভেম্বর, ১৯৭৫ তারিখে সেই বিদ্রোহ পূর্ণমাত্রায় বিস্ফোরিত হয়ে মোশাররফের নবগঠিত সরকারকে উৎখাত করে এবং জিয়াকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনে। সায়েম রাষ্ট্রপতি পদে থেকে যান।

৬.
১৯৮২ সালে তৃতীয় সামরিক অভ্যুত্থান ঘটে, যখন সেনাপ্রধান জেনারেল এরশাদ নিজেই ক্ষমতা দখল করেন। আগের কয়েক সপ্তাহ জুড়ে তিনি সুপরিকল্পিতভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করেন, যাতে বিনা বাধায় এবং কোনো প্রতিরোধ ছাড়াই ক্ষমতা দখল করা যায়। জিয়া হত্যাকাণ্ডের পর তিনি সুযোগ নিয়ে বেশিরভাগ অভিজ্ঞ মুক্তিযোদ্ধা অফিসারদের চাকুরিচুত‍্য করেন, পাকিস্তান থেকে ফেরত আসা (রিপ্যাট্রিয়েটেড) অফিসারদের ওপর নিজের অবস্থান সুদৃঢ় করেন এবং ক্ষমতাসীন সরকারকে অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত হিসেবে দেশবাসীর নিকট চিত্রিত করেন। একই সঙ্গে, “দেশগঠনে সেনাবাহিনীর ভূমিকা থাকা উচিত”—এই ধারণাটিকে প্রচার করে তিনি অনেককে নিজের পক্ষে টানেন। তিনি আরও অনেক পাকিস্তান হতে ফেরত আসা অনুগত জেনারেলকে ডিভিশন এবং গুরুত্বপূর্ণ সেনা-পদে বসান এবং ১৯৮১ সালে নির্বাচিত পেসিডেন্ট সাত্তারের প্রশাসনের কিছু সদস্যকেও পাশে টানেন। প্রেসিডেন্ট সাত্তারের নম্র স্বভাব ও জিয়া-উত্তর বিএনপির বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিয়ে এরশাদ সহজেই বহুদিনের লালিত স্বপ্ন—সরকার উৎখাতের পরিকল্পনা বাস্তবায়ন করেন, যা অনেকেই “মসৃণ ক্ষমতা দখল” বলে আখ্যা দেন।

২০০৭ সালে শেষ অভ্যুত্থানটি ঘটে জেনারেল মইন-এর সময়। বেগম জিয়ার পদত্যাগের পর কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়ে নির্বাচন অনুষ্ঠান করবেন ও প্রশাসন চালাবেন--এই বাক বিতন্ডায় অচলাবস্থা সৃষ্টি হয় যা থেকে ঢাকা শহরে সহিংসতা দ্রুত বেড়ে যায়। এই অস্থিরতা ও অচলবস্থা কাজে লাগিয়ে জেনারেল মইন নিজের ক্ষমতা দখলের উচ্চাকাঙ্ক্ষা লালন করতে থাকেন। তিনি ইচ্ছাকৃতভাবে সেনা মোতায়েন সত্ত্বেও পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে দেন। পশ্চিমা দূতাবাস এবং স্থানীয় জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর সহায়তায় তিনি বিশ্বস্ত কিছু সহযোগীকে বেছে নিয়ে পরিকল্পনা মাফিক এগিয়ে যান। এর আগে বিএনপি নিজেদের অনুগত জেনারেলদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল বটে, কিন্তু মইন বুঝেছিলেন—নতুন নেতৃত্ব এলে অনেকেই পক্ষ বদলায়। তিনিও সফলভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজের পক্ষে নিয়ে আসেন, যারা “রং বদলানো গিরগিটি”-এর মতো সুবিধামতো দলে ভিড়ে যায়। তাঁর মূল মিত্রদের মধ্যে ছিলেন ৯ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল আমিন এবং ব্রিগেডিয়ার জেনারেল বারি। তাঁরা সকলে মিলে গোপনে মইনের পরিকল্পনা বাস্তবায়ন করেন। এএইচকিউ (আর্মি হেডকোয়ার্টার)-এর অপারেশন শাখাকে পাশ কাটিয়ে ৯ ইনফ্যান্ট্রি ডিভিশনের সৈন্যদের সাভার থেকে ঢাকায় আনা হয়। এরপর প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি ভবনে একটি জালচিঠি দেখিয়ে ষ্টেট অব ইমারজেন্সি ঘোষণা করতে বাধ্য করা হয়। চিঠিতে হুমকি দেয়া হয়েছিল যে, কোনো প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হলে সব বাংলাদেশি শান্তিরক্ষী দেশে ফেরত পাঠানো হবে। পেছন থেকে কলকাঠি নেড়ে মইন এক নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন যা শুধু সামনের পর্দার ভূমিকায় ছিল। পরে এই সরকার জনপ্রিয়তা হারালে এবং আন্তর্জাতিক মহল দ্রুত নির্বাচনের চাপ দিলে, নিজের রাজনৈতিক দল গঠনে ব্যর্থ মইন ভারতের রাষ্ট্রপতির কাছে নিরাপদ প্রস্থানের সুযোগ চান। আর এর বিনিময়েই শেখ হাসিনার ক্ষমতায় আরোহণ তিনি নিশ্চিত করেন।

৭.
বিপ্লব মোকাবিলা করা হয়তো একজন সেনাপ্রধানের সবচেয়ে কঠিন পরীক্ষা। অনেক সময় একটি রাষ্ট্র বা সমাজ তার গর্ভে বিপ্লবের ভ্রুন ধারণ করলেও (যাকে বলা হয় “বিপ্লবে গর্ভবতী সমাজ”) তা প্রসব করতে বহু বছর লেগে যায়। যেমন, শেখ হাসিনার ২০০৯ থেকে ২০২৪ সালের কর্তৃত্ববাদী শাসন টিকে গিয়েছিল দীর্ঘদিন। আবার অন্য সময় বিপ্লব ঝড়ের গতিতে সংক্ষিপ্ত সময়ে ঘটে সবকিছু তছনছ করে ফেলে—যেমন বাংলাদেশে ঘটেছিল ২০২৪ সালের জুলাই-আগষ্ট মাসে। লেনিন বলেছিলেন, “জনগণের কোনো বিপ্লবই পুরোনো শাসন-ব্যবস্থার সমর্থক সশস্ত্র বাহিনীর একটা অংশের সহায়তা ছাড়া জয়ী হতে পারে না। ” আর স্ট্যানিসল এন্ড্রিজিয়স্কি (Stanislaw Andrzejewski) তাঁর Military Organization and Society গ্রন্থে লিখেছিলেন, “সরকার সশস্ত্র বাহিনীর আনুগত্য ধরে রাখতে পারলে কোনো বিদ্রোহই সফল হবে না। ” বাস্তবেও, যদি সেনাবাহিনী ঐক্যবদ্ধ থাকে এবং সরকারকে সমর্থন করে, তবে কোনো বিপ্লব টেকার সম্ভাবনা কম। ফলে বিপ্লবীরা সেনাবাহিনীর অবস্থান বা নিরপেক্ষতা নিয়ে ভীষণ হিসাব-নিকাশ করে। সেনাবাহিনী সরকারকে আঁকড়ে থাকবে, না কি ছেড়ে দেবে—এই প্রশ্ন বিপ্লবীদের কাছে যেমন জটিল, তেমনি সেনাবাহিনীও ভোগে দ্বিধাদ্বন্দে—কারণ জনগণের আন্দোলন আদৌ কতটা সফল হবে, তা অনুমান করা সহজ নয়। বিপ্লবীরা সেনাবাহিনীর নেতৃত্ব, শাসক দলের সাথে সেনাবাহিনীর সম্পর্ক, প্রজন্মভেদ, আর বাহিনীর অভ্যন্তরীণ ঐক্য পর্যবেক্ষণ করে। অন্যদিকে সেনাবাহিনীও দেখার চেষ্টা করে আন্দোলনের সঠিকতা, সরকারের অজনপ্রিয়তা, জনগণের অংশগ্রহণের মাত্রা, জনগোষ্ঠীর বৈচিত্র্য, এবং আন্তর্জাতিক মহল হস্তক্ষেপ করবে কি না। এসব বিষয় বিচার-বিশ্লেষণ করেই উভয় পক্ষ ভবিষ্যৎ কৌশল নির্ধারণে পদক্ষেপ নেয়।

৮.
বিপ্লবে সেনাবাহিনীর অবস্থান কীভাবে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়—তার তিনটি উদাহরণ দিচ্ছি। এর মধ্যে ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯)-এর সময় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, আবার নিজেও বড় রদবদলের মধ্য দিয়ে গিয়েছিল। শুরুর দিকে ফরাসি সেনাবাহিনী ছিল ঐতিহ্যবাহী, যেখানে অভিজাত অফিসাররা সবকিছু নিয়ন্ত্রণ করত, আর সাধারণ শ্রেণির সৈনিকরা নিচের স্তরে থাকত। এই বৈষম্যের কারণে বাহিনীর ভেতরে দ্বন্দ্ব বাড়ে, বিশেষ করে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব—এই বিপ্লবী ধারণাগুলো সমাজে ছড়িয়ে পড়ার পর। যখন বিপ্লব জোরদার হয়, সেনাবাহিনীর আনুগত্য নিয়ে পরীক্ষা শুরু হয়। অনেক অভিজাত অফিসার (সেনাবাহিনীর ৬০ %) দেশত্যাগ করে নিপীড়নের ভয়ে পালাতে থাকে। তখন বাহিনীর অফিসার পর্যায়ে শূন্যতা তৈরি হয়। এই সুযোগে ১৭৯৩ সালের ২৩ আগস্ট জাতীয় কনভেনশন লেভে আঁ ম্যাস (levée en masse) ঘোষণা করে, যেখানে ১৮ থেকে ২৫ বছর বয়সী অবিবাহিত পুরুষদের সৈন্য দলে যোগ দেয়া বাধ্যতামূলক করা হয়। এভাবে নাগরিক-সৈন্যদের নিয়ে এক জাতীয়তাবাদী সেনাবাহিনী গড়ে ওঠে, যেখানে অফিসার পদোন্নতিতে সমতা ও বিপ্লবী চেতনা নতুন উদ্যম জোগায়। এই নতুন কাঠামোর সেনাবাহিনী বিভিন্ন ইউরোপীয় জোটের বিরুদ্ধে ফ্রান্সকে রক্ষা করে এবং দেশের সীমানাও বাড়ায়। যদিও ১৭৯২ সাল থেকে সেনাবাহিনীর মূল যুদ্ধ ছিল বৈদেশিক শক্তির সাথে, তবুও অনেক সময় দেশের ভেতরের ষড়যন্ত্র, অপপ্রচার এবং অভ্যুত্থান দমাতে এটিকে ব্যবহার করা হয় (যেমন ভেন্ডি বিদ্রোহ দমন)। সামরিক বাহিনী অচিরেই ফরাসি রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে উঠে আসে, যার চূড়ান্ত পরিণতি ঘটে নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতায় আরোহণের মাধ্যমে। ১৭৯৯ সালে সামরিক শক্তির জোরেই তিনি নিজে এক সামরিক অভ্যুত্থান ঘটান। এর মাধ্যমে সেনাবাহিনী ফরাসি বিপ্লবের সময় কতটা প্রভাবশালী হয়ে উঠেছিল—তা স্পষ্ট হয়ে যায়, বিপ্লবের সময় থেকে পরবর্তী কালেও।

৯.
রুশ-জাপানি যুদ্ধে (১৯০৪-১৯০৫) রাশিয়ান সাম্রাজ্যের বড় ধরনের পরাজয়ের পরপরই ১৯০৫ সালে প্রথম রুশ বিপ্লব শুরু হয়। কিন্তু এটি ব্যর্থ হয়ে যায় মূলত এই কারণে যে, সামরিক বাহিনী তখনও জার নিকোলাস দ্বিতীয়ের প্রতি অনুগত থাকে। রিজার্ভ বাহিনীতে কিছু বিদ্রোহের পাশাপাশি নৌবাহিনীতে সেভাস্তোপোল, ভ্লাদিভস্তক ও ক্রনস্টাড্টে বিদ্রোহের ঘটনা ঘটে—এর মধ্যে ব্যাটলশিপ পোটেমকিনের বিদ্রোহ ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। কঠোর শক্তি প্রয়োগ করে সরকার এগুলো দমন করে, যেখানে দুই হাজারের বেশি নাবিক মারা যায়। যদিও ব্যাপক অস্থিরতা চলছিল, সেনাবাহিনীর মূল অংশ রাজনীতি থেকে দূরে সরে গিয়ে সরকারের পক্ষ অবলম্বন করে। ফলে সরকার ১৯০৫ সালের এ আন্দোলনকে শেষ পর্যন্ত দমন করতে সফল হয়।

এ সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ১৯০৫ সালের ২২ জানুয়ারির ‘ব্লাডি সানডে’। সেদিন সেন্ট পিটার্সবার্গে জারের শীতকালীন প্রাসাদের সামনে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় ইম্পেরিয়াল গার্ড, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ধর্মঘট শুরু হয়। কিন্তু একপর্যায়ে সেমিওনভস্কি রেজিমেন্টকে সঙ্গে নিয়ে সরকার আর্টিলারি ব্যবহার করে বিদ্রোহী এলাকাগুলো ধ্বংস করে। ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ওই বিক্ষোভ গুঁড়িয়ে দেওয়া হয় এবং শেষ পর্যায়ের মস্কোর আন্দোলনও কঠোর হস্তে দমন করা হয়। এভাবে ১৯০৫ সালের বিপ্লব শেষ হয়ে যায়, আর প্রমাণিত হয়—যদি সেনাবাহিনী সরকারপক্ষ থাকে তাহলে বিদ্রোহের পক্ষের শক্তির জয়ী হওয়া কঠিন।

অন্যদিকে ১৯১৭ সালের দ্বিতীয় রুশ বিপ্লবে সেনাবাহিনী হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ ও রূপান্তরমূলক শক্তি। প্রথম বিশ্বযুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে সৈনিকদের মনোবল তলানিতে গিয়ে ঠেকে। খাদ্য, অস্ত্র ও রসদের ব্যাপক সংকটের কারণে অধিকাংশ কৃষক-সৈনিক বিদ্রোহের পথ বেছে নেয়। ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেত্রোগ্রাদে গণবিক্ষোভ শুরু হলে, অনেক সৈনিক বেসামরিক মানুষের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়—বরং তারা বিক্ষোভে যোগ দেয়। এতে জার নিকোলাস দ্বিতীয় সিংহাসন ছাড়তে বাধ্য হন। অস্থায়ী সরকার ক্ষমতায় এলে যুদ্ধ চালিয়ে যাওয়া সহ আরও কিছু সিদ্ধান্ত নেয়, কিন্তু সেনাবাহিনীর আনুগত্য আরও দুর্বল হয়ে পড়ে। পেত্রোগ্রাদ সোভিয়েতের জারি করা ‘অর্ডার নং ১ ’-এর ফলে সৈনিকদের কমিটিগুলো শক্তিশালী হয়ে উঠে এবং এর কারণে সামরিক শৃঙ্খলা ভেঙ্গে যায়। ফ্রন্টলাইনে ধারাবাহিক পরাজয় আর অসন্তোষের জের ধরে বলশেভিকরা সংগঠিত হতে থাকে। ১৯১৭ সালের অক্টোবরে সেনাবাহিনীর বিশৃঙ্খলা কাজে লাগিয়ে তারা পেত্রোগ্রাদে সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। অসন্তুষ্ট সেনা ইউনিটগুলো বলশেভিক রেড গার্ডের পক্ষে চলে আসে, ফলে খুব কম প্রতিরোধের মুখে ক্ষমতার পালাবদল ঘটে। এভাবে জারপন্থা ত্যাগ করে বলশেভিকদের সঙ্গে যাওয়া সেনাবাহিনীর অবস্থান বদলই রুশ বিপ্লবকে সাফল্যের পথে নিয়ে যায় এবং পরে রাশিয়ায় বলশেভিকদের শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে। ঘটনাটি এটিই বোঝায় যে সেনাবাহিনীর সমর্থন বা অস্বীকৃতি বিপ্লবের চূড়ান্ত পরিণতি গঠনে সবসময় বড় ভূমিকা পালন করে।

১০.
স্বাধীনতার পর মাত্র ২৫ বছরের ব্যবধানে বাংলাদেশ তিনটি গণবিপ্লব/গণঅভ‍্যুত্থান দেখেছে, যেখানে সেনাবাহিনী কখনো বিপ্লবীদের পাশে থেকেছে বা কখনো নিরপেক্ষ থেকেছে। প্রথমটি ঘটে ১৯৭১ সালে। পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতীয়তাবাদীদের ওপর চরম নিপীড়ন চালায়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৯৭০ সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল উপেক্ষা করায় বাঙালিদের মধ্যে বিপ্লবী চেতনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে ছিল অনেক বাঙালি সেনাসদস্যও। লেফটেন্যান্ট কর্নেল এম. আর. চৌধুরীর মতো কেউ কেউ আগেই পশ্চিম পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা আঁকেন। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক সমাধান চেয়ে দেরি করায় সেই পরিকল্পনা বাস্তবায়ন পিছিয়ে যায়। শেখ মুজিবের ডাকে বাঙালিরা কার্যত পূর্ব-পাকিস্তানের নিয়ন্ত্রণ হাতে নিলে ২৫ / ২৬ মার্চ ১৯৭১-এর রাতে পাকিস্তানি সেনাবাহিনী নির্মম গণহত্যা শুরু করে। তবু অনেক বাঙালি সেনা ইউনিট আগে থেকেই সতর্ক ছিল বা আক্রমণের মুখে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। পরে তারা ভারতের দিকে সরে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেয়। ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) আর পুলিশও প্রচণ্ড আঘাতের মুখে ছত্রভঙ্গ হয়ে ভারতে চলে যায়। সেখান থেকে নতুনভাবে সংগঠিত হয়ে এরা মুক্তিবাহিনীতে যোগ দেয়। তারা এবং স্বেচ্ছাসেবকসহ নানা পেশার মানুষ একসঙ্গে ব্রিগেড ও সেক্টরভিত্তিক বাহিনী গঠন করে। টানা নয় মাসের গোরিলা যুদ্ধ আর শেষ সময়ে ভারতীয় বাহিনীর সরাসরি সাহায্যে দেশ স্বাধীন হয়। এ ঘটনা দেখিয়ে দেয় যে বহুজাতীয় বা বহু-জাতিগত রাষ্ট্রে সামরিক ঐক্যের চেয়ে জাতিগত পরিচয় অনেক সময় মানুষকে বেশি উদ্দীপ্ত করে, আর এটাই বিপ্লব বা স্বাধীনতা আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলতে পারে।

১১.
দ্বিতীয় গণবিপ্লব বা “গণঅভ্যুত্থান” হিসেবে ১৯৯০ সালের গণআন্দোলনকে ধরা হয়। এখানে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে গণঅভ্যুত্থান সফল হয়। ১৯৮২ সালে ক্ষমতা দখলকারী জেনারেল এরশাদ জনসমর্থন ধরে রাখতে ব্যর্থ হন। তাঁর ব্যাপক দুর্নীতি, আতঙ্ক-সৃষ্টি, বিতর্কিত ব্যক্তিগত সম্পর্ক আর ভারতপন্থী নীতির কারণে দেশে অসন্তোষ বাড়তে থাকে। সেনাবাহিনীর অনেক জুনিয়র অফিসার এরশাদকে বোঝা বলে ভাবতে শুরু করে। যদিও বিভিন্ন রাজনৈতিক দল মাঝেমধ্যে তাঁকে সরানোর চেষ্টা করেছিল, এরশাদ এসব আন্দোলন দমন করতে সক্ষম হন। তবে ১৯৮৭ সালের শেষের দিকে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা যৌথভাবে আন্দোলনে নামলে পরিস্থিতি পাল্টে যায়। ১৯৯০ সালের সেপ্টেম্বরেই সেনাবাহিনীর ভেতরে ফাটলের স্পষ্ট নমুনা ধরা পড়ে—সিজিএস মেজর জেনারেল মোহাম্মদ আবদুস সালাম (গজব আলী) এরশাদের সামরিক বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারে সরাসরি আপত্তি জানান। অক্টোবরের পর বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে—হরতাল, অবরোধ ও ধর্মঘটে দেশ অচল হয়ে যায়। এরশাদ সামরিক শাসন জারি করার কথা ভাবলে সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপ জানিয়ে দেয়, সেটি হলে সেনাপ্রধান জেনারেল নুরউদ্দিন খানকে প্রেসিডেন্ট বানাতে হবে। এর ফলে এরশাদ সম্পূর্ণ একঘরে হয়ে পড়েন। এমনকি ৯ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল রফিকের মতো ব্যক্তিরাও প্রভাব হারিয়ে ফেলেন, কারণ সেনা সদর দপ্তর তাঁর পদক্ষেপগুলো আটকে দেয়। ১৯৯০ সালের ডিসেম্বরে লাগাতার হরতাল, ভেঙ্গে পড়া অর্থনীতি, রাজপথের সহিংসতা এবং সেনাবাহিনীর স্পষ্ট অনাগ্রহ—সবকিছু এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করে। সেনাবাহিনীর এই “নিরপেক্ষ” ভূমিকার ফলেই বিদ্রোহ সফল হয়; দ্রুত তত্ত্বাবধায়ক সরকার গঠন ও পরবর্তী নির্বাচনের পথ তৈরি হয়।

১২.
২০২৪ সালে তৃতীয় প্রধান ঘটনাটি ঘটে, যাকে “আধা-বিপ্লব” বলা যেতে পারে। কারণ পুরোপুরি বিকশিত হওয়ার আগেই ফ্যাসিবাদী সরকারের সংবিধান, রাষ্ট্রপতি ও সামরিক বাহিনী মিলে একে আটকে দেয়। বঙ্গভবনকে বড় ধরনের বিক্ষোভের হাত থেকে বাঁচিয়ে রাখা হয়, কিন্তু গণভবন তুলনামূলকভাবে সহজেই বিক্ষোভকারীরা দখল করে। শুরুতে এই আন্দোলন ছিল পুরো পদ্ধতিগত কাঠামোকে ভাঙ্গার লক্ষ্যে, কিন্তু শিগগিরই সংবিধানগত কূটকৌশলে ও মারপ্যাচে জড়িয়ে পড়ায় তা আগের শাসনের মতোই পরিচিত ধারা অনুসরণ করতে বাধ্য হয়।

এটি শুরু হয় ২০২৪ সালের জুনে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, যেখানে সুপ্রিম কোর্টের রায়ে ৩০% কোটা পুনর্বহাল করায় শিক্ষার্থীরা প্রতিবাদে নামে। আন্দোলন খুব দ্রুতই সরকারবিরোধী ও গণতন্ত্রপন্থী এক গণজাগরণে পরিণত হয়, বিশেষত শেখ হাসিনার মন্তব্য—“মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা কোটা না পেলে কি সেটা রাজাকারের নাতি-নাতনিরা পাবে? ”—এই বক্তব্য ক্ষোভকে বাড়িয়ে তোলে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্য সহযোগী সংগঠনগুলোকে লেলিয়ে দিয়ে এ আন্দোলন দমনের চেষ্টা করে। কিন্তু যখন তারা নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশও এ দমনে যোগ দিলে জনরোষ চরমে পৌঁছায়। সরকার দেশব্যাপী কারফিউ জারি করে। বিজিবি, র‍্যাব এবং সেনাবাহিনী নামিয়ে চেষ্টা করা হয় বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে। ইন্টারনেট আর মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে বাংলাদেশকে প্রায় আন্তর্জাতিক যোগাযোগশূন্য করা হয়। কিছু সময়ের জন্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে আলোচনা চললেও তার খুব একটা অগ্রগতি হয়নি। সুপ্রিম কোর্ট কোটা ৫৬% থেকে কমিয়ে ৭% করলে অন্দোলনে সাময়িক বিরতি আসে, কিন্তু ছয়জন আন্দোলনকারী ছাত্রনেতাকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে জোর করে “আন্দোলন স্থগিতের ঘোষণা” আদায় করায় বিক্ষোভ আরো তীব্র হয়। ২৯ জুলাই আন্দোলন আবার জোরদার হয় এবং ১৫ বছর ধরে ‘অবৈধভাবে’ ক্ষমতা ধরে রাখা সরকার আগস্ট ৫-এ সম্পূর্ণভাবে উৎখাত হয়। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন, আর আওয়ামী লীগের অনেক বড় নেতা দেশ ছেড়ে চলে যান বা ক্যান্টনমেন্টে গিয়ে সামরিক বাহিনীর ছায়ায় আশ্রয় নেন।

১৩.
আজ পর্যন্ত ২০২৪ সালের জুন, জুলাই ও আগস্ট মাসে কয়েক সপ্তাহব্যাপী চলা এ আন্দোলনের সময় সেনাবাহিনীর সঠিক ভূমিকা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। সরকারিভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি, সশস্ত্র বাহিনীর ভেতরেও আনুষ্ঠানিক কোনো তদন্ত আদালত (কোর্ট অব ইনকোয়ারি) হয়নি। ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যের টুকরো-টাকরা মিললেও, সেগুলো দিয়ে সেনাবাহিনীর আসল আচরণ সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না। এজন্য এ বিপ্লবটির ফরাসি এবং রুশ বিপ্লবগুলোর সাথে তুলনামূলক আলোচনা করা কষ্টকর। তবে ভবিষ্যতে আরো তথ‍্য প্রকাশ পাওয়ার পর হয়তো একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ সম্ভব হবে।

বর্তমানে অনেক তথ্য অজানা রয়ে গেছে। যেমন:
* পুরো ঘটনাকালে শেখ হাসিনা আর তিন বাহিনীর প্রধানদের মধ্যে বিভিন্ন সময়ে কি আলোচনা হয়েছিল?
* বাহিনী সদর দপ্তর (সার্ভিস হেডকোয়ার্টার) এএফডি (আর্মড ফোর্সেস ডিভিশন) হতে কি নির্দেশনা পেয়েছিল?
* মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর ভূমিকা কী ছিল?
* কোন নির্দেশনা মৌখিক আর কোনটি লিখিতভাবে বাহিনীর বিভিন্ন ফরমেশন ও ইউনিটে পৌঁছেছিল?
* কখন কোথায় কী কনফারেন্স হয়েছে, বিদ্রোহের আগে ও চলাকালে?
* রুলস অব এনগেজমেন্ট বা লড়াইয়ের নিয়ম কী ছিল?
* কীভাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল?
* ফিল্ডে নামা সেনাদের এএইচকিউ বা ফরমেশন সদর দপ্তর কী মৌখিক নির্দেশ দিয়েছিল?
* কোন ধরনের অস্ত্র ও গোলাবারুদ বহনের নির্দেশনা ছিল?
* কখন গুলি চালাতে বলা হয়েছিল, আর কখন নিষেধ ছিল?
* নিরস্ত্র সাধারণ মানুষ যখন পুলিশ, বিজিবি এবং র‍্যাবের হাতে আক্রান্ত হচ্ছিল, তাদের রক্ষা করতে কোনো নির্দেশনা ছিল কি না?
* জাতিসংঘের লোগো লাগানো সামরিক সরঞ্জাম ব্যবহার না করার কোনো নির্দেশ এসেছিল কি?
* হেলিকপ্টার ব্যবহারের ব্যাপারে কী নির্দেশনা ছিল?
* প্রতিদিন কোথায় কী কী ঘটনা ঘটেছে, ঠিক কীভাবে পরিস্থিতির মোড় ঘুরেছে?
* কোথায় কোথায় সেনাবাহিনী গুলি চালিয়েছে? গুলি চালানোর নিয়ম কী ছিল?
* স্নাইপার মোতায়েন করা হয়েছিল কি না?
* পুরো ঘটনাকালে সেনা, নৌ ও বিমানবাহিনী কত রাউন্ড গুলি ছুড়েছিল?
* নিরস্ত্র সাধারণ মানুষের ওপর পুলিশ, র‍্যাব আর বিজিবি গুলি চালাতে গেলে সেনা ইউনিটগুলোকে তাদের বাধা দেওয়ার নির্দেশ ছিল কি না?
* শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেলেন?
* আওয়ামী লীগের কর্মী, পুলিশ ইত্যাদি ক্যান্টনমেন্টে কিভাবে আশ্রয় নিল? তারা কি সেফ এক্সিট পেয়েছিল?

১৪.
এরপরও, ফাঁস হওয়া তথ্যের টুকরো টুকরো ইঙ্গিত একত্র করে সেনাবাহিনীর ভূমিকা কেমন ছিল—তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সব তথ্য যাচাই করা যায়নি। তবে এসব “পাজলের টুকরো” জোড়া দিয়ে একটা সামগ্রিক ছবি পাওয়া যায়—সেটি হলো, সেনাবাহিনীর অবস্থান খানিকটা দ্বিধাগ্রস্ত হলেও গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান ছিল অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের প্রভাব—যাকে এখন প্রায়ই উপেক্ষা করা হয়। ১৮ বা ১৯ জুলাই আমার জেনারেল ওয়াকারের সঙ্গে সেনাভবনে খাবার খেতে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাঁর এমএ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে হঠাৎ সৈন্য মোতায়েনের নির্দেশ আসায় সে ডিনার বাতিল করতে হয়েছে। বিজিবি, পুলিশ ও র‍্যাব বিদ্রোহ সামলাতে ব্যর্থ হওয়ায়, সরকার ১৯ জুলাই সেনাবাহিনীকে কারফিউ জারির নির্দেশ দেয়। অল্প সময়ের জন্য বিক্ষোভ কমে গেলেও, কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষার্থী ও সাধারণ মানুষ কারফিউ অগ্রাহ্য করে রাস্তায় নেমে আসে। আর সেনাবাহিনীর উপস্থিতিতে উৎসাহিত হয়ে আগেরবারের কোণঠাসা হওয়া র‍্যাব ও পুলিশ আবারও বিক্ষোভকারীদের ওপর নতুন করে সহিংসতা চালায়।

এরপর ভিডিওতে দেখা যায়, র‍্যাব ও পুলিশ তো বটেই, কিছু সেনা সদস্যও নাগরিকদের ওপর গুলি ছুড়ছে—যা মানুষের মনে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দেয়। সাধারণ মানুষ অনেক দিন ধরেই সেনাবাহিনীকে রক্ষক হিসেবে দেখে আসছিল, তারা এখন সেটিকে দমনমূলক ভূমিকায় দেখে হতবাক হয়ে পড়ে। বিশেষকরে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া হেলিকপ্টার থেকে একজন সৈনিকের গুলি চালানোর ছবি, আর জাতিসংঘের লোগো লাগানো গাড়ি ও হেলিকপ্টার ব্যবহারের ঘটনা জাতিসংঘের তীব্র আপত্তির মুখে পড়ে। ফলে সাথে সাথেই এসব লোগো ব্যবহার নিষিদ্ধ করা হয়। নিরস্ত্র মানুষের ওপর এভাবে গুলি চালানো—যা অনেকটা “লাইভ-ফায়ার ড্রিল”-এর মতো—শুধু সাধারণ মানুষ নয়, সামরিক বাহিনীর প্রবীণ সদস্যদেরও আহত করে। বিশেষ করে জিওসি ও ব্রিগেড কমান্ডারের নির্দেশে ৫ বীরএর সৈন্যদের যাত্রাবাড়ীতে সাধারণ মানুষের ওপর গুলি চালানোর ঘটনা অফিসার ও সৈন্যদের মধ্যে অসন্তোষ তৈরি করে। দেশের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গুলি চালানোর নির্দেশ দেয়া হয়েছিল, সেখানেই এমন অসন্তোষ দেখা দেয়। আমি নিজেও দেশের বিভিন্ন প্রান্তে থাকা কয়েকজন জুনিয়র অফিসারের ফোন পাই—তাঁরা জিজ্ঞেস করছিলেন, কী করা উচিত। আমি পরামর্শ দিয়েছি—“কোনো অবস্থাতেই নিজ জনগণের ওপর গুলি চালাবে না। ”

১৫.
(চতুর্দশ অংশে বর্ণিত ৫ বীর কর্তৃক যাত্রাবারীতে জিওসি এবং ব্রিগেড কমান্ডারের নির্দেশে নিরস্ত্র জনগনের উপর গুলিবর্ষণের ঘটনাটি সঠিক নয়। ৫ বীর একটি গুলিও করেনি। এ অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত)

এদিকে শিক্ষার্থীরা কালো রংয়ের বদলে (১৯৭৫ সালে নিহত নেতাদের স্মরণে ক্ষমতাসীন দল কালো ব্যাজ/কালো রঙ ব্যবহার করত) নিজেদের ফেসবুক কভার ও প্রোফাইল ছবি লাল করে প্রতিবাদ জানায়। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর এমন নির্মম দমন-পীড়ন বিশেষ করে আবু সাইদের নির্মম হত্যাকাণ্ড দেখে কয়েক রাত নির্ঘুম কাটানোর পর আমি তাঁদের অনুরোধ রাখতে মনস্থির করি। কিন্তু নিজে তেমন প্রযুক্তি-জ্ঞানী না হওয়ায়, আমার ছোট মেয়েকে (সে তখন আমেরিকায়) জিজ্ঞেস করে জানতে পারি কীভাবে ছবিটি পরিবর্তন করতে হয়। সে দ্রুতই লাল রঙের একটি গ্রাফিক পাঠায়, যেটি আমি আপলোড করি, তারিখ ছিল ৩১ জুলাইয়ের দিকে।

আমার ধারণা ছিল না এই পদক্ষেপের প্রভাব কতটা গভীর হবে। মাত্র ছয় ঘণ্টায় উল্লেখযোগ্য সেনাসদস্যের ফেসবুক প্রোফাইল ছবি লাল হয়ে যায়। শেখ হাসিনার নির্দেশে তাঁর সামরিক সচিব ফোন করে আমাকে অনুরোধ করে, আমি যেন আগের প্রোফাইলের ছবিতে ফিরি। আমি রাজি হইনি। এতে শেখ হাসিনা স্পষ্টতই বিরক্ত হন। এরপর আমার সরকারি চাকরিজীবী আত্মীয়স্বজনদের দিকে নানা ধরনের হুমকি আসতে থাকে। ডিজিএইচএস-এ (স্বাস্থ্য অধিদপ্তর) কর্মরত আমার এক ভাতিজিকে তাঁর এক সহকর্মী ব্যাগ থেকে কারবাইন দেখিয়ে বলে, “আর অফিসে এসো না। ” একই সময়ে ডিজি ডিজিএফআই আর সিআইবি-এর ডিরেক্টর আমার সাথে দেখা করতে চায়, যাতে আমি একটি প্রেস কনফারেন্স করে বলি, লাল প্রোফাইল ছবি ছিল একটি “ভুল” পোস্ট। আমি রাজি হইনি। মোহাখালী ডিওএইচএস কাউন্সিল আমার বাসাবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে।

২ বা ৩ আগস্ট নাগাদ সব ডিওএইচএস অঞ্চলেই অভিভাবক আর পরিবারগুলো রাস্তায় নামতে শুরু করে, প্রথমে মিরপুর ডিওএইচএস থেকে। মোড় ঘুরে যায় ৩ আগস্ট বেলা ১: ৩০ ঘটিকায় যখন জেনারেল ওয়াকার সেনাপ্রাঙ্গণে জুনিয়র অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন। তাঁদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছিল, কেননা নিরস্ত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশে তাঁরা বিক্ষুব্ধ ছিলেন। তাঁদের অসন্তোষ অনুভব করে জেনারেল ওয়াকার বিচক্ষণতার পরিচয় দিয়ে তাঁদের পক্ষে দাঁড়ান। তারপরে যদিও বিচ্ছিন্ন কিছু জায়গায় গুলির ঘটনা ঘটে, যেমন যাত্রাবাড়ীতে, অন্যত্র গুলির মাত্রা অনেকটাই কমে আসে।

১৬.
একদিন মহাখালী ডিওএইচএস থেকে লেফটেন্যান্ট কর্নেল আয়ুব ফোন করে জানালেন, লেফটেন্যান্ট জেনারেল হাফিজ আমার সাথে দেখা করতে চান। তিনি ও ব্রিগেডিয়ার জেনারেল মনজুর কাদের মিলে আমার অফিসে আসেন। আমরা ঠিক করলাম, চলমান বিক্ষোভের পক্ষে একটি মিডিয়া ব্রিফিং করব, যা অনুষ্ঠিত হবে রাওয়ায় (RAOWA)। আমার এক বিশ্বস্ত সহযোগী মূল সংবাদমাধ্যমগুলোকে সেখানে আমন্ত্রণের ব্যবস্থা করল। আমরা বিভিন্ন বাসায় যাই, বিশেষ করে অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন অফিসারদের বাড়িতে—যেমন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খানের যিনি ১৯৯০ সালে এরশাদের স্বৈরতন্ত্র উৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ৪ আগস্টের এই ব্রিফিং ক্ষমতাসীন সরকারের ভিত নাড়িয়ে দেয়। তখনও তারা আশা করছিল, হয়তো দেশব্যাপী অচলাবস্থার মধ্যেও কোনোভাবে টিকে যাবে। শোনা যায়, শেখ হাসিনা, শেখ রেহানা, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী ও শেখ হেলাল ব্রিফিংয়ের বিষয়বস্তু শোনার পর রীতিমতো স্তব্ধ হয়ে যান, হয়তো বুঝতে পারেন—তাঁদের সময় ফুরিয়ে এসেছে।

৪ আগস্ট থেকেই শেখ হাসিনা আমাকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সহিংসতার নানা ছবি পাঠাতে শুরু করেন এবং ফোনে যোগাযোগের চেষ্টা করেন। আমি ফোনে সাড়া দেইনি। ৭ আগস্টের পর ছবি পাঠানো বন্ধ করেন তিনি। শুধু ২৭ অক্টোবর শেষবারের মতো একটি ভিডিও পাঠান। এর মধ্যে দেশ পুরোপুরি বিপ্লবীদের নিয়ন্ত্রণে চলে যায়। ঢাকায় অবরোধ, যেটি মূলত ৬ আগস্ট হওয়ার কথা ছিল, সেটি এগিয়ে ৫ আগস্টে করা হয়। তবু শেখ হাসিনা শেষ মুহূর্তে আরেকটি মরিয়া চেষ্টা করেন। ৪ আগস্ট রাতে (প্রায় ২৩: ০০টায়) গণভবনে সব নিরাপত্তা বাহিনীর প্রধানদের ডেকে তিনি নির্দেশ দেন, বিক্ষোভকারীদের শেষ দফা আক্রমণ যেমন করে হোক দমাতে হবে। এজন্য একটি বিশদ পরিকল্পনা করা হয়। বিজিবি, র‍্যাব, ও পুলিশকে ঢাকার ১৩টি প্রবেশপথ আটকে দিতে বলা হয এবং সেনাবাহিনীকে শহরের প্রধান এলাকাগুলো দখলে রাখার নির্দেশ দেয়া হয়। সেনাপ্রধান বুদ্ধিমত্তার সাথে এমনভাবে সেনা মোতায়েন করেন, যাতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি কম থাকে—তিনি জানতেন যে বাহিনীর বেশিরভাগ সদস্যই গুলি চালাতে নারাজ।

৫ আগস্ট অসংখ্য মানুষ ঢাকায় ঢুকতে শুরু করলে, বাইরের দিকে অবস্থান নেওয়া বিজিবি, র‍্যাব ও পুলিশ বাধা না দিয়ে তাদের পথ ছেড়ে দেয়। শহরের ভেতরে থাকা সেনা ইউনিটগুলোও জনতার সাথে মিশে গিয়ে সহমর্মিতা প্রকাশ করে। গণভবন দখল হয়, আর শেখ হাসিনা তড়িঘড়ি করে দেশ ছাড়েন—কয়েক মুহূর্তের জন্য জনতাকে থামিয়ে রাখা হয়, যাতে তিনি হেলিকপ্টারে করে নিরাপদে বেরিয়ে যেতে পারেন।

১৭.
শেষ দৃশ্যটা ঘটে সেনাসদরে যেখানে সেনাপ্রধান এবং নৌ ও বিমানবাহিনীর প্রধানরা—মেজর জেনারেল ফজলে এলাহী আকবর (বিএনপি) ও ডিজি ডিজিএফআই মেজর জেনারেল হামিদের মাধ্যমে—পাঁচটি রাজনৈতিক দল আর আইন শিক্ষক আসিফ নজরুলকে ডেকে পাঠান (এটি ছিল একটি বিতর্কিত পদক্ষেপ। যেখানে বিজিতদের বিজয়ীদের কাছে যাওয়ার কথা, সেখানে উল্টো বিজয়ীরা বিজিতদের কাছে রিপোর্ট করে)। শোনা যায়, সেখানে রাজনীতিবিদরা ও আসিফ নজরুল সেনাপ্রধানের রাষ্ট্রপতি ও সংবিধান বহাল রেখে, আগের তত্বাবধায়ক (caretaker)-এর আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ মেনে নেন।

পরে জনসম্মুখে সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেন এবং একটি অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেন। এরপর বঙ্গভবনে, যেখানে ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন, ড. ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঠিক করা হয়। যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত একটি “অকাল সিজার” এর মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিইয়ে যায়—কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসেবে থেকে যান।

যদি আদর্শভাবে ফরাসি ও রুশ বিপ্লবের ন‍্যায় এই বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইত, তাহলে হয়তো গণভবন ও বঙ্গভবন একযোগে দখল হতো, বিদ্যমান সংবিধান ছিঁড়ে ফেলা হতো, আর আগের শাসনের সহায়তায় যেসব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিষ্ঠুরতা চালিয়েছেন, তাঁদের সবাই হয় দেশছাড়া হতেন বা বিচার মুখোমুখি হতেন। গড়ে উঠত একটি বিপ্লবী পরিষদ, যারা নতুন শাসনব্যবস্থা প্রণয়ন, মৌলিক সংস্কার এবং গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রতিষ্ঠার পথ তৈরি করত। তারপর নির্বাচনী গণতন্ত্রে ফেরা যেত। কিন্তু অনভিজ্ঞ বিপ্লবী নেতৃত্ব পুরনো পদ্ধতিতে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করে পূর্ববর্তী ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে। নতুন কোনো ভবিষ্যৎ নির্মাণের সুযোগ তারা তাই হারিয়ে ফেলে। এপরিস্থিতিতে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয় যার ফাক দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন‍্য জুতোয় পা গলিয়ে দ্রুত আরেকটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাবমান হয়।


সর্বশেষ সংবাদ

NAME COMPONENT DURATION 0 ms 5 ms 10 ms 15 ms 20 ms 25 ms 30 ms
BootstrapTimer2.58 ms
Event: pre_systemEvents0.55 ms
Required Before FiltersTimer1.04 ms
RoutingTimer0.56 ms
Before FiltersTimer0.04 ms
ControllerTimer29.25 ms
Controller ConstructorTimer1.45 ms
Connecting to Database: "default"Database0.93 ms
QueryDatabase0.64 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType` FROM `wg_menuitem` WHERE `id_menu` = 5 AND `status` = 1 ORDER BY `menu_order` ASC LIMIT 100
Event: dbqueryEvents0.02 ms
QueryDatabase0.45 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType` FROM `wg_menuitem` WHERE `id_menu` = 15 AND `status` = 1 ORDER BY `menu_order` ASC LIMIT 100
Event: dbqueryEvents0.01 ms
QueryDatabase0.39 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType` FROM `wg_menuitem` WHERE `id_menu` = 17 AND `status` = 1 ORDER BY `menu_order` ASC LIMIT 100
Event: dbqueryEvents0.02 ms
QueryDatabase0.50 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType` FROM `wg_menuitem` WHERE `id_menu` = 16 AND `status` = 1 ORDER BY `menu_order` ASC LIMIT 100
Event: dbqueryEvents0.01 ms
QueryDatabase0.35 ms
SELECT * FROM `wg_front_settings`
Event: dbqueryEvents0.01 ms
Connecting to Database: "prev"Database0.96 ms
QueryDatabase1.67 ms
SELECT * FROM `wg_article` WHERE `status` = 1 AND `id_article` = '169269'
Event: dbqueryEvents0.02 ms
QueryDatabase0.29 ms
SELECT * FROM `wg_category` WHERE `id_category` = '143'
Event: dbqueryEvents0.01 ms
QueryDatabase7.14 ms
SELECT `article_body` FROM `wg_articledetail` WHERE `id_article` = '169269'
Event: dbqueryEvents0.03 ms
QueryDatabase0.64 ms
SELECT * FROM `wg_article` WHERE `status` = 1 AND `id_article` != '169269' ORDER BY `id_article` DESC LIMIT 10
Event: dbqueryEvents0.03 ms
QueryDatabase0.52 ms
SELECT `id_menuitem`, `parent_id`, `item_name`, `link_type`, `menu_url` FROM `wg_menuitem` WHERE `status` = 1 AND `id_menu` = 1 ORDER BY `menu_order` asc
Event: dbqueryEvents0.03 ms
View: detail.phpViews1.85 ms
After FiltersTimer0.01 ms
Required After FiltersTimer0.44 ms

Database (10 total Queries, 10 of them unique across 2 Connections)

Time Query String
0.63 ms SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType` FROM `wg_menuitem` WHERE `id_menu` = 5 AND `status` = 1 ORDER BY `menu_order` ASC LIMIT 100 APPPATH/Models/Site.php:99
  1    SYSTEMPATH/Database/BaseBuilder.php:1649
        CodeIgniter\Database\BaseConnection->query()

  2    APPPATH/Models/Site.php:99
        CodeIgniter\Database\BaseBuilder->get()

  3    APPPATH/Controllers/BaseController.php:99
        App\Models\Site->getlist()

  4    APPPATH/Controllers/BaseController.php:215
        App\Controllers\BaseController->query()

  5    APPPATH/Controllers/News.php:384
        App\Controllers\BaseController->header_content()

  6    APPPATH/Controllers/News.php:361
        App\Controllers\News->getDetailData()

  7    APPPATH/Controllers/News.php:29
        App\Controllers\News->getNews()

  8    SYSTEMPATH/CodeIgniter.php:933
        App\Controllers\News->index()

  9    SYSTEMPATH/CodeIgniter.php:507
        CodeIgniter\CodeIgniter->runController()

 10    SYSTEMPATH/CodeIgniter.php:354
        CodeIgniter\CodeIgniter->handleRequest()

 11    SYSTEMPATH/Boot.php:334
        CodeIgniter\CodeIgniter->run()

 12    SYSTEMPATH/Boot.php:67
        CodeIgniter\Boot::runCodeIgniter()

 13    FCPATH/index.php:59
        CodeIgniter\Boot::bootWeb()

0.45 ms SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType` FROM `wg_menuitem` WHERE `id_menu` = 15 AND `status` = 1 ORDER BY `menu_order` ASC LIMIT 100 APPPATH/Models/Site.php:99
  1    SYSTEMPATH/Database/BaseBuilder.php:1649
        CodeIgniter\Database\BaseConnection->query()

  2    APPPATH/Models/Site.php:99
        CodeIgniter\Database\BaseBuilder->get()

  3    APPPATH/Controllers/BaseController.php:99
        App\Models\Site->getlist()

  4    APPPATH/Controllers/BaseController.php:216
        App\Controllers\BaseController->query()

  5    APPPATH/Controllers/News.php:384
        App\Controllers\BaseController->header_content()

  6    APPPATH/Controllers/News.php:361
        App\Controllers\News->getDetailData()

  7    APPPATH/Controllers/News.php:29
        App\Controllers\News->getNews()

  8    SYSTEMPATH/CodeIgniter.php:933
        App\Controllers\News->index()

  9    SYSTEMPATH/CodeIgniter.php:507
        CodeIgniter\CodeIgniter->runController()

 10    SYSTEMPATH/CodeIgniter.php:354
        CodeIgniter\CodeIgniter->handleRequest()

 11    SYSTEMPATH/Boot.php:334
        CodeIgniter\CodeIgniter->run()

 12    SYSTEMPATH/Boot.php:67
        CodeIgniter\Boot::runCodeIgniter()

 13    FCPATH/index.php:59
        CodeIgniter\Boot::bootWeb()

0.39 ms SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType` FROM `wg_menuitem` WHERE `id_menu` = 17 AND `status` = 1 ORDER BY `menu_order` ASC LIMIT 100 APPPATH/Models/Site.php:99
  1    SYSTEMPATH/Database/BaseBuilder.php:1649
        CodeIgniter\Database\BaseConnection->query()

  2    APPPATH/Models/Site.php:99
        CodeIgniter\Database\BaseBuilder->get()

  3    APPPATH/Controllers/BaseController.php:99
        App\Models\Site->getlist()

  4    APPPATH/Controllers/BaseController.php:217
        App\Controllers\BaseController->query()

  5    APPPATH/Controllers/News.php:384
        App\Controllers\BaseController->header_content()

  6    APPPATH/Controllers/News.php:361
        App\Controllers\News->getDetailData()

  7    APPPATH/Controllers/News.php:29
        App\Controllers\News->getNews()

  8    SYSTEMPATH/CodeIgniter.php:933
        App\Controllers\News->index()

  9    SYSTEMPATH/CodeIgniter.php:507
        CodeIgniter\CodeIgniter->runController()

 10    SYSTEMPATH/CodeIgniter.php:354
        CodeIgniter\CodeIgniter->handleRequest()

 11    SYSTEMPATH/Boot.php:334
        CodeIgniter\CodeIgniter->run()

 12    SYSTEMPATH/Boot.php:67
        CodeIgniter\Boot::runCodeIgniter()

 13    FCPATH/index.php:59
        CodeIgniter\Boot::bootWeb()

0.5 ms SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType` FROM `wg_menuitem` WHERE `id_menu` = 16 AND `status` = 1 ORDER BY `menu_order` ASC LIMIT 100 APPPATH/Models/Site.php:266
  1    SYSTEMPATH/Database/BaseBuilder.php:1649
        CodeIgniter\Database\BaseConnection->query()

  2    APPPATH/Models/Site.php:266
        CodeIgniter\Database\BaseBuilder->get()

  3    APPPATH/Controllers/BaseController.php:106
        App\Models\Site->getListResult()

  4    APPPATH/Controllers/BaseController.php:219
        App\Controllers\BaseController->queryObj()

  5    APPPATH/Controllers/News.php:384
        App\Controllers\BaseController->header_content()

  6    APPPATH/Controllers/News.php:361
        App\Controllers\News->getDetailData()

  7    APPPATH/Controllers/News.php:29
        App\Controllers\News->getNews()

  8    SYSTEMPATH/CodeIgniter.php:933
        App\Controllers\News->index()

  9    SYSTEMPATH/CodeIgniter.php:507
        CodeIgniter\CodeIgniter->runController()

 10    SYSTEMPATH/CodeIgniter.php:354
        CodeIgniter\CodeIgniter->handleRequest()

 11    SYSTEMPATH/Boot.php:334
        CodeIgniter\CodeIgniter->run()

 12    SYSTEMPATH/Boot.php:67
        CodeIgniter\Boot::runCodeIgniter()

 13    FCPATH/index.php:59
        CodeIgniter\Boot::bootWeb()

0.35 ms SELECT * FROM `wg_front_settings` APPPATH/Models/Site.php:68
  1    SYSTEMPATH/Database/BaseBuilder.php:1649
        CodeIgniter\Database\BaseConnection->query()

  2    APPPATH/Models/Site.php:68
        CodeIgniter\Database\BaseBuilder->get()

  3    APPPATH/Controllers/BaseController.php:226
        App\Models\Site->getfirstrow()

  4    APPPATH/Controllers/News.php:384
        App\Controllers\BaseController->header_content()

  5    APPPATH/Controllers/News.php:361
        App\Controllers\News->getDetailData()

  6    APPPATH/Controllers/News.php:29
        App\Controllers\News->getNews()

  7    SYSTEMPATH/CodeIgniter.php:933
        App\Controllers\News->index()

  8    SYSTEMPATH/CodeIgniter.php:507
        CodeIgniter\CodeIgniter->runController()

  9    SYSTEMPATH/CodeIgniter.php:354
        CodeIgniter\CodeIgniter->handleRequest()

 10    SYSTEMPATH/Boot.php:334
        CodeIgniter\CodeIgniter->run()

 11    SYSTEMPATH/Boot.php:67
        CodeIgniter\Boot::runCodeIgniter()

 12    FCPATH/index.php:59
        CodeIgniter\Boot::bootWeb()

1.67 ms SELECT * FROM `wg_article` WHERE `status` = 1 AND `id_article` = '169269' APPPATH/Models/Prev.php:68
  1    SYSTEMPATH/Database/BaseBuilder.php:1649
        CodeIgniter\Database\BaseConnection->query()

  2    APPPATH/Models/Prev.php:68
        CodeIgniter\Database\BaseBuilder->get()

  3    APPPATH/Controllers/News.php:389
        App\Models\Prev->getfirstrow()

  4    APPPATH/Controllers/News.php:361
        App\Controllers\News->getDetailData()

  5    APPPATH/Controllers/News.php:29
        App\Controllers\News->getNews()

  6    SYSTEMPATH/CodeIgniter.php:933
        App\Controllers\News->index()

  7    SYSTEMPATH/CodeIgniter.php:507
        CodeIgniter\CodeIgniter->runController()

  8    SYSTEMPATH/CodeIgniter.php:354
        CodeIgniter\CodeIgniter->handleRequest()

  9    SYSTEMPATH/Boot.php:334
        CodeIgniter\CodeIgniter->run()

 10    SYSTEMPATH/Boot.php:67
        CodeIgniter\Boot::runCodeIgniter()

 11    FCPATH/index.php:59
        CodeIgniter\Boot::bootWeb()

0.29 ms SELECT * FROM `wg_category` WHERE `id_category` = '143' APPPATH/Models/Prev.php:68
  1    SYSTEMPATH/Database/BaseBuilder.php:1649
        CodeIgniter\Database\BaseConnection->query()

  2    APPPATH/Models/Prev.php:68
        CodeIgniter\Database\BaseBuilder->get()

  3    APPPATH/Controllers/News.php:419
        App\Models\Prev->getfirstrow()

  4    APPPATH/Controllers/News.php:361
        App\Controllers\News->getDetailData()

  5    APPPATH/Controllers/News.php:29
        App\Controllers\News->getNews()

  6    SYSTEMPATH/CodeIgniter.php:933
        App\Controllers\News->index()

  7    SYSTEMPATH/CodeIgniter.php:507
        CodeIgniter\CodeIgniter->runController()

  8    SYSTEMPATH/CodeIgniter.php:354
        CodeIgniter\CodeIgniter->handleRequest()

  9    SYSTEMPATH/Boot.php:334
        CodeIgniter\CodeIgniter->run()

 10    SYSTEMPATH/Boot.php:67
        CodeIgniter\Boot::runCodeIgniter()

 11    FCPATH/index.php:59
        CodeIgniter\Boot::bootWeb()

7.14 ms SELECT `article_body` FROM `wg_articledetail` WHERE `id_article` = '169269' APPPATH/Models/Prev.php:68
  1    SYSTEMPATH/Database/BaseBuilder.php:1649
        CodeIgniter\Database\BaseConnection->query()

  2    APPPATH/Models/Prev.php:68
        CodeIgniter\Database\BaseBuilder->get()

  3    APPPATH/Controllers/News.php:421
        App\Models\Prev->getfirstrow()

  4    APPPATH/Controllers/News.php:361
        App\Controllers\News->getDetailData()

  5    APPPATH/Controllers/News.php:29
        App\Controllers\News->getNews()

  6    SYSTEMPATH/CodeIgniter.php:933
        App\Controllers\News->index()

  7    SYSTEMPATH/CodeIgniter.php:507
        CodeIgniter\CodeIgniter->runController()

  8    SYSTEMPATH/CodeIgniter.php:354
        CodeIgniter\CodeIgniter->handleRequest()

  9    SYSTEMPATH/Boot.php:334
        CodeIgniter\CodeIgniter->run()

 10    SYSTEMPATH/Boot.php:67
        CodeIgniter\Boot::runCodeIgniter()

 11    FCPATH/index.php:59
        CodeIgniter\Boot::bootWeb()

0.64 ms SELECT * FROM `wg_article` WHERE `status` = 1 AND `id_article` != '169269' ORDER BY `id_article` DESC LIMIT 10 APPPATH/Models/Site.php:266
  1    SYSTEMPATH/Database/BaseBuilder.php:1649
        CodeIgniter\Database\BaseConnection->query()

  2    APPPATH/Models/Site.php:266
        CodeIgniter\Database\BaseBuilder->get()

  3    APPPATH/Controllers/News.php:464
        App\Models\Site->getListResult()

  4    APPPATH/Controllers/News.php:361
        App\Controllers\News->getDetailData()

  5    APPPATH/Controllers/News.php:29
        App\Controllers\News->getNews()

  6    SYSTEMPATH/CodeIgniter.php:933
        App\Controllers\News->index()

  7    SYSTEMPATH/CodeIgniter.php:507
        CodeIgniter\CodeIgniter->runController()

  8    SYSTEMPATH/CodeIgniter.php:354
        CodeIgniter\CodeIgniter->handleRequest()

  9    SYSTEMPATH/Boot.php:334
        CodeIgniter\CodeIgniter->run()

 10    SYSTEMPATH/Boot.php:67
        CodeIgniter\Boot::runCodeIgniter()

 11    FCPATH/index.php:59
        CodeIgniter\Boot::bootWeb()

0.52 ms SELECT `id_menuitem`, `parent_id`, `item_name`, `link_type`, `menu_url` FROM `wg_menuitem` WHERE `status` = 1 AND `id_menu` = 1 ORDER BY `menu_order` asc APPPATH/Models/Site.php:99
  1    SYSTEMPATH/Database/BaseBuilder.php:1649
        CodeIgniter\Database\BaseConnection->query()

  2    APPPATH/Models/Site.php:99
        CodeIgniter\Database\BaseBuilder->get()

  3    APPPATH/Controllers/BaseController.php:238
        App\Models\Site->getlist()

  4    APPPATH/Controllers/BaseController.php:300
        App\Controllers\BaseController->menuData()

  5    APPPATH/Controllers/BaseController.php:72
        App\Controllers\BaseController->configData()

  6    APPPATH/Controllers/News.php:488
        App\Controllers\BaseController->article_with_basics()

  7    APPPATH/Controllers/News.php:361
        App\Controllers\News->getDetailData()

  8    APPPATH/Controllers/News.php:29
        App\Controllers\News->getNews()

  9    SYSTEMPATH/CodeIgniter.php:933
        App\Controllers\News->index()

 10    SYSTEMPATH/CodeIgniter.php:507
        CodeIgniter\CodeIgniter->runController()

 11    SYSTEMPATH/CodeIgniter.php:354
        CodeIgniter\CodeIgniter->handleRequest()

 12    SYSTEMPATH/Boot.php:334
        CodeIgniter\CodeIgniter->run()

 13    SYSTEMPATH/Boot.php:67
        CodeIgniter\Boot::runCodeIgniter()

 14    FCPATH/index.php:59
        CodeIgniter\Boot::bootWeb()

Files ( 152 )

Common.php APPPATH/Common.php
App.php APPPATH/Config/App.php
Autoload.php APPPATH/Config/Autoload.php
development.php APPPATH/Config/Boot/development.php
Cache.php APPPATH/Config/Cache.php
Constants.php APPPATH/Config/Constants.php
ContentSecurityPolicy.php APPPATH/Config/ContentSecurityPolicy.php
Cookie.php APPPATH/Config/Cookie.php
Database.php APPPATH/Config/Database.php
Events.php APPPATH/Config/Events.php
Exceptions.php APPPATH/Config/Exceptions.php
Feature.php APPPATH/Config/Feature.php
Filters.php APPPATH/Config/Filters.php
Kint.php APPPATH/Config/Kint.php
Logger.php APPPATH/Config/Logger.php
Modules.php APPPATH/Config/Modules.php
Optimize.php APPPATH/Config/Optimize.php
Paths.php APPPATH/Config/Paths.php
Routes.php APPPATH/Config/Routes.php
Routing.php APPPATH/Config/Routing.php
Services.php APPPATH/Config/Services.php
Toolbar.php APPPATH/Config/Toolbar.php
UserAgents.php APPPATH/Config/UserAgents.php
View.php APPPATH/Config/View.php
BaseController.php APPPATH/Controllers/BaseController.php
News.php APPPATH/Controllers/News.php
general_helper.php APPPATH/Helpers/general_helper.php
Prev.php APPPATH/Models/Prev.php
Site.php APPPATH/Models/Site.php
footer-info.php APPPATH/Views/custom/footer-info.php
detail.php APPPATH/Views/detail.php
index.php FCPATH/index.php
autoload.php VENDORPATH/autoload.php
ClassLoader.php VENDORPATH/composer/ClassLoader.php
InstalledVersions.php VENDORPATH/composer/InstalledVersions.php
autoload_real.php VENDORPATH/composer/autoload_real.php
autoload_static.php VENDORPATH/composer/autoload_static.php
installed.php VENDORPATH/composer/installed.php
platform_check.php VENDORPATH/composer/platform_check.php
Escaper.php VENDORPATH/laminas/laminas-escaper/src/Escaper.php
deep_copy.php VENDORPATH/myclabs/deep-copy/src/DeepCopy/deep_copy.php
Functions.php VENDORPATH/phpunit/phpunit/src/Framework/Assert/Functions.php
LogLevel.php VENDORPATH/psr/log/src/LogLevel.php
LoggerInterface.php VENDORPATH/psr/log/src/LoggerInterface.php
function.php VENDORPATH/symfony/deprecation-contracts/function.php
ResponseTrait.php SYSTEMPATH/API/ResponseTrait.php
Autoloader.php SYSTEMPATH/Autoloader/Autoloader.php
FileLocator.php SYSTEMPATH/Autoloader/FileLocator.php
FileLocatorInterface.php SYSTEMPATH/Autoloader/FileLocatorInterface.php
BaseModel.php SYSTEMPATH/BaseModel.php
Boot.php SYSTEMPATH/Boot.php
CacheFactory.php SYSTEMPATH/Cache/CacheFactory.php
CacheInterface.php SYSTEMPATH/Cache/CacheInterface.php
BaseHandler.php SYSTEMPATH/Cache/Handlers/BaseHandler.php
RedisHandler.php SYSTEMPATH/Cache/Handlers/RedisHandler.php
ResponseCache.php SYSTEMPATH/Cache/ResponseCache.php
CodeIgniter.php SYSTEMPATH/CodeIgniter.php
Common.php SYSTEMPATH/Common.php
AutoloadConfig.php SYSTEMPATH/Config/AutoloadConfig.php
BaseConfig.php SYSTEMPATH/Config/BaseConfig.php
BaseService.php SYSTEMPATH/Config/BaseService.php
DotEnv.php SYSTEMPATH/Config/DotEnv.php
Factories.php SYSTEMPATH/Config/Factories.php
Factory.php SYSTEMPATH/Config/Factory.php
Filters.php SYSTEMPATH/Config/Filters.php
Routing.php SYSTEMPATH/Config/Routing.php
Services.php SYSTEMPATH/Config/Services.php
View.php SYSTEMPATH/Config/View.php
Controller.php SYSTEMPATH/Controller.php
CloneableCookieInterface.php SYSTEMPATH/Cookie/CloneableCookieInterface.php
Cookie.php SYSTEMPATH/Cookie/Cookie.php
CookieInterface.php SYSTEMPATH/Cookie/CookieInterface.php
CookieStore.php SYSTEMPATH/Cookie/CookieStore.php
BaseBuilder.php SYSTEMPATH/Database/BaseBuilder.php
BaseConnection.php SYSTEMPATH/Database/BaseConnection.php
BaseResult.php SYSTEMPATH/Database/BaseResult.php
Config.php SYSTEMPATH/Database/Config.php
ConnectionInterface.php SYSTEMPATH/Database/ConnectionInterface.php
Database.php SYSTEMPATH/Database/Database.php
Builder.php SYSTEMPATH/Database/MySQLi/Builder.php
Connection.php SYSTEMPATH/Database/MySQLi/Connection.php
Result.php SYSTEMPATH/Database/MySQLi/Result.php
Query.php SYSTEMPATH/Database/Query.php
QueryInterface.php SYSTEMPATH/Database/QueryInterface.php
ResultInterface.php SYSTEMPATH/Database/ResultInterface.php
Exceptions.php SYSTEMPATH/Debug/Exceptions.php
Timer.php SYSTEMPATH/Debug/Timer.php
Toolbar.php SYSTEMPATH/Debug/Toolbar.php
BaseCollector.php SYSTEMPATH/Debug/Toolbar/Collectors/BaseCollector.php
Database.php SYSTEMPATH/Debug/Toolbar/Collectors/Database.php
Events.php SYSTEMPATH/Debug/Toolbar/Collectors/Events.php
Files.php SYSTEMPATH/Debug/Toolbar/Collectors/Files.php
Logs.php SYSTEMPATH/Debug/Toolbar/Collectors/Logs.php
Routes.php SYSTEMPATH/Debug/Toolbar/Collectors/Routes.php
Timers.php SYSTEMPATH/Debug/Toolbar/Collectors/Timers.php
Views.php SYSTEMPATH/Debug/Toolbar/Collectors/Views.php
Events.php SYSTEMPATH/Events/Events.php
DebugToolbar.php SYSTEMPATH/Filters/DebugToolbar.php
FilterInterface.php SYSTEMPATH/Filters/FilterInterface.php
Filters.php SYSTEMPATH/Filters/Filters.php
ForceHTTPS.php SYSTEMPATH/Filters/ForceHTTPS.php
PageCache.php SYSTEMPATH/Filters/PageCache.php
PerformanceMetrics.php SYSTEMPATH/Filters/PerformanceMetrics.php
ContentSecurityPolicy.php SYSTEMPATH/HTTP/ContentSecurityPolicy.php
Header.php SYSTEMPATH/HTTP/Header.php
IncomingRequest.php SYSTEMPATH/HTTP/IncomingRequest.php
Message.php SYSTEMPATH/HTTP/Message.php
MessageInterface.php SYSTEMPATH/HTTP/MessageInterface.php
MessageTrait.php SYSTEMPATH/HTTP/MessageTrait.php
Method.php SYSTEMPATH/HTTP/Method.php
OutgoingRequest.php SYSTEMPATH/HTTP/OutgoingRequest.php
OutgoingRequestInterface.php SYSTEMPATH/HTTP/OutgoingRequestInterface.php
Request.php SYSTEMPATH/HTTP/Request.php
RequestInterface.php SYSTEMPATH/HTTP/RequestInterface.php
RequestTrait.php SYSTEMPATH/HTTP/RequestTrait.php
Response.php SYSTEMPATH/HTTP/Response.php
ResponseInterface.php SYSTEMPATH/HTTP/ResponseInterface.php
ResponseTrait.php SYSTEMPATH/HTTP/ResponseTrait.php
SiteURI.php SYSTEMPATH/HTTP/SiteURI.php
SiteURIFactory.php SYSTEMPATH/HTTP/SiteURIFactory.php
URI.php SYSTEMPATH/HTTP/URI.php
UserAgent.php SYSTEMPATH/HTTP/UserAgent.php
array_helper.php SYSTEMPATH/Helpers/array_helper.php
kint_helper.php SYSTEMPATH/Helpers/kint_helper.php
text_helper.php SYSTEMPATH/Helpers/text_helper.php
url_helper.php SYSTEMPATH/Helpers/url_helper.php
Time.php SYSTEMPATH/I18n/Time.php
TimeTrait.php SYSTEMPATH/I18n/TimeTrait.php
Logger.php SYSTEMPATH/Log/Logger.php
Model.php SYSTEMPATH/Model.php
Modules.php SYSTEMPATH/Modules/Modules.php
RouteCollection.php SYSTEMPATH/Router/RouteCollection.php
RouteCollectionInterface.php SYSTEMPATH/Router/RouteCollectionInterface.php
Router.php SYSTEMPATH/Router/Router.php
RouterInterface.php SYSTEMPATH/Router/RouterInterface.php
Superglobals.php SYSTEMPATH/Superglobals.php
FacadeInterface.php SYSTEMPATH/ThirdParty/Kint/FacadeInterface.php
Kint.php SYSTEMPATH/ThirdParty/Kint/Kint.php
AbstractRenderer.php SYSTEMPATH/ThirdParty/Kint/Renderer/AbstractRenderer.php
AssetRendererTrait.php SYSTEMPATH/ThirdParty/Kint/Renderer/AssetRendererTrait.php
CliRenderer.php SYSTEMPATH/ThirdParty/Kint/Renderer/CliRenderer.php
ConstructableRendererInterface.php SYSTEMPATH/ThirdParty/Kint/Renderer/ConstructableRendererInterface.php
RendererInterface.php SYSTEMPATH/ThirdParty/Kint/Renderer/RendererInterface.php
RichRenderer.php SYSTEMPATH/ThirdParty/Kint/Renderer/RichRenderer.php
TextRenderer.php SYSTEMPATH/ThirdParty/Kint/Renderer/TextRenderer.php
Utils.php SYSTEMPATH/ThirdParty/Kint/Utils.php
init.php SYSTEMPATH/ThirdParty/Kint/init.php
init_helpers.php SYSTEMPATH/ThirdParty/Kint/init_helpers.php
ConditionalTrait.php SYSTEMPATH/Traits/ConditionalTrait.php
RendererInterface.php SYSTEMPATH/View/RendererInterface.php
View.php SYSTEMPATH/View/View.php
ViewDecoratorTrait.php SYSTEMPATH/View/ViewDecoratorTrait.php

Routes

Matched Route

Directory:
Controller: \App\Controllers\News
Method: index
Params: 1 / 0

Defined Routes

Method Route Handler
GET / \App\Controllers\Home::index
GET videogallery \App\Controllers\Video::index
GET
videogallery/(.+)
videogallery/
\App\Controllers\Video::detail/$1
GET
videogallery/([0-9]+)/(.+)
videogallery//(.+)
\App\Controllers\Video::detail/$1
GET
page/(.+)
page/
\App\Controllers\Page::index/$1
GET
section/(.*)/([0-9]+)
section//([0-9]+)
\App\Controllers\News::news_category/$1/$2
GET
(.*)/([0-9]+)/(.+)
/([0-9]+)/(.+)
\App\Controllers\News::index/$1
GET
(.*)/([0-9]+)
/([0-9]+)
\App\Controllers\News::index/$1
GET latestnews \App\Controllers\Ampapi::latestNewsApi
GET
bot-api/([0-9]+)
bot-api/
\App\Controllers\Ampapi::get_news_api_for_bot/$1
GET find \App\Controllers\Page::search
GET tags \App\Controllers\Page::tagslist
GET links \App\Controllers\Page::linklist
GET
tags/(.+)
tags/
\App\Controllers\Page::tags/$1
GET archive \App\Controllers\Page::archive
GET
archive/(.+)
archive/
\App\Controllers\Page::archive/$1
GET privacy-policy \App\Controllers\Page::privacypolicy

Events

Time Event Name Times Called
0.55 ms pre_system 1
0.21 ms dbquery 10

History

Action Datetime Status Method URL Content-Type Is AJAX?
2025-05-28 12:04:08.311421 200 GET https://thedailycampus.com/tags/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC/ text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:08.266762 200 GET https://thedailycampus.com/sports-news/156326/amp/%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A7%8B%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:08.245730 200 GET https://thedailycampus.com/higher-secondary/149791/amp/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:08.235307 200 GET https://thedailycampus.com/crime-and-discipline/36779/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95-%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%81 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:08.228314 200 GET https://thedailycampus.com/technology-news/99354 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:07.820578 200 GET https://thedailycampus.com/national/155835/section/other-sports/1 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:07.766751 200 GET https://thedailycampus.com/student-movement-politics/179774 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:07.318730 200 GET https://thedailycampus.com/health-and-life/83068 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:07.315573 200 GET https://thedailycampus.com/national/121900/%E0%A6%98%E0%A7%81%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%86%E0%A6%87 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:07.298097 200 GET https://thedailycampus.com/primary/139302/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:07.274869 200 GET https://thedailycampus.com/ugc/144561/1 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:07.273591 200 GET https://thedailycampus.com/ntrca/202771 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:06.834413 200 GET https://thedailycampus.com/public-university/144843/%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A9%E0%A7%AE%E0%A7%A8-%E0%A6%9C%E0%A6%A8 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:06.752114 200 GET https://thedailycampus.com/other-world/202670 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:06.359590 200 GET https://thedailycampus.com/government/202697 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:06.313366 200 GET https://thedailycampus.com/cities-and-villages/202643 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:06.312602 200 GET https://thedailycampus.com/national/36446/amp/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE-%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A7%8B-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%93-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:06.273379 200 GET https://thedailycampus.com/admission-test/139562 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:06.271531 200 GET https://thedailycampus.com/admission-test/113622 text/html; charset=UTF-8 No
2025-05-28 12:04:06.154264 200 GET https://thedailycampus.com/national/106637/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%93-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A7%87%E0%A6%B0 text/html; charset=UTF-8 No

View Data

detailnews
$value stdClass#101 (48)
  • Properties (48)
  • id_article -> string (6) "169269"
    $value->id_article
    article_title -> UTF-8 string (195) "গণঅভ্যুত্থান নিয়ে অজানা কথা জানালেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া"
    $value->article_title
    গণঅভ্যুত্থান নিয়ে অজানা কথা জানালেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া
    
    url_title -> UTF-8 string (195) "গণঅভ্যুত্থান-নিয়ে-অজানা-কথা-জানালেন-সাবেক-সেনাপ্রধান-ইকবাল-করিম-ভূঁইয়া"
    $value->url_title
    গণঅভ্যুত্থান-নিয়ে-অজানা-কথা-জানালেন-সাবেক-সেনাপ্রধান-ইকবাল-করিম-ভূঁইয়া
    
    home_title -> UTF-8 string (195) "গণঅভ্যুত্থান নিয়ে অজানা কথা জানালেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া"
    $value->home_title
    গণঅভ্যুত্থান নিয়ে অজানা কথা জানালেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া
    
    share_title -> UTF-8 string (195) "গণঅভ্যুত্থান নিয়ে অজানা কথা জানালেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া"
    $value->share_title
    গণঅভ্যুত্থান নিয়ে অজানা কথা জানালেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া
    
    DetailNews -> null
    $value->DetailNews
    article_shoulder -> string (0) ""
    $value->article_shoulder
    article_hanger -> string (0) ""
    $value->article_hanger
    article_summary -> UTF-8 string (525) "ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ছাত্র-...
    $value->article_summary
    ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছেন, বিভিন্নভাবে কাজ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। গণঅভ্যুত্থান নিয়ে...
    
    image -> string (34) "/img/article/202502/169269_140.jpg"
    $value->image
    medium_image -> string (33) "img/article/202502/169269_388.jpg"
    $value->medium_image
    thumb_image -> string (33) "img/article/202502/169269_227.jpg"
    $value->thumb_image
    image_title -> UTF-8 string (114) "ইকবাল করিম ভূঁইয়া ও তার ফেসবুক অ্যাকাউন্ট"
    $value->image_title
    ইকবাল করিম ভূঁইয়া ও তার ফেসবুক অ্যাকাউন্ট
    
    EntryDate -> string (19) "2025-02-03 16:43:49"
    $value->EntryDate
    article_date -> string (19) "2025-02-03 16:40:08"
    $value->article_date
    UpdateTime -> null
    $value->UpdateTime
    status -> string (1) "1"
    $value->status
    UserID -> string (2) "58"
    $value->UserID
    NewsCategoryID -> string (3) "143"
    $value->NewsCategoryID
    parent_category_id -> string (3) "143"
    $value->parent_category_id
    subcategory_id -> string (1) "0"
    $value->subcategory_id
    article_order -> string (2) "15"
    $value->article_order
    category_order -> string (2) "16"
    $value->category_order
    subcategory_order -> string (2) "16"
    $value->subcategory_order
    SelectedPriority -> string (2) "13"
    $value->SelectedPriority
    category_name -> string (8) "national"
    $value->category_name
    article_source -> UTF-8 string (34) "টিডিসি ডেস্ক"
    $value->article_source
    id_writer -> string (1) "0"
    $value->id_writer
    tag_words -> UTF-8 string (100) "অন্তবর্তী সরকার,ছাত্র,ঢাকা সেনানিবাস"
    $value->tag_words
    অন্তবর্তী সরকার,ছাত্র,ঢাকা সেনানিবাস
    
    IsBreaking -> string (1) "0"
    $value->IsBreaking
    IsSeleted -> string (1) "1"
    $value->IsSeleted
    is_top -> string (1) "1"
    $value->is_top
    related_news -> string (0) ""
    $value->related_news
    ImageHomePage -> string (1) "1"
    $value->ImageHomePage
    reporter_name -> string (1) "0"
    $value->reporter_name
    ImageTag -> string (0) ""
    $value->ImageTag
    DivisionID -> null
    $value->DivisionID
    is_recent -> string (1) "1"
    $value->is_recent
    IsSpotLight -> string (1) "0"
    $value->IsSpotLight
    SpotLightPriority -> string (2) "20"
    $value->SpotLightPriority
    IsSpecialReport -> string (1) "0"
    $value->IsSpecialReport
    SpecialReportPriority -> string (2) "20"
    $value->SpecialReportPriority
    IsVarietyNews -> string (1) "0"
    $value->IsVarietyNews
    VarietyNewsPriority -> string (2) "20"
    $value->VarietyNewsPriority
    image_show -> string (1) "1"
    $value->image_show
    image_credit -> UTF-8 string (24) "সংগৃহীত "
    $value->image_credit
    সংগৃহীত   
    
    IsInstant -> string (1) "0"
    $value->IsInstant
    og_image -> string (34) "/img/article/202502/169269_140.jpg"
    $value->og_image
id 169269
category
$value stdClass#103 (10)
  • Properties (10)
  • id_category -> string (3) "143"
    $value->id_category
    title -> UTF-8 string (15) "জাতীয়"
    $value->title
    slug -> string (8) "national"
    $value->slug
    parent_id -> string (1) "0"
    $value->parent_id
    parent_name -> string (0) ""
    $value->parent_name
    category_order -> string (1) "4"
    $value->category_order
    status -> string (1) "1"
    $value->status
    Image -> null
    $value->Image
    CategoryGroupID -> string (1) "1"
    $value->CategoryGroupID
    UserID -> string (2) "26"
    $value->UserID
newsdescription
$value stdClass#105 (1)
  • Properties (1)
  • article_body -> UTF-8 string (85505) "<p style="text-align: justify;">ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শ...
    $value->article_body
    <p style="text-align: justify;">ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছেন, বিভিন্নভাবে কাজ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। গণঅভ্যুত্থান নিয়ে নিজস্ব মতামত, বিশ্লেষণ ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন তিনি। পাশাপাশি জানালেন অভ্যুত্থান নিয়ে নানা অজানা কথা।</p>
    <p style="text-align: justify;">সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অভ্যুত্থান নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেছেন। এ ছাড়াও বাংলাদেশের অভ্যুদয় এবং স্বাধীনতা পরবর্তী পরিস্থিতিও স্মরণ করেছেন। &nbsp;২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ১৭ পর্বে লিখেছেন তিনি। &lsquo;সামরিক বিদ্রোহ, সামরিক অভ্যুত্থান, গণঅভ্যুত্থান, গণবিপ্লব ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান&rsquo; শিরোনামে লেখাগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন সাবেক এই সেনাপ্রধান। দ্যা ডেইলি ক্যাম্পাস-এর পাঠকদের জন্য লেখাগুলো হুবহু তুলে দেওয়া হলো&mdash;</p>
    <p style="text-align: justify;"><strong>১.</strong><br />বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানদের প্রায়ই সামরিক বিদ্রোহ, সামরিক অভ্যুত্থান, গণঅভ্যুত্থান এবং গণবিপ্লবের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এর পেছনে দেশের বিশৃঙ্খল ও অপ্রাতিষ্ঠানিক গণতন্ত্র, দুর্বল অর্থনীতি, ব্যাপক দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং দুর্বল শাসনব্যবস্থা বড় কারণ হিসেবে কাজ করে। কোনো সেনাপ্রধানই নিশ্চিত থাকতে পারেন না যে তাঁর মেয়াদকালে এ ধরনের অস্থির পরিস্থিতির সৃষ্টি হবে না। বাইরে থেকে পরিস্থিতি শান্ত বোঝা গেলেও, ছোট কোনো ঘটনা হঠাৎ করে দাবানলের সৃষ্টি করে সমগ্র দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন করে দিতে পারে। যেমন, ১৯৭৫ সালে শেখ মুজিবের হত্যাকাণ্ড, ১৯৯০ সালে ডা. মিলনের শহীদ হওয়া, কিংবা ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন&mdash;সবকিছুই দেখিয়েছে কিভাবে একটি মাত্র ঘটনা জাতির ইতিহাসকে বদলে দিয়েছে। তাই পরিস্থিতি আপাতদৃষ্টিতে শান্ত দেখালেও, সম্ভাব্য অস্থির পরিস্থিতি মোকাবেলার জন্য একজন সেনাপ্রধানকে সবসময় সজাগ থাকতে হয়।</p>
    <p style="text-align: justify;">সামরিক বিদ্রোহ, সামরিক অভ্যুত্থান, গণঅভ্যুত্থান এবং গণবিপ্লব&mdash;এগুলো একেক সময় একেক প্রকৃতির হয় আর প্রত্যেকটি সামাল দিতে বিশেষ দক্ষতা ও প্রস্তুতির প্রয়োজন হয়ে পড়ে। তবে আনুষ্ঠানিক শিক্ষা, ব্যক্তিগত অভিজ্ঞতা আর অতীত ঘটনার বিশ্লেষণের মাধ্যমে একজন সেনাপ্রধান ভবিষ্যৎ সংকটগুলো অনুধাবন করতে পারেন এবং সঠিক সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সক্ষম হন। পেছনে ফিরে তাকালে দেখা যায়, বাংলাদেশে বেশ কয়েকজন সেনাপ্রধানকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে&mdash;কারণ তাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছিল তারা জনস্বার্থে কোন ব্যবস্থা গ্রহন করেননি। আবার কেউ কেউ জনগণের দাবির কাছে নতি স্বীকার করে এমন পদক্ষেপ নিয়েছিলেন, যার কারণে সেনাবাহিনীকে ভাবমূর্তি সংকটে পড়তে হয়েছিল এবং তারাও বড় ঝুঁকির মুখোমুখি হয়েছিলেন। ফলে সামগ্রিকভাবে সেনাপ্রধানদের সিদ্ধান্তগুলো স্থিতাবস্থা বজায় রাখার দিকেই ঝোঁকে। কারণ অতীতে যারা অসাংবিধানিক উপায়ে রাজনৈতিক জটিলতা সমাধানের চেষ্টা করেছিলেন, তাঁদের পরিণাম হয়েছিল ভয়াবহ&mdash;মেজর জেনারেল শফিউল্লাহকে অকাল অবসরে পাঠানো হয়, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে গুলি করে হত্যা করা হয়, জেনারেল জিয়াকে হত্যা করা হয়, জেনারেল এরশাদ কারাভোগ করেন, জেনারেল নাসিম গ্রেপ্তার হয়ে অকাল অবসর নেন, আর জেনারেল মঈনকে এখনো দেশছাড়া অবস্থায় থাকতে হচ্ছে।</p>
    <p style="text-align: justify;"><strong>২.</strong><br />&lsquo;সেনাবিদ্রোহ&rsquo; এমন এক পরিস্থিতি যা সেনাপ্রধানকে দিশেহারা করে পুরো কমান্ড কাঠামোতে অচলাবস্থা তৈরি করে। এর মূল কারণ হলো বিদ্রোহ সাধারণত অপ্রত্যাশিত জায়গায় হঠাৎই ঘটে, আর এর সঙ্গে মিলিত হয় সহিংসতা ও বিধ্বংসী শক্তি। আকস্মিকতা, নেতৃত্ব কাঠামোর ভেঙ্গে পড়া, আর আনুগত্য ও শৃঙ্খলার মনস্তাত্ত্বিক বাঁধন এক লহমায় গুঁড়িয়ে যাওয়ায় সেনাবাহিনীর মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যায়, যেখানে দ্রুতই অস্থিরতা, বিশৃঙ্খলা আর বিভ্রান্তি বাসা বাঁধে। বাংলাদেশ সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটে প্রধানত অফিসার ও সৈনিকদের মধ্যে সুপ্ত শ্রেণীসংগ্রামের জেরে। পাকিস্তান আমলের &lsquo;মালিক-ভৃত্য&rsquo; সম্পর্ক নতুন পরিস্থিতিতে অস্বস্তি বাড়ায়, বিশেষ করে স্বাধীনতার পরের প্রজন্মের সৈনিকরা যখন স্বাধীন দেশের নাগরিক হিসেবে তাঁদের পরিচয় আর কর্তব্য নতুনভাবে নির্ধারণ করে। বামপন্থী রাজনৈতিক দলগুলো এই চাপা উত্তেজনাকে উস্কে দেয় এবং সৈনিকদের মধ্যে পারস্পরিক শত্রুতার বীজ বুনে রাজনৈতিক ফায়দা লূটে নেয়ার চেষ্টা করে। বহু বিদ্রোহ ঘটলেও, এর মধ্যে তিনটি বড় বিদ্রোহ দেশকে বিশেষভাবে কাঁপিয়ে দেয়।</p>
    <p style="text-align: justify;"><strong>৩.</strong><br />১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিদ্রোহে সৈনিকরা ব্যারাক থেকে বেরিয়ে আসা মাত্রই পুরো সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে অফিসারদের নির্বিচারে হত্যা শুরু করে। ভাগ্যক্রমে এ পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। জেনারেল জিয়ার বিচক্ষণ নেতৃত্বে দ্রুত পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। এদিকে, ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে বিভিন্ন ক্যান্টনমেন্টে জন্ম নেয়া বিদ্রোহের কোনো আভাসই পাননি। এমন অমনোযোগের ফলে তিনি তাঁর সদ্য অর্জিত পদ হারান এবং বিদ্রোহীদের হাতে নিহত হন।</p>
    <p style="text-align: justify;">দ্বিতীয় বড় বিদ্রোহ ঘটে ১৯৭৭ সালে যখন ২২ ইস্ট বেঙ্গল ২৯ / ৩০ সেপ্টেম্বর রাতে বিদ্রোহ করে এবং ২ অক্টোবর বিমানবাহিনীতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। জেনারেল জিয়া এ ঘটনায় হতভম্ব হয়ে গেলেও ক্ষমতায় টিকে যান, কারণ বিদ্রোহগুলো ছিল স্থানীয় পর্যায়ের যা সেনাবাহিনীর উন্নত সামরিক কাঠামো দিয়ে দমন করা সম্ভব হয়। ১৯৭৫ সালের বিদ্রোহীরা শাস্তি এড়াতে পারলেও, ১৯৭৭ সালের ষড়যন্ত্রকারীরা ব্যাপক মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। এটাই ভবিষ্যতে বিদ্রোহ করতে চাওয়া সৈনিকদের জন্য ছিল স্পষ্ট ও কঠোর সতর্কবার্তা।</p>
    <p style="text-align: justify;">তৃতীয় বড় বিদ্রোহ ঘটে ২০০৯ সালে, যখন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সৈনিকরা তিন দিন ধরে চলা সহিংসতায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে। এ ঘটনার আগে বিদ্রোহের আশংকার আভাস থাকলেও, সেগুলোকে গুরুত্ব দেয়া হয়নি। সেনাপ্রধান, বিডিআর মহাপরিচালক ও ডিজি ডিজিএফআই&mdash;সকলেই শুধু পরের দিনের প্রধানমন্ত্রীর সফর বাতিল করে স্বস্তিতে বসে থাকেন এবং বিদ্রোহের সম্ভাবনাকে নিছক গুজব মনে করে উড়িয়ে দেন। শেষ পর্যন্ত রক্তক্ষয়ী হামলার কারণে রাষ্ট্র ও সেনাবাহিনীর কমান্ড কাঠামো সম্পুর্ণ অচল হয়ে পড়ে। তবে অবশেষে বিদ্রোহ দমন করা হয় এবং বিদ্রোহীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।</p>
    <p style="text-align: justify;"><strong>৪.</strong><br />সেনাবাহিনীতে আরও দু&rsquo;টি বিদ্রোহ হয়েছিল, যা অফিসার ও সৈনিকদের মধ্যে শ্রেণিগত দ্বন্দ্বের কারণে নয় বরং ঊর্ধ্বতন পর্যায়ের ক্ষমতার দ্বন্দ থেকে সৃষ্টি হয়েছিল। এসব ঘটনায় অফিসার এবং সৈনিক উভয় পক্ষকেই সরাসরি কাজে লাগানো হয়েছিল, কিন্তু বিদ্রোহের উদ্দেশ্য ও প্রণোদনা সৈনিকদের আগ্রহের সঙ্গে মেলেনি বলে তারা পুরোপুরি তাতে সমর্থন দেয়নি। মূলত, এগুলো ছিল উচ্চাকাঙ্ক্ষী কিছু জেনারেলের নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই। সৈন্যরা দেখেছিল যে পরিস্থিতি কার পক্ষে যাচ্ছে, তারপর হয় চুপ থেকেছে কিংবা দেখেশুনে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে।</p>
    <p style="text-align: justify;">এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে সংগঠিত বিদ্রোহ। প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার পর বিদ্রোহীরা প্রথমে উল্লসিত হয়ে উঠলেও, দ্রুতই বুঝতে পারে যে তাদের অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। তখন সেনাপ্রধান জেনারেল এরশাদের উৎসাহে সরকার সৈনিকদের আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকে, যার ফলে বিদ্রোহীরা নৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে এবং মনোবল হারিয়ে ফেলে। সরকারের তুলনায় কম শক্তি নিয়ে লড়াই করতে গিয়ে জেনারেল মনজুর দ্রুতই তাঁর অধস্তন অফিসার আর সৈনিকদের আস্থা হারিয়ে ফেলেন। তাঁরা এরশাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শুভপুর ব্রিজ পার হয়ে সরকারের পক্ষ নেন এবং শেষ পর্যন্ত জেনারেল এরশাদই জয়ী হন।</p>
    <p style="text-align: justify;">অন্যদিকে, ১৯৯৬ সালে সেনাপ্রধান জেনারেল নাসিম দুর্বল পরিকল্পনা, উদ্দেশ্য বাস্তবায়নে অপরিপক্কতা, অধস্তনদের দোদুল্যমান আনুগত্য এবং বিশ্বস্ত সহযোগীদের বিশ্বাসঘাতকতার কারণে ব্যর্থ হন। তিনি বুঝতে পারেননি যে সেনাবাহিনীর ভেতরে কতখানি বিভক্তি সৃষ্টি হয়েছে, ফলে দ্বিধাবিভক্ত বাহিনীকে যখন তিনি ঢাকায় একত্রিত হওয়ার নির্দেশ দিলেন, তখনই তাঁর কমান্ড অচল হয়ে পড়ে। প্রতিপক্ষরা রাষ্ট্রপতির ক্ষমতা, এসএসসি ব্যাচ-১-এর পরিবর্তনশীল আনুগত্য এবং ৯ম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমাম-উজ-জামানের অবস্থান পরিবর্তনের সুযোগ নিয়ে নাসিমের ক্ষমতা দখলের চেষ্টাকে সফলভাবে নস্যাৎ করে দেয়।</p>
    <p style="text-align: justify;"><strong>৫.</strong><br />বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানরা ইতিহাসের বিভিন্ন পর্বে চারটি উল্লেখযোগ্য সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয়েছেন বা নিজেরাই সেগুলো ঘটিয়েছেন। এর মধ্যে প্রথমটি ঘটে ১৯৭৫ সালের ১৫ আগস্ট, যখন কয়েকজন তরুণ মেজর রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যা করে খন্দকার মোশতাক আহমদকে ক্ষমতাসীন করে। সে সময়ের সেনাপ্রধান মেজর জেনারেল কাজী মুহাম্মদ শফিউল্লাহ তার গৌয়েন্দা সংস্থা সমুহের ব&zwj;্যর্থতার কারণে সম্পূর্ণরূপে হতবাক হয়ে যান। ঘটনাগুলো এত দ্রুত ঘটার ফলে তিনি কোনো পাল্টা ব্যবস্থা গ্রহন করতে পারেননি। কেবলমাত্র ট্যাঙ্কের ইঞ্জিন চালু করেই ওই তরুণ মেজররা ঢাকার রাস্তায় সাধারণ মানুষকে বিস্মিত করে দেয়। কার্যকর পদক্ষেপ নেয়ার বিপরীতে সেনাপ্রধান নতুন রাষ্ট্রপতির প্রতি আনুগত্য স্বীকার করেন। পরের দু&rsquo;মাস &ldquo;ইয়াং টার্কস&rdquo; নামে পরিচিত ওই তরুণ অফিসারের দলই বঙ্গভবন থেকে দেশের সবকিছু নিয়ন্ত্রণ করে, আর নতুন সেনাপ্রধান জেনারেল জিয়া তখন সবকিছু শুধু নীরবে দেখছিলেন। কেন তিনি পুরো সেনাবাহিনী তার অধীনে থাকা সত্ত্বেও ওদের দমন করেননি তা আজও রহস্য হয়ে রয়েছে। আর এভাবেই এই অস্থির তরুন অফিসারদের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পরিণতিতে আরেকটি অভ্যুত্থান ঘটে&mdash;যার নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিজিএস (চিফ অব জেনারেল স্টাফ), ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ।</p>
    <p style="text-align: justify;">জেনারেল জিয়ার নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে মোশাররফ ও তাঁর নিজের মতাদর্শী কিছু অফিসার ১৯৭৫ সালের ৩ নভেম্বর খন্দকার মোশতাক আহমদকে ক্ষমতা থেকে উৎখাত করেন, জেনারেল জিয়াকে বন্দি করেন, বঙ্গভবনের ওই তরুণ মেজরদের পালাতে বাধ্য করেন, নিজেকে সেনাপ্রধান ও মেজর জেনারেল পদে পদোন্নতি দেন এবং বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি পদে আসীন করেন। তবে এই ক্ষমতা দখল বেশি দিন স্থায়ী হয়নি। কারণ মোশাররফ বুঝতেই পারেননি যে অবসরপ্রাপ্ত কর্নেল তাহের (জাসদ) এর নেতৃত্বে বিভিন্ন ক্যান্টনমেন্টে নতুন করে বিদ্রোহের প্রস্তুতি চলছে। ৭ নভেম্বর, ১৯৭৫ তারিখে সেই বিদ্রোহ পূর্ণমাত্রায় বিস্ফোরিত হয়ে মোশাররফের নবগঠিত সরকারকে উৎখাত করে এবং জিয়াকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনে। সায়েম রাষ্ট্রপতি পদে থেকে যান।</p>
    <p style="text-align: justify;"><strong>৬.</strong><br />১৯৮২ সালে তৃতীয় সামরিক অভ্যুত্থান ঘটে, যখন সেনাপ্রধান জেনারেল এরশাদ নিজেই ক্ষমতা দখল করেন। আগের কয়েক সপ্তাহ জুড়ে তিনি সুপরিকল্পিতভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করেন, যাতে বিনা বাধায় এবং কোনো প্রতিরোধ ছাড়াই ক্ষমতা দখল করা যায়। জিয়া হত্যাকাণ্ডের পর তিনি সুযোগ নিয়ে বেশিরভাগ অভিজ্ঞ মুক্তিযোদ্ধা অফিসারদের চাকুরিচুত&zwj;্য করেন, পাকিস্তান থেকে ফেরত আসা (রিপ্যাট্রিয়েটেড) অফিসারদের ওপর নিজের অবস্থান সুদৃঢ় করেন এবং ক্ষমতাসীন সরকারকে অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত হিসেবে দেশবাসীর নিকট চিত্রিত করেন। একই সঙ্গে, &ldquo;দেশগঠনে সেনাবাহিনীর ভূমিকা থাকা উচিত&rdquo;&mdash;এই ধারণাটিকে প্রচার করে তিনি অনেককে নিজের পক্ষে টানেন। তিনি আরও অনেক পাকিস্তান হতে ফেরত আসা অনুগত জেনারেলকে ডিভিশন এবং গুরুত্বপূর্ণ সেনা-পদে বসান এবং ১৯৮১ সালে নির্বাচিত পেসিডেন্ট সাত্তারের প্রশাসনের কিছু সদস্যকেও পাশে টানেন। প্রেসিডেন্ট সাত্তারের নম্র স্বভাব ও জিয়া-উত্তর বিএনপির বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিয়ে এরশাদ সহজেই বহুদিনের লালিত স্বপ্ন&mdash;সরকার উৎখাতের পরিকল্পনা বাস্তবায়ন করেন, যা অনেকেই &ldquo;মসৃণ ক্ষমতা দখল&rdquo; বলে আখ্যা দেন।</p>
    <p style="text-align: justify;">২০০৭ সালে শেষ অভ্যুত্থানটি ঘটে জেনারেল মইন-এর সময়। বেগম জিয়ার পদত্যাগের পর কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়ে নির্বাচন অনুষ্ঠান করবেন ও প্রশাসন চালাবেন--এই বাক বিতন্ডায় অচলাবস্থা সৃষ্টি হয় যা থেকে ঢাকা শহরে সহিংসতা দ্রুত বেড়ে যায়। এই অস্থিরতা ও অচলবস্থা কাজে লাগিয়ে জেনারেল মইন নিজের ক্ষমতা দখলের উচ্চাকাঙ্ক্ষা লালন করতে থাকেন। তিনি ইচ্ছাকৃতভাবে সেনা মোতায়েন সত্ত্বেও পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে দেন। পশ্চিমা দূতাবাস এবং স্থানীয় জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর সহায়তায় তিনি বিশ্বস্ত কিছু সহযোগীকে বেছে নিয়ে পরিকল্পনা মাফিক এগিয়ে যান। এর আগে বিএনপি নিজেদের অনুগত জেনারেলদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল বটে, কিন্তু মইন বুঝেছিলেন&mdash;নতুন নেতৃত্ব এলে অনেকেই পক্ষ বদলায়। তিনিও সফলভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজের পক্ষে নিয়ে আসেন, যারা &ldquo;রং বদলানো গিরগিটি&rdquo;-এর মতো সুবিধামতো দলে ভিড়ে যায়। তাঁর মূল মিত্রদের মধ্যে ছিলেন ৯ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল আমিন এবং ব্রিগেডিয়ার জেনারেল বারি। তাঁরা সকলে মিলে গোপনে মইনের পরিকল্পনা বাস্তবায়ন করেন। এএইচকিউ (আর্মি হেডকোয়ার্টার)-এর অপারেশন শাখাকে পাশ কাটিয়ে ৯ ইনফ্যান্ট্রি ডিভিশনের সৈন্যদের সাভার থেকে ঢাকায় আনা হয়। এরপর প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি ভবনে একটি জালচিঠি দেখিয়ে ষ্টেট অব ইমারজেন্সি ঘোষণা করতে বাধ্য করা হয়। চিঠিতে হুমকি দেয়া হয়েছিল যে, কোনো প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হলে সব বাংলাদেশি শান্তিরক্ষী দেশে ফেরত পাঠানো হবে। পেছন থেকে কলকাঠি নেড়ে মইন এক নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন যা শুধু সামনের পর্দার ভূমিকায় ছিল। পরে এই সরকার জনপ্রিয়তা হারালে এবং আন্তর্জাতিক মহল দ্রুত নির্বাচনের চাপ দিলে, নিজের রাজনৈতিক দল গঠনে ব্যর্থ মইন ভারতের রাষ্ট্রপতির কাছে নিরাপদ প্রস্থানের সুযোগ চান। আর এর বিনিময়েই শেখ হাসিনার ক্ষমতায় আরোহণ তিনি নিশ্চিত করেন।</p>
    <p style="text-align: justify;"><strong>৭.</strong><br />বিপ্লব মোকাবিলা করা হয়তো একজন সেনাপ্রধানের সবচেয়ে কঠিন পরীক্ষা। অনেক সময় একটি রাষ্ট্র বা সমাজ তার গর্ভে বিপ্লবের ভ্রুন ধারণ করলেও (যাকে বলা হয় &ldquo;বিপ্লবে গর্ভবতী সমাজ&rdquo;) তা প্রসব করতে বহু বছর লেগে যায়। যেমন, শেখ হাসিনার ২০০৯ থেকে ২০২৪ সালের কর্তৃত্ববাদী শাসন টিকে গিয়েছিল দীর্ঘদিন। আবার অন্য সময় বিপ্লব ঝড়ের গতিতে সংক্ষিপ্ত সময়ে ঘটে সবকিছু তছনছ করে ফেলে&mdash;যেমন বাংলাদেশে ঘটেছিল ২০২৪ সালের জুলাই-আগষ্ট মাসে। লেনিন বলেছিলেন, &ldquo;জনগণের কোনো বিপ্লবই পুরোনো শাসন-ব্যবস্থার সমর্থক সশস্ত্র বাহিনীর একটা অংশের সহায়তা ছাড়া জয়ী হতে পারে না। &rdquo; আর স্ট্যানিসল এন্ড্রিজিয়স্কি (Stanislaw Andrzejewski) তাঁর Military Organization and Society গ্রন্থে লিখেছিলেন, &ldquo;সরকার সশস্ত্র বাহিনীর আনুগত্য ধরে রাখতে পারলে কোনো বিদ্রোহই সফল হবে না। &rdquo; বাস্তবেও, যদি সেনাবাহিনী ঐক্যবদ্ধ থাকে এবং সরকারকে সমর্থন করে, তবে কোনো বিপ্লব টেকার সম্ভাবনা কম। ফলে বিপ্লবীরা সেনাবাহিনীর অবস্থান বা নিরপেক্ষতা নিয়ে ভীষণ হিসাব-নিকাশ করে। সেনাবাহিনী সরকারকে আঁকড়ে থাকবে, না কি ছেড়ে দেবে&mdash;এই প্রশ্ন বিপ্লবীদের কাছে যেমন জটিল, তেমনি সেনাবাহিনীও ভোগে দ্বিধাদ্বন্দে&mdash;কারণ জনগণের আন্দোলন আদৌ কতটা সফল হবে, তা অনুমান করা সহজ নয়। বিপ্লবীরা সেনাবাহিনীর নেতৃত্ব, শাসক দলের সাথে সেনাবাহিনীর সম্পর্ক, প্রজন্মভেদ, আর বাহিনীর অভ্যন্তরীণ ঐক্য পর্যবেক্ষণ করে। অন্যদিকে সেনাবাহিনীও দেখার চেষ্টা করে আন্দোলনের সঠিকতা, সরকারের অজনপ্রিয়তা, জনগণের অংশগ্রহণের মাত্রা, জনগোষ্ঠীর বৈচিত্র্য, এবং আন্তর্জাতিক মহল হস্তক্ষেপ করবে কি না। এসব বিষয় বিচার-বিশ্লেষণ করেই উভয় পক্ষ ভবিষ্যৎ কৌশল নির্ধারণে পদক্ষেপ নেয়।</p>
    <p style="text-align: justify;">৮.<br />বিপ্লবে সেনাবাহিনীর অবস্থান কীভাবে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়&mdash;তার তিনটি উদাহরণ দিচ্ছি। এর মধ্যে ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯)-এর সময় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, আবার নিজেও বড় রদবদলের মধ্য দিয়ে গিয়েছিল। শুরুর দিকে ফরাসি সেনাবাহিনী ছিল ঐতিহ্যবাহী, যেখানে অভিজাত অফিসাররা সবকিছু নিয়ন্ত্রণ করত, আর সাধারণ শ্রেণির সৈনিকরা নিচের স্তরে থাকত। এই বৈষম্যের কারণে বাহিনীর ভেতরে দ্বন্দ্ব বাড়ে, বিশেষ করে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব&mdash;এই বিপ্লবী ধারণাগুলো সমাজে ছড়িয়ে পড়ার পর। যখন বিপ্লব জোরদার হয়, সেনাবাহিনীর আনুগত্য নিয়ে পরীক্ষা শুরু হয়। অনেক অভিজাত অফিসার (সেনাবাহিনীর ৬০ %) দেশত্যাগ করে নিপীড়নের ভয়ে পালাতে থাকে। তখন বাহিনীর অফিসার পর্যায়ে শূন্যতা তৈরি হয়। এই সুযোগে ১৭৯৩ সালের ২৩ আগস্ট জাতীয় কনভেনশন লেভে আঁ ম্যাস (lev&eacute;e en masse) ঘোষণা করে, যেখানে ১৮ থেকে ২৫ বছর বয়সী অবিবাহিত পুরুষদের সৈন্য দলে যোগ দেয়া বাধ্যতামূলক করা হয়। এভাবে নাগরিক-সৈন্যদের নিয়ে এক জাতীয়তাবাদী সেনাবাহিনী গড়ে ওঠে, যেখানে অফিসার পদোন্নতিতে সমতা ও বিপ্লবী চেতনা নতুন উদ্যম জোগায়। এই নতুন কাঠামোর সেনাবাহিনী বিভিন্ন ইউরোপীয় জোটের বিরুদ্ধে ফ্রান্সকে রক্ষা করে এবং দেশের সীমানাও বাড়ায়। যদিও ১৭৯২ সাল থেকে সেনাবাহিনীর মূল যুদ্ধ ছিল বৈদেশিক শক্তির সাথে, তবুও অনেক সময় দেশের ভেতরের ষড়যন্ত্র, অপপ্রচার এবং অভ্যুত্থান দমাতে এটিকে ব্যবহার করা হয় (যেমন ভেন্ডি বিদ্রোহ দমন)। সামরিক বাহিনী অচিরেই ফরাসি রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে উঠে আসে, যার চূড়ান্ত পরিণতি ঘটে নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতায় আরোহণের মাধ্যমে। ১৭৯৯ সালে সামরিক শক্তির জোরেই তিনি নিজে এক সামরিক অভ্যুত্থান ঘটান। এর মাধ্যমে সেনাবাহিনী ফরাসি বিপ্লবের সময় কতটা প্রভাবশালী হয়ে উঠেছিল&mdash;তা স্পষ্ট হয়ে যায়, বিপ্লবের সময় থেকে পরবর্তী কালেও।</p>
    <p style="text-align: justify;"><strong>৯.</strong><br />রুশ-জাপানি যুদ্ধে (১৯০৪-১৯০৫) রাশিয়ান সাম্রাজ্যের বড় ধরনের পরাজয়ের পরপরই ১৯০৫ সালে প্রথম রুশ বিপ্লব শুরু হয়। কিন্তু এটি ব্যর্থ হয়ে যায় মূলত এই কারণে যে, সামরিক বাহিনী তখনও জার নিকোলাস দ্বিতীয়ের প্রতি অনুগত থাকে। রিজার্ভ বাহিনীতে কিছু বিদ্রোহের পাশাপাশি নৌবাহিনীতে সেভাস্তোপোল, ভ্লাদিভস্তক ও ক্রনস্টাড্টে বিদ্রোহের ঘটনা ঘটে&mdash;এর মধ্যে ব্যাটলশিপ পোটেমকিনের বিদ্রোহ ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। কঠোর শক্তি প্রয়োগ করে সরকার এগুলো দমন করে, যেখানে দুই হাজারের বেশি নাবিক মারা যায়। যদিও ব্যাপক অস্থিরতা চলছিল, সেনাবাহিনীর মূল অংশ রাজনীতি থেকে দূরে সরে গিয়ে সরকারের পক্ষ অবলম্বন করে। ফলে সরকার ১৯০৫ সালের এ আন্দোলনকে শেষ পর্যন্ত দমন করতে সফল হয়।</p>
    <p style="text-align: justify;">এ সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ১৯০৫ সালের ২২ জানুয়ারির &lsquo;ব্লাডি সানডে&rsquo;। সেদিন সেন্ট পিটার্সবার্গে জারের শীতকালীন প্রাসাদের সামনে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় ইম্পেরিয়াল গার্ড, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ধর্মঘট শুরু হয়। কিন্তু একপর্যায়ে সেমিওনভস্কি রেজিমেন্টকে সঙ্গে নিয়ে সরকার আর্টিলারি ব্যবহার করে বিদ্রোহী এলাকাগুলো ধ্বংস করে। ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ওই বিক্ষোভ গুঁড়িয়ে দেওয়া হয় এবং শেষ পর্যায়ের মস্কোর আন্দোলনও কঠোর হস্তে দমন করা হয়। এভাবে ১৯০৫ সালের বিপ্লব শেষ হয়ে যায়, আর প্রমাণিত হয়&mdash;যদি সেনাবাহিনী সরকারপক্ষ থাকে তাহলে বিদ্রোহের পক্ষের শক্তির জয়ী হওয়া কঠিন।</p>
    <p style="text-align: justify;">অন্যদিকে ১৯১৭ সালের দ্বিতীয় রুশ বিপ্লবে সেনাবাহিনী হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ ও রূপান্তরমূলক শক্তি। প্রথম বিশ্বযুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে সৈনিকদের মনোবল তলানিতে গিয়ে ঠেকে। খাদ্য, অস্ত্র ও রসদের ব্যাপক সংকটের কারণে অধিকাংশ কৃষক-সৈনিক বিদ্রোহের পথ বেছে নেয়। ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেত্রোগ্রাদে গণবিক্ষোভ শুরু হলে, অনেক সৈনিক বেসামরিক মানুষের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়&mdash;বরং তারা বিক্ষোভে যোগ দেয়। এতে জার নিকোলাস দ্বিতীয় সিংহাসন ছাড়তে বাধ্য হন। অস্থায়ী সরকার ক্ষমতায় এলে যুদ্ধ চালিয়ে যাওয়া সহ আরও কিছু সিদ্ধান্ত নেয়, কিন্তু সেনাবাহিনীর আনুগত্য আরও দুর্বল হয়ে পড়ে। পেত্রোগ্রাদ সোভিয়েতের জারি করা &lsquo;অর্ডার নং ১ &rsquo;-এর ফলে সৈনিকদের কমিটিগুলো শক্তিশালী হয়ে উঠে এবং এর কারণে সামরিক শৃঙ্খলা ভেঙ্গে যায়। ফ্রন্টলাইনে ধারাবাহিক পরাজয় আর অসন্তোষের জের ধরে বলশেভিকরা সংগঠিত হতে থাকে। ১৯১৭ সালের অক্টোবরে সেনাবাহিনীর বিশৃঙ্খলা কাজে লাগিয়ে তারা পেত্রোগ্রাদে সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। অসন্তুষ্ট সেনা ইউনিটগুলো বলশেভিক রেড গার্ডের পক্ষে চলে আসে, ফলে খুব কম প্রতিরোধের মুখে ক্ষমতার পালাবদল ঘটে। এভাবে জারপন্থা ত্যাগ করে বলশেভিকদের সঙ্গে যাওয়া সেনাবাহিনীর অবস্থান বদলই রুশ বিপ্লবকে সাফল্যের পথে নিয়ে যায় এবং পরে রাশিয়ায় বলশেভিকদের শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে। ঘটনাটি এটিই বোঝায় যে সেনাবাহিনীর সমর্থন বা অস্বীকৃতি বিপ্লবের চূড়ান্ত পরিণতি গঠনে সবসময় বড় ভূমিকা পালন করে।</p>
    <p style="text-align: justify;"><strong>১০.</strong><br />স্বাধীনতার পর মাত্র ২৫ বছরের ব্যবধানে বাংলাদেশ তিনটি গণবিপ্লব/গণঅভ&zwj;্যুত্থান দেখেছে, যেখানে সেনাবাহিনী কখনো বিপ্লবীদের পাশে থেকেছে বা কখনো নিরপেক্ষ থেকেছে। প্রথমটি ঘটে ১৯৭১ সালে। পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতীয়তাবাদীদের ওপর চরম নিপীড়ন চালায়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৯৭০ সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল উপেক্ষা করায় বাঙালিদের মধ্যে বিপ্লবী চেতনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে ছিল অনেক বাঙালি সেনাসদস্যও। লেফটেন্যান্ট কর্নেল এম. আর. চৌধুরীর মতো কেউ কেউ আগেই পশ্চিম পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা আঁকেন। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক সমাধান চেয়ে দেরি করায় সেই পরিকল্পনা বাস্তবায়ন পিছিয়ে যায়। শেখ মুজিবের ডাকে বাঙালিরা কার্যত পূর্ব-পাকিস্তানের নিয়ন্ত্রণ হাতে নিলে ২৫ / ২৬ মার্চ ১৯৭১-এর রাতে পাকিস্তানি সেনাবাহিনী নির্মম গণহত্যা শুরু করে। তবু অনেক বাঙালি সেনা ইউনিট আগে থেকেই সতর্ক ছিল বা আক্রমণের মুখে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। পরে তারা ভারতের দিকে সরে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেয়। ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) আর পুলিশও প্রচণ্ড আঘাতের মুখে ছত্রভঙ্গ হয়ে ভারতে চলে যায়। সেখান থেকে নতুনভাবে সংগঠিত হয়ে এরা মুক্তিবাহিনীতে যোগ দেয়। তারা এবং স্বেচ্ছাসেবকসহ নানা পেশার মানুষ একসঙ্গে ব্রিগেড ও সেক্টরভিত্তিক বাহিনী গঠন করে। টানা নয় মাসের গোরিলা যুদ্ধ আর শেষ সময়ে ভারতীয় বাহিনীর সরাসরি সাহায্যে দেশ স্বাধীন হয়। এ ঘটনা দেখিয়ে দেয় যে বহুজাতীয় বা বহু-জাতিগত রাষ্ট্রে সামরিক ঐক্যের চেয়ে জাতিগত পরিচয় অনেক সময় মানুষকে বেশি উদ্দীপ্ত করে, আর এটাই বিপ্লব বা স্বাধীনতা আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলতে পারে।</p>
    <p style="text-align: justify;"><strong>১১.</strong><br />দ্বিতীয় গণবিপ্লব বা &ldquo;গণঅভ্যুত্থান&rdquo; হিসেবে ১৯৯০ সালের গণআন্দোলনকে ধরা হয়। এখানে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে গণঅভ্যুত্থান সফল হয়। ১৯৮২ সালে ক্ষমতা দখলকারী জেনারেল এরশাদ জনসমর্থন ধরে রাখতে ব্যর্থ হন। তাঁর ব্যাপক দুর্নীতি, আতঙ্ক-সৃষ্টি, বিতর্কিত ব্যক্তিগত সম্পর্ক আর ভারতপন্থী নীতির কারণে দেশে অসন্তোষ বাড়তে থাকে। সেনাবাহিনীর অনেক জুনিয়র অফিসার এরশাদকে বোঝা বলে ভাবতে শুরু করে। যদিও বিভিন্ন রাজনৈতিক দল মাঝেমধ্যে তাঁকে সরানোর চেষ্টা করেছিল, এরশাদ এসব আন্দোলন দমন করতে সক্ষম হন। তবে ১৯৮৭ সালের শেষের দিকে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা যৌথভাবে আন্দোলনে নামলে পরিস্থিতি পাল্টে যায়। ১৯৯০ সালের সেপ্টেম্বরেই সেনাবাহিনীর ভেতরে ফাটলের স্পষ্ট নমুনা ধরা পড়ে&mdash;সিজিএস মেজর জেনারেল মোহাম্মদ আবদুস সালাম (গজব আলী) এরশাদের সামরিক বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারে সরাসরি আপত্তি জানান। অক্টোবরের পর বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে&mdash;হরতাল, অবরোধ ও ধর্মঘটে দেশ অচল হয়ে যায়। এরশাদ সামরিক শাসন জারি করার কথা ভাবলে সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপ জানিয়ে দেয়, সেটি হলে সেনাপ্রধান জেনারেল নুরউদ্দিন খানকে প্রেসিডেন্ট বানাতে হবে। এর ফলে এরশাদ সম্পূর্ণ একঘরে হয়ে পড়েন। এমনকি ৯ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল রফিকের মতো ব্যক্তিরাও প্রভাব হারিয়ে ফেলেন, কারণ সেনা সদর দপ্তর তাঁর পদক্ষেপগুলো আটকে দেয়। ১৯৯০ সালের ডিসেম্বরে লাগাতার হরতাল, ভেঙ্গে পড়া অর্থনীতি, রাজপথের সহিংসতা এবং সেনাবাহিনীর স্পষ্ট অনাগ্রহ&mdash;সবকিছু এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করে। সেনাবাহিনীর এই &ldquo;নিরপেক্ষ&rdquo; ভূমিকার ফলেই বিদ্রোহ সফল হয়; দ্রুত তত্ত্বাবধায়ক সরকার গঠন ও পরবর্তী নির্বাচনের পথ তৈরি হয়।</p>
    <p style="text-align: justify;"><strong>১২.</strong><br />২০২৪ সালে তৃতীয় প্রধান ঘটনাটি ঘটে, যাকে &ldquo;আধা-বিপ্লব&rdquo; বলা যেতে পারে। কারণ পুরোপুরি বিকশিত হওয়ার আগেই ফ্যাসিবাদী সরকারের সংবিধান, রাষ্ট্রপতি ও সামরিক বাহিনী মিলে একে আটকে দেয়। বঙ্গভবনকে বড় ধরনের বিক্ষোভের হাত থেকে বাঁচিয়ে রাখা হয়, কিন্তু গণভবন তুলনামূলকভাবে সহজেই বিক্ষোভকারীরা দখল করে। শুরুতে এই আন্দোলন ছিল পুরো পদ্ধতিগত কাঠামোকে ভাঙ্গার লক্ষ্যে, কিন্তু শিগগিরই সংবিধানগত কূটকৌশলে ও মারপ্যাচে জড়িয়ে পড়ায় তা আগের শাসনের মতোই পরিচিত ধারা অনুসরণ করতে বাধ্য হয়।</p>
    <p style="text-align: justify;">এটি শুরু হয় ২০২৪ সালের জুনে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, যেখানে সুপ্রিম কোর্টের রায়ে ৩০% কোটা পুনর্বহাল করায় শিক্ষার্থীরা প্রতিবাদে নামে। আন্দোলন খুব দ্রুতই সরকারবিরোধী ও গণতন্ত্রপন্থী এক গণজাগরণে পরিণত হয়, বিশেষত শেখ হাসিনার মন্তব্য&mdash;&ldquo;মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা কোটা না পেলে কি সেটা রাজাকারের নাতি-নাতনিরা পাবে? &rdquo;&mdash;এই বক্তব্য ক্ষোভকে বাড়িয়ে তোলে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্য সহযোগী সংগঠনগুলোকে লেলিয়ে দিয়ে এ আন্দোলন দমনের চেষ্টা করে। কিন্তু যখন তারা নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশও এ দমনে যোগ দিলে জনরোষ চরমে পৌঁছায়। সরকার দেশব্যাপী কারফিউ জারি করে। বিজিবি, র&zwj;্যাব এবং সেনাবাহিনী নামিয়ে চেষ্টা করা হয় বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে। ইন্টারনেট আর মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে বাংলাদেশকে প্রায় আন্তর্জাতিক যোগাযোগশূন্য করা হয়। কিছু সময়ের জন্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে আলোচনা চললেও তার খুব একটা অগ্রগতি হয়নি। সুপ্রিম কোর্ট কোটা ৫৬% থেকে কমিয়ে ৭% করলে অন্দোলনে সাময়িক বিরতি আসে, কিন্তু ছয়জন আন্দোলনকারী ছাত্রনেতাকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে জোর করে &ldquo;আন্দোলন স্থগিতের ঘোষণা&rdquo; আদায় করায় বিক্ষোভ আরো তীব্র হয়। ২৯ জুলাই আন্দোলন আবার জোরদার হয় এবং ১৫ বছর ধরে &lsquo;অবৈধভাবে&rsquo; ক্ষমতা ধরে রাখা সরকার আগস্ট ৫-এ সম্পূর্ণভাবে উৎখাত হয়। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন, আর আওয়ামী লীগের অনেক বড় নেতা দেশ ছেড়ে চলে যান বা ক্যান্টনমেন্টে গিয়ে সামরিক বাহিনীর ছায়ায় আশ্রয় নেন।</p>
    <p style="text-align: justify;"><strong>১৩.</strong><br />আজ পর্যন্ত ২০২৪ সালের জুন, জুলাই ও আগস্ট মাসে কয়েক সপ্তাহব্যাপী চলা এ আন্দোলনের সময় সেনাবাহিনীর সঠিক ভূমিকা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। সরকারিভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি, সশস্ত্র বাহিনীর ভেতরেও আনুষ্ঠানিক কোনো তদন্ত আদালত (কোর্ট অব ইনকোয়ারি) হয়নি। ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যের টুকরো-টাকরা মিললেও, সেগুলো দিয়ে সেনাবাহিনীর আসল আচরণ সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না। এজন্য এ বিপ্লবটির ফরাসি এবং রুশ বিপ্লবগুলোর সাথে তুলনামূলক আলোচনা করা কষ্টকর। তবে ভবিষ্যতে আরো তথ&zwj;্য প্রকাশ পাওয়ার পর হয়তো একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ সম্ভব হবে।</p>
    <p style="text-align: justify;">বর্তমানে অনেক তথ্য অজানা রয়ে গেছে। যেমন:<br />* পুরো ঘটনাকালে শেখ হাসিনা আর তিন বাহিনীর প্রধানদের মধ্যে বিভিন্ন সময়ে কি আলোচনা হয়েছিল?<br />* বাহিনী সদর দপ্তর (সার্ভিস হেডকোয়ার্টার) এএফডি (আর্মড ফোর্সেস ডিভিশন) হতে কি নির্দেশনা পেয়েছিল?<br />* মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর ভূমিকা কী ছিল?<br />* কোন নির্দেশনা মৌখিক আর কোনটি লিখিতভাবে বাহিনীর বিভিন্ন ফরমেশন ও ইউনিটে পৌঁছেছিল?<br />* কখন কোথায় কী কনফারেন্স হয়েছে, বিদ্রোহের আগে ও চলাকালে?<br />* রুলস অব এনগেজমেন্ট বা লড়াইয়ের নিয়ম কী ছিল?<br />* কীভাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল?<br />* ফিল্ডে নামা সেনাদের এএইচকিউ বা ফরমেশন সদর দপ্তর কী মৌখিক নির্দেশ দিয়েছিল?<br />* কোন ধরনের অস্ত্র ও গোলাবারুদ বহনের নির্দেশনা ছিল?<br />* কখন গুলি চালাতে বলা হয়েছিল, আর কখন নিষেধ ছিল?<br />* নিরস্ত্র সাধারণ মানুষ যখন পুলিশ, বিজিবি এবং র&zwj;্যাবের হাতে আক্রান্ত হচ্ছিল, তাদের রক্ষা করতে কোনো নির্দেশনা ছিল কি না?<br />* জাতিসংঘের লোগো লাগানো সামরিক সরঞ্জাম ব্যবহার না করার কোনো নির্দেশ এসেছিল কি?<br />* হেলিকপ্টার ব্যবহারের ব্যাপারে কী নির্দেশনা ছিল?<br />* প্রতিদিন কোথায় কী কী ঘটনা ঘটেছে, ঠিক কীভাবে পরিস্থিতির মোড় ঘুরেছে?<br />* কোথায় কোথায় সেনাবাহিনী গুলি চালিয়েছে? গুলি চালানোর নিয়ম কী ছিল?<br />* স্নাইপার মোতায়েন করা হয়েছিল কি না?<br />* পুরো ঘটনাকালে সেনা, নৌ ও বিমানবাহিনী কত রাউন্ড গুলি ছুড়েছিল?<br />* নিরস্ত্র সাধারণ মানুষের ওপর পুলিশ, র&zwj;্যাব আর বিজিবি গুলি চালাতে গেলে সেনা ইউনিটগুলোকে তাদের বাধা দেওয়ার নির্দেশ ছিল কি না?<br />* শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেলেন?<br />* আওয়ামী লীগের কর্মী, পুলিশ ইত্যাদি ক্যান্টনমেন্টে কিভাবে আশ্রয় নিল? তারা কি সেফ এক্সিট পেয়েছিল?</p>
    <p style="text-align: justify;"><strong>১৪.</strong><br />এরপরও, ফাঁস হওয়া তথ্যের টুকরো টুকরো ইঙ্গিত একত্র করে সেনাবাহিনীর ভূমিকা কেমন ছিল&mdash;তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সব তথ্য যাচাই করা যায়নি। তবে এসব &ldquo;পাজলের টুকরো&rdquo; জোড়া দিয়ে একটা সামগ্রিক ছবি পাওয়া যায়&mdash;সেটি হলো, সেনাবাহিনীর অবস্থান খানিকটা দ্বিধাগ্রস্ত হলেও গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান ছিল অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের প্রভাব&mdash;যাকে এখন প্রায়ই উপেক্ষা করা হয়। ১৮ বা ১৯ জুলাই আমার জেনারেল ওয়াকারের সঙ্গে সেনাভবনে খাবার খেতে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাঁর এমএ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে হঠাৎ সৈন্য মোতায়েনের নির্দেশ আসায় সে ডিনার বাতিল করতে হয়েছে। বিজিবি, পুলিশ ও র&zwj;্যাব বিদ্রোহ সামলাতে ব্যর্থ হওয়ায়, সরকার ১৯ জুলাই সেনাবাহিনীকে কারফিউ জারির নির্দেশ দেয়। অল্প সময়ের জন্য বিক্ষোভ কমে গেলেও, কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষার্থী ও সাধারণ মানুষ কারফিউ অগ্রাহ্য করে রাস্তায় নেমে আসে। আর সেনাবাহিনীর উপস্থিতিতে উৎসাহিত হয়ে আগেরবারের কোণঠাসা হওয়া র&zwj;্যাব ও পুলিশ আবারও বিক্ষোভকারীদের ওপর নতুন করে সহিংসতা চালায়।</p>
    <p style="text-align: justify;">এরপর ভিডিওতে দেখা যায়, র&zwj;্যাব ও পুলিশ তো বটেই, কিছু সেনা সদস্যও নাগরিকদের ওপর গুলি ছুড়ছে&mdash;যা মানুষের মনে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দেয়। সাধারণ মানুষ অনেক দিন ধরেই সেনাবাহিনীকে রক্ষক হিসেবে দেখে আসছিল, তারা এখন সেটিকে দমনমূলক ভূমিকায় দেখে হতবাক হয়ে পড়ে। বিশেষকরে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া হেলিকপ্টার থেকে একজন সৈনিকের গুলি চালানোর ছবি, আর জাতিসংঘের লোগো লাগানো গাড়ি ও হেলিকপ্টার ব্যবহারের ঘটনা জাতিসংঘের তীব্র আপত্তির মুখে পড়ে। ফলে সাথে সাথেই এসব লোগো ব্যবহার নিষিদ্ধ করা হয়। নিরস্ত্র মানুষের ওপর এভাবে গুলি চালানো&mdash;যা অনেকটা &ldquo;লাইভ-ফায়ার ড্রিল&rdquo;-এর মতো&mdash;শুধু সাধারণ মানুষ নয়, সামরিক বাহিনীর প্রবীণ সদস্যদেরও আহত করে। বিশেষ করে জিওসি ও ব্রিগেড কমান্ডারের নির্দেশে ৫ বীরএর সৈন্যদের যাত্রাবাড়ীতে সাধারণ মানুষের ওপর গুলি চালানোর ঘটনা অফিসার ও সৈন্যদের মধ্যে অসন্তোষ তৈরি করে। দেশের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গুলি চালানোর নির্দেশ দেয়া হয়েছিল, সেখানেই এমন অসন্তোষ দেখা দেয়। আমি নিজেও দেশের বিভিন্ন প্রান্তে থাকা কয়েকজন জুনিয়র অফিসারের ফোন পাই&mdash;তাঁরা জিজ্ঞেস করছিলেন, কী করা উচিত। আমি পরামর্শ দিয়েছি&mdash;&ldquo;কোনো অবস্থাতেই নিজ জনগণের ওপর গুলি চালাবে না। &rdquo;</p>
    <p style="text-align: justify;"><strong>১৫.</strong><br />(চতুর্দশ অংশে বর্ণিত ৫ বীর কর্তৃক যাত্রাবারীতে জিওসি এবং ব্রিগেড কমান্ডারের নির্দেশে নিরস্ত্র জনগনের উপর গুলিবর্ষণের ঘটনাটি সঠিক নয়। ৫ বীর একটি গুলিও করেনি। এ অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত)</p>
    <p style="text-align: justify;">এদিকে শিক্ষার্থীরা কালো রংয়ের বদলে (১৯৭৫ সালে নিহত নেতাদের স্মরণে ক্ষমতাসীন দল কালো ব্যাজ/কালো রঙ ব্যবহার করত) নিজেদের ফেসবুক কভার ও প্রোফাইল ছবি লাল করে প্রতিবাদ জানায়। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর এমন নির্মম দমন-পীড়ন বিশেষ করে আবু সাইদের নির্মম হত্যাকাণ্ড দেখে কয়েক রাত নির্ঘুম কাটানোর পর আমি তাঁদের অনুরোধ রাখতে মনস্থির করি। কিন্তু নিজে তেমন প্রযুক্তি-জ্ঞানী না হওয়ায়, আমার ছোট মেয়েকে (সে তখন আমেরিকায়) জিজ্ঞেস করে জানতে পারি কীভাবে ছবিটি পরিবর্তন করতে হয়। সে দ্রুতই লাল রঙের একটি গ্রাফিক পাঠায়, যেটি আমি আপলোড করি, তারিখ ছিল ৩১ জুলাইয়ের দিকে।</p>
    <p style="text-align: justify;">আমার ধারণা ছিল না এই পদক্ষেপের প্রভাব কতটা গভীর হবে। মাত্র ছয় ঘণ্টায় উল্লেখযোগ্য সেনাসদস্যের ফেসবুক প্রোফাইল ছবি লাল হয়ে যায়। শেখ হাসিনার নির্দেশে তাঁর সামরিক সচিব ফোন করে আমাকে অনুরোধ করে, আমি যেন আগের প্রোফাইলের ছবিতে ফিরি। আমি রাজি হইনি। এতে শেখ হাসিনা স্পষ্টতই বিরক্ত হন। এরপর আমার সরকারি চাকরিজীবী আত্মীয়স্বজনদের দিকে নানা ধরনের হুমকি আসতে থাকে। ডিজিএইচএস-এ (স্বাস্থ্য অধিদপ্তর) কর্মরত আমার এক ভাতিজিকে তাঁর এক সহকর্মী ব্যাগ থেকে কারবাইন দেখিয়ে বলে, &ldquo;আর অফিসে এসো না। &rdquo; একই সময়ে ডিজি ডিজিএফআই আর সিআইবি-এর ডিরেক্টর আমার সাথে দেখা করতে চায়, যাতে আমি একটি প্রেস কনফারেন্স করে বলি, লাল প্রোফাইল ছবি ছিল একটি &ldquo;ভুল&rdquo; পোস্ট। আমি রাজি হইনি। মোহাখালী ডিওএইচএস কাউন্সিল আমার বাসাবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে।</p>
    <p style="text-align: justify;">২ বা ৩ আগস্ট নাগাদ সব ডিওএইচএস অঞ্চলেই অভিভাবক আর পরিবারগুলো রাস্তায় নামতে শুরু করে, প্রথমে মিরপুর ডিওএইচএস থেকে। মোড় ঘুরে যায় ৩ আগস্ট বেলা ১: ৩০ ঘটিকায় যখন জেনারেল ওয়াকার সেনাপ্রাঙ্গণে জুনিয়র অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন। তাঁদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছিল, কেননা নিরস্ত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশে তাঁরা বিক্ষুব্ধ ছিলেন। তাঁদের অসন্তোষ অনুভব করে জেনারেল ওয়াকার বিচক্ষণতার পরিচয় দিয়ে তাঁদের পক্ষে দাঁড়ান। তারপরে যদিও বিচ্ছিন্ন কিছু জায়গায় গুলির ঘটনা ঘটে, যেমন যাত্রাবাড়ীতে, অন্যত্র গুলির মাত্রা অনেকটাই কমে আসে।</p>
    <p style="text-align: justify;"><strong>১৬.</strong><br />একদিন মহাখালী ডিওএইচএস থেকে লেফটেন্যান্ট কর্নেল আয়ুব ফোন করে জানালেন, লেফটেন্যান্ট জেনারেল হাফিজ আমার সাথে দেখা করতে চান। তিনি ও ব্রিগেডিয়ার জেনারেল মনজুর কাদের মিলে আমার অফিসে আসেন। আমরা ঠিক করলাম, চলমান বিক্ষোভের পক্ষে একটি মিডিয়া ব্রিফিং করব, যা অনুষ্ঠিত হবে রাওয়ায় (RAOWA)। আমার এক বিশ্বস্ত সহযোগী মূল সংবাদমাধ্যমগুলোকে সেখানে আমন্ত্রণের ব্যবস্থা করল। আমরা বিভিন্ন বাসায় যাই, বিশেষ করে অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন অফিসারদের বাড়িতে&mdash;যেমন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খানের যিনি ১৯৯০ সালে এরশাদের স্বৈরতন্ত্র উৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ৪ আগস্টের এই ব্রিফিং ক্ষমতাসীন সরকারের ভিত নাড়িয়ে দেয়। তখনও তারা আশা করছিল, হয়তো দেশব্যাপী অচলাবস্থার মধ্যেও কোনোভাবে টিকে যাবে। শোনা যায়, শেখ হাসিনা, শেখ রেহানা, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী ও শেখ হেলাল ব্রিফিংয়ের বিষয়বস্তু শোনার পর রীতিমতো স্তব্ধ হয়ে যান, হয়তো বুঝতে পারেন&mdash;তাঁদের সময় ফুরিয়ে এসেছে।</p>
    <p style="text-align: justify;">৪ আগস্ট থেকেই শেখ হাসিনা আমাকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সহিংসতার নানা ছবি পাঠাতে শুরু করেন এবং ফোনে যোগাযোগের চেষ্টা করেন। আমি ফোনে সাড়া দেইনি। ৭ আগস্টের পর ছবি পাঠানো বন্ধ করেন তিনি। শুধু ২৭ অক্টোবর শেষবারের মতো একটি ভিডিও পাঠান। এর মধ্যে দেশ পুরোপুরি বিপ্লবীদের নিয়ন্ত্রণে চলে যায়। ঢাকায় অবরোধ, যেটি মূলত ৬ আগস্ট হওয়ার কথা ছিল, সেটি এগিয়ে ৫ আগস্টে করা হয়। তবু শেখ হাসিনা শেষ মুহূর্তে আরেকটি মরিয়া চেষ্টা করেন। ৪ আগস্ট রাতে (প্রায় ২৩: ০০টায়) গণভবনে সব নিরাপত্তা বাহিনীর প্রধানদের ডেকে তিনি নির্দেশ দেন, বিক্ষোভকারীদের শেষ দফা আক্রমণ যেমন করে হোক দমাতে হবে। এজন্য একটি বিশদ পরিকল্পনা করা হয়। বিজিবি, র&zwj;্যাব, ও পুলিশকে ঢাকার ১৩টি প্রবেশপথ আটকে দিতে বলা হয এবং সেনাবাহিনীকে শহরের প্রধান এলাকাগুলো দখলে রাখার নির্দেশ দেয়া হয়। সেনাপ্রধান বুদ্ধিমত্তার সাথে এমনভাবে সেনা মোতায়েন করেন, যাতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি কম থাকে&mdash;তিনি জানতেন যে বাহিনীর বেশিরভাগ সদস্যই গুলি চালাতে নারাজ।</p>
    <p style="text-align: justify;">৫ আগস্ট অসংখ্য মানুষ ঢাকায় ঢুকতে শুরু করলে, বাইরের দিকে অবস্থান নেওয়া বিজিবি, র&zwj;্যাব ও পুলিশ বাধা না দিয়ে তাদের পথ ছেড়ে দেয়। শহরের ভেতরে থাকা সেনা ইউনিটগুলোও জনতার সাথে মিশে গিয়ে সহমর্মিতা প্রকাশ করে। গণভবন দখল হয়, আর শেখ হাসিনা তড়িঘড়ি করে দেশ ছাড়েন&mdash;কয়েক মুহূর্তের জন্য জনতাকে থামিয়ে রাখা হয়, যাতে তিনি হেলিকপ্টারে করে নিরাপদে বেরিয়ে যেতে পারেন।</p>
    <p style="text-align: justify;"><strong>১৭.</strong><br />শেষ দৃশ্যটা ঘটে সেনাসদরে যেখানে সেনাপ্রধান এবং নৌ ও বিমানবাহিনীর প্রধানরা&mdash;মেজর জেনারেল ফজলে এলাহী আকবর (বিএনপি) ও ডিজি ডিজিএফআই মেজর জেনারেল হামিদের মাধ্যমে&mdash;পাঁচটি রাজনৈতিক দল আর আইন শিক্ষক আসিফ নজরুলকে ডেকে পাঠান (এটি ছিল একটি বিতর্কিত পদক্ষেপ। যেখানে বিজিতদের বিজয়ীদের কাছে যাওয়ার কথা, সেখানে উল্টো বিজয়ীরা বিজিতদের কাছে রিপোর্ট করে)। শোনা যায়, সেখানে রাজনীতিবিদরা ও আসিফ নজরুল সেনাপ্রধানের রাষ্ট্রপতি ও সংবিধান বহাল রেখে, আগের তত্বাবধায়ক (caretaker)-এর আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ মেনে নেন।</p>
    <p style="text-align: justify;">পরে জনসম্মুখে সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেন এবং একটি অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেন। এরপর বঙ্গভবনে, যেখানে ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন, ড. ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঠিক করা হয়। যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত একটি &ldquo;অকাল সিজার&rdquo; এর মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিইয়ে যায়&mdash;কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসেবে থেকে যান।</p>
    <p style="text-align: justify;">যদি আদর্শভাবে ফরাসি ও রুশ বিপ্লবের ন&zwj;্যায় এই বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইত, তাহলে হয়তো গণভবন ও বঙ্গভবন একযোগে দখল হতো, বিদ্যমান সংবিধান ছিঁড়ে ফেলা হতো, আর আগের শাসনের সহায়তায় যেসব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিষ্ঠুরতা চালিয়েছেন, তাঁদের সবাই হয় দেশছাড়া হতেন বা বিচার মুখোমুখি হতেন। গড়ে উঠত একটি বিপ্লবী পরিষদ, যারা নতুন শাসনব্যবস্থা প্রণয়ন, মৌলিক সংস্কার এবং গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রতিষ্ঠার পথ তৈরি করত। তারপর নির্বাচনী গণতন্ত্রে ফেরা যেত। কিন্তু অনভিজ্ঞ বিপ্লবী নেতৃত্ব পুরনো পদ্ধতিতে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করে পূর্ববর্তী ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে। নতুন কোনো ভবিষ্যৎ নির্মাণের সুযোগ তারা তাই হারিয়ে ফেলে। এপরিস্থিতিতে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয় যার ফাক দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন&zwj;্য জুতোয় পা গলিয়ে দ্রুত আরেকটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাবমান হয়।</p>
    
realtednews
$value array (0)
recent
$value array (10)
0 => stdClass#107 (54)
$value[0]
  • Properties (54)
  • id_article -> string (6) "202791"
    $value[0]->id_article
    article_title -> UTF-8 string (115) "গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন গুরুত্বপূর্ণ"
    $value[0]->article_title
    গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন গুরুত্বপূর্ণ
    
    url_title -> UTF-8 string (115) "গর্ভাবস্থায়-ফলিক-অ্যাসিড-কেন-গুরুত্বপূর্ণ"
    $value[0]->url_title
    গর্ভাবস্থায়-ফলিক-অ্যাসিড-কেন-গুরুত্বপূর্ণ
    
    home_title -> UTF-8 string (115) "গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন গুরুত্বপূর্ণ"
    $value[0]->home_title
    গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন গুরুত্বপূর্ণ
    
    share_title -> UTF-8 string (115) "গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন গুরুত্বপূর্ণ"
    $value[0]->share_title
    গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন গুরুত্বপূর্ণ
    
    article_shoulder -> string (0) ""
    $value[0]->article_shoulder
    article_hanger -> string (0) ""
    $value[0]->article_hanger
    article_summary -> UTF-8 string (679) "সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন বা সদ্য গর্ভধারণ করেছেন—এমন নারীদের জন্য ফলিক ...
    $value[0]->article_summary
    সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন বা সদ্য গর্ভধারণ করেছেন—এমন নারীদের জন্য ফলিক অ্যাসিড গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ফলিক অ্যাসিড, যা ভিটামিন বি-এর একটি রূপ, গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুরজ্জুর সঠিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
    
    image -> string (54) "/assets/img/202505/1748433690_f18bf6fc719a60a3c47b.jpg"
    $value[0]->image
    medium_image -> string (61) "/assets/img/202505/medium_1748433690_f18bf6fc719a60a3c47b.jpg"
    $value[0]->medium_image
    thumb_image -> string (60) "/assets/img/202505/thumb_1748433690_f18bf6fc719a60a3c47b.jpg"
    $value[0]->thumb_image
    og_image -> string (57) "/assets/img/202505/og_1748433690_f18bf6fc719a60a3c47b.jpg"
    $value[0]->og_image
    created_at -> string (19) "2025-05-28 18:01:31"
    $value[0]->created_at
    article_date -> string (19) "2025-05-28 18:01:30"
    $value[0]->article_date
    updated_at -> string (19) "2025-05-28 18:01:32"
    $value[0]->updated_at
    status -> string (1) "1"
    $value[0]->status
    created_by -> string (1) "5"
    $value[0]->created_by
    category_id -> null
    $value[0]->category_id
    parent_category_id -> string (3) "126"
    $value[0]->parent_category_id
    subcategory_id -> string (3) "191"
    $value[0]->subcategory_id
    article_order -> string (2) "20"
    $value[0]->article_order
    category_order -> string (3) "100"
    $value[0]->category_order
    subcategory_order -> string (3) "100"
    $value[0]->subcategory_order
    selected_order -> string (2) "13"
    $value[0]->selected_order
    category_name -> string (11) "health-tips"
    $value[0]->category_name
    article_source -> UTF-8 string (34) "টিডিসি ডেস্ক"
    $value[0]->article_source
    tag_words -> UTF-8 string (34) "ফলিক অ্যাসিড"
    $value[0]->tag_words
    ফলিক অ্যাসিড
    
    image_title -> UTF-8 string (68) "গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড"
    $value[0]->image_title
    গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড
    
    image_tag -> UTF-8 string (68) "গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড"
    $value[0]->image_tag
    গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড
    
    image_show -> string (1) "1"
    $value[0]->image_show
    image_homepage -> string (1) "1"
    $value[0]->image_homepage
    image_credit -> UTF-8 string (21) "সংগৃহীত"
    $value[0]->image_credit
    division_id -> string (1) "0"
    $value[0]->division_id
    district_id -> null
    $value[0]->district_id
    thana_id -> null
    $value[0]->thana_id
    is_top -> string (1) "1"
    $value[0]->is_top
    is_breaking -> string (1) "0"
    $value[0]->is_breaking
    is_selected -> string (1) "1"
    $value[0]->is_selected
    is_recent -> string (1) "1"
    $value[0]->is_recent
    is_editor_pick -> string (1) "0"
    $value[0]->is_editor_pick
    is_interview -> string (1) "0"
    $value[0]->is_interview
    editor_pick_order -> string (1) "5"
    $value[0]->editor_pick_order
    breaking_time -> string (19) "0000-00-00 00:00:00"
    $value[0]->breaking_time
    video_embed -> null
    $value[0]->video_embed
    updated_by -> null
    $value[0]->updated_by
    id_reporter -> string (1) "0"
    $value[0]->id_reporter
    reporter_name -> null
    $value[0]->reporter_name
    related_news -> string (0) ""
    $value[0]->related_news
    id_writer -> string (1) "0"
    $value[0]->id_writer
    writer_name -> null
    $value[0]->writer_name
    token -> string (32) "b13ca9de6d02baf057f3072385b0565e"
    $value[0]->token
    uploaded_by_name -> string (14) "Jannat Ferdous"
    $value[0]->uploaded_by_name
    article_remarks -> string (12) "Self Writing"
    $value[0]->article_remarks
    status2 -> string (1) "0"
    $value[0]->status2
1 => stdClass#108 (54)
$value[1]
  • Properties (54)
  • id_article -> string (6) "202790"
    $value[1]->id_article
    article_title -> UTF-8 string (154) "জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জড়ো হচ্ছেন জুলাইয়ে আহতরা"
    $value[1]->article_title
    url_title -> UTF-8 string (154) "জাতীয়-চক্ষু-বিজ্ঞান-ইনস্টিটিউটে-জড়ো-হচ্ছেন-জুলাইয়ে-আহতরা"
    $value[1]->url_title
    home_title -> UTF-8 string (154) "জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জড়ো হচ্ছেন জুলাইয়ে আহতরা"
    $value[1]->home_title
    share_title -> UTF-8 string (154) "জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জড়ো হচ্ছেন জুলাইয়ে আহতরা"
    $value[1]->share_title
    article_shoulder -> string (0) ""
    $value[1]->article_shoulder
    article_hanger -> string (0) ""
    $value[1]->article_hanger
    article_summary -> UTF-8 string (346) "জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন রাজধানীর বিভিন...
    $value[1]->article_summary
    জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহত অসেকেই।
    
    image -> string (54) "/assets/img/202505/1748433656_558961326bc8488c2fa2.jpg"
    $value[1]->image
    medium_image -> string (61) "/assets/img/202505/medium_1748433656_558961326bc8488c2fa2.jpg"
    $value[1]->medium_image
    thumb_image -> string (60) "/assets/img/202505/thumb_1748433656_558961326bc8488c2fa2.jpg"
    $value[1]->thumb_image
    og_image -> string (57) "/assets/img/202505/og_1748433656_558961326bc8488c2fa2.jpg"
    $value[1]->og_image
    created_at -> string (19) "2025-05-28 18:00:57"
    $value[1]->created_at
    article_date -> string (19) "2025-05-28 18:00:56"
    $value[1]->article_date
    updated_at -> string (19) "2025-05-28 18:01:32"
    $value[1]->updated_at
    status -> string (1) "1"
    $value[1]->status
    created_by -> string (1) "6"
    $value[1]->created_by
    category_id -> null
    $value[1]->category_id
    parent_category_id -> string (3) "143"
    $value[1]->parent_category_id
    subcategory_id -> string (3) "173"
    $value[1]->subcategory_id
    article_order -> string (1) "6"
    $value[1]->article_order
    category_order -> string (1) "1"
    $value[1]->category_order
    subcategory_order -> string (1) "1"
    $value[1]->subcategory_order
    selected_order -> string (2) "13"
    $value[1]->selected_order
    category_name -> string (5) "other"
    $value[1]->category_name
    article_source -> UTF-8 string (42) "টিডিসি রিপোর্ট "
    $value[1]->article_source
    tag_words -> UTF-8 string (50) "জুলাই আন্দোলনে আহত"
    $value[1]->tag_words
    image_title -> UTF-8 string (91) "হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন আহতরা"
    $value[1]->image_title
    image_tag -> UTF-8 string (50) "জুলাই আন্দোলনে আহত"
    $value[1]->image_tag
    image_show -> string (1) "1"
    $value[1]->image_show
    image_homepage -> string (1) "1"
    $value[1]->image_homepage
    image_credit -> UTF-8 string (29) "টিডিসি ফটো "
    $value[1]->image_credit
    division_id -> string (1) "0"
    $value[1]->division_id
    district_id -> null
    $value[1]->district_id
    thana_id -> null
    $value[1]->thana_id
    is_top -> string (1) "1"
    $value[1]->is_top
    is_breaking -> string (1) "0"
    $value[1]->is_breaking
    is_selected -> string (1) "0"
    $value[1]->is_selected
    is_recent -> string (1) "1"
    $value[1]->is_recent
    is_editor_pick -> string (1) "0"
    $value[1]->is_editor_pick
    is_interview -> string (1) "0"
    $value[1]->is_interview
    editor_pick_order -> string (1) "5"
    $value[1]->editor_pick_order
    breaking_time -> string (19) "0000-00-00 00:00:00"
    $value[1]->breaking_time
    video_embed -> null
    $value[1]->video_embed
    updated_by -> null
    $value[1]->updated_by
    id_reporter -> string (1) "0"
    $value[1]->id_reporter
    reporter_name -> null
    $value[1]->reporter_name
    related_news -> string (30) "200002, 200010, 200175, 200196"
    $value[1]->related_news
    id_writer -> string (1) "0"
    $value[1]->id_writer
    writer_name -> null
    $value[1]->writer_name
    token -> string (32) "debc1e76c7f99f680632bfa78d891567"
    $value[1]->token
    uploaded_by_name -> string (14) "Amanullah Alvy"
    $value[1]->uploaded_by_name
    article_remarks -> string (14) "Correspondents"
    $value[1]->article_remarks
    status2 -> string (1) "0"
    $value[1]->status2
2 => stdClass#109 (54)
$value[2]
  • Properties (54)
  • id_article -> string (6) "202789"
    $value[2]->id_article
    article_title -> UTF-8 string (96) "রকমারি ডটকমে চাকরি, বেতন ১৫০০০-২০০০০"
    $value[2]->article_title
    url_title -> UTF-8 string (95) "রকমারি-ডটকমে-চাকরি-বেতন-১৫০০০-২০০০০"
    $value[2]->url_title
    home_title -> UTF-8 string (96) "রকমারি ডটকমে চাকরি, বেতন ১৫০০০-২০০০০"
    $value[2]->home_title
    share_title -> UTF-8 string (96) "রকমারি ডটকমে চাকরি, বেতন ১৫০০০-২০০০০"
    $value[2]->share_title
    article_shoulder -> string (0) ""
    $value[2]->article_shoulder
    article_hanger -> string (0) ""
    $value[2]->article_hanger
    article_summary -> UTF-8 string (527) "জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে বই বিক্রির প্ল্যাটফর্ম রকমারি ডটক...
    $value[2]->article_summary
    জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে বই বিক্রির প্ল্যাটফর্ম রকমারি ডটকম। প্রতিষ্ঠানটি ‘ভেন্ডর অ্যান্ড প্রোডাক্ট অ্যাকুইজিশন এক্সিকিউটিভ’ পদে ২ কর্মী নিয়োগে ২৫ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
    
    image -> string (54) "/assets/img/202505/1748433446_4c61e2016f5454652555.jpg"
    $value[2]->image
    medium_image -> string (61) "/assets/img/202505/medium_1748433446_4c61e2016f5454652555.jpg"
    $value[2]->medium_image
    thumb_image -> string (60) "/assets/img/202505/thumb_1748433446_4c61e2016f5454652555.jpg"
    $value[2]->thumb_image
    og_image -> string (57) "/assets/img/202505/og_1748433446_4c61e2016f5454652555.jpg"
    $value[2]->og_image
    created_at -> string (19) "2025-05-28 17:57:26"
    $value[2]->created_at
    article_date -> string (19) "2025-05-28 17:57:26"
    $value[2]->article_date
    updated_at -> string (19) "2025-05-28 18:01:32"
    $value[2]->updated_at
    status -> string (1) "1"
    $value[2]->status
    created_by -> string (1) "8"
    $value[2]->created_by
    category_id -> null
    $value[2]->category_id
    parent_category_id -> string (2) "97"
    $value[2]->parent_category_id
    subcategory_id -> string (3) "183"
    $value[2]->subcategory_id
    article_order -> string (1) "9"
    $value[2]->article_order
    category_order -> string (3) "100"
    $value[2]->category_order
    subcategory_order -> string (3) "100"
    $value[2]->subcategory_order
    selected_order -> string (2) "13"
    $value[2]->selected_order
    category_name -> string (12) "private-jobs"
    $value[2]->category_name
    article_source -> UTF-8 string (34) "টিডিসি ডেস্ক"
    $value[2]->article_source
    tag_words -> UTF-8 string (374) "চাকরির বিজ্ঞপ্তি, জনবল নিয়োগ, জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, কর্মসংস্থান, কর্মস্থল ...
    $value[2]->tag_words
    চাকরির বিজ্ঞপ্তি, জনবল নিয়োগ, জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, কর্মসংস্থান, কর্মস্থল ঢাকা, নিয়োগ বিজ্ঞপ্তি, এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ পদে চাকরি
    
    image_title -> UTF-8 string (114) "এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে রকমারি ডটকম "
    $value[2]->image_title
    image_tag -> UTF-8 string (31) "রকমারি ডটকম"
    $value[2]->image_tag
    image_show -> string (1) "1"
    $value[2]->image_show
    image_homepage -> string (1) "1"
    $value[2]->image_homepage
    image_credit -> UTF-8 string (27) "সংগৃহীত "
    $value[2]->image_credit
    সংগৃহীত      
    
    division_id -> string (1) "0"
    $value[2]->division_id
    district_id -> null
    $value[2]->district_id
    thana_id -> null
    $value[2]->thana_id
    is_top -> string (1) "1"
    $value[2]->is_top
    is_breaking -> string (1) "0"
    $value[2]->is_breaking
    is_selected -> string (1) "1"
    $value[2]->is_selected
    is_recent -> string (1) "1"
    $value[2]->is_recent
    is_editor_pick -> string (1) "0"
    $value[2]->is_editor_pick
    is_interview -> string (1) "0"
    $value[2]->is_interview
    editor_pick_order -> string (1) "5"
    $value[2]->editor_pick_order
    breaking_time -> string (19) "0000-00-00 00:00:00"
    $value[2]->breaking_time
    video_embed -> null
    $value[2]->video_embed
    updated_by -> null
    $value[2]->updated_by
    id_reporter -> string (1) "0"
    $value[2]->id_reporter
    reporter_name -> null
    $value[2]->reporter_name
    related_news -> string (174) "200892, 202366, 200432, 202450, 201778, 202242, 202307, 201213, 202434, 2024...
    $value[2]->related_news
    200892, 202366, 200432, 202450, 201778, 202242, 202307, 201213, 202434, 202431, 201479, 202248, 202091, 201988, 200780, 200924, 200657, 200886, 201943, 201919, 201556, 202463
    
    id_writer -> string (1) "0"
    $value[2]->id_writer
    writer_name -> null
    $value[2]->writer_name
    token -> string (32) "25e8f26ee4cc0038e463523f8f7b1e4b"
    $value[2]->token
    uploaded_by_name -> string (11) "Lotus Habib"
    $value[2]->uploaded_by_name
    article_remarks -> string (11) "Translation"
    $value[2]->article_remarks
    status2 -> string (1) "0"
    $value[2]->status2
3 => stdClass#110 (54)
$value[3]
  • Properties (54)
  • id_article -> string (6) "202788"
    $value[3]->id_article
    article_title -> UTF-8 string (87) "ঈদে ৫ দিন বন্ধ থাকবে ছাপা পত্রিকা"
    $value[3]->article_title
    url_title -> UTF-8 string (87) "ঈদে-৫-দিন-বন্ধ-থাকবে-ছাপা-পত্রিকা"
    $value[3]->url_title
    home_title -> UTF-8 string (87) "ঈদে ৫ দিন বন্ধ থাকবে ছাপা পত্রিকা"
    $value[3]->home_title
    share_title -> UTF-8 string (87) "ঈদে ৫ দিন বন্ধ থাকবে ছাপা পত্রিকা"
    $value[3]->share_title
    article_shoulder -> string (0) ""
    $value[3]->article_shoulder
    article_hanger -> string (0) ""
    $value[3]->article_hanger
    article_summary -> UTF-8 string (566) "আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাপা পত্রিকা পাঁচদিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়...
    $value[3]->article_summary
    আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাপা পত্রিকা পাঁচদিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ৫ থেকে ৯ জুন ঈদের ছুটি থাকবে। এ কারণে ৬ থেকে ১০ জুন কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
    
    image -> string (54) "/assets/img/202505/1748433270_f64454a09a1f6c3018db.jpg"
    $value[3]->image
    medium_image -> string (61) "/assets/img/202505/medium_1748433270_f64454a09a1f6c3018db.jpg"
    $value[3]->medium_image
    thumb_image -> string (60) "/assets/img/202505/thumb_1748433270_f64454a09a1f6c3018db.jpg"
    $value[3]->thumb_image
    og_image -> string (57) "/assets/img/202505/og_1748433270_f64454a09a1f6c3018db.jpg"
    $value[3]->og_image
    created_at -> string (19) "2025-05-28 17:54:31"
    $value[3]->created_at
    article_date -> string (19) "2025-05-28 17:54:30"
    $value[3]->article_date
    updated_at -> string (19) "2025-05-28 18:01:32"
    $value[3]->updated_at
    status -> string (1) "1"
    $value[3]->status
    created_by -> string (2) "23"
    $value[3]->created_by
    category_id -> null
    $value[3]->category_id
    parent_category_id -> string (3) "143"
    $value[3]->parent_category_id
    subcategory_id -> string (3) "173"
    $value[3]->subcategory_id
    article_order -> string (1) "7"
    $value[3]->article_order
    category_order -> string (1) "3"
    $value[3]->category_order
    subcategory_order -> string (1) "2"
    $value[3]->subcategory_order
    selected_order -> string (2) "13"
    $value[3]->selected_order
    category_name -> string (5) "other"
    $value[3]->category_name
    article_source -> UTF-8 string (43) "টিডিসি রিপোর্ট  "
    $value[3]->article_source
    tag_words -> UTF-8 string (85) "সংবাদপত্র, ছাপা পত্রিকা, ছুটি, ইদ"
    $value[3]->tag_words
    image_title -> UTF-8 string (78) " ৫ দিন বন্ধ থাকবে ছাপা পত্রিকা"
    $value[3]->image_title
    image_tag -> UTF-8 string (27) "সংবাদপত্র"
    $value[3]->image_tag
    image_show -> string (1) "1"
    $value[3]->image_show
    image_homepage -> string (1) "1"
    $value[3]->image_homepage
    image_credit -> UTF-8 string (24) "সংগৃহীত "
    $value[3]->image_credit
    সংগৃহীত   
    
    division_id -> string (1) "0"
    $value[3]->division_id
    district_id -> null
    $value[3]->district_id
    thana_id -> null
    $value[3]->thana_id
    is_top -> string (1) "1"
    $value[3]->is_top
    is_breaking -> string (1) "0"
    $value[3]->is_breaking
    is_selected -> string (1) "0"
    $value[3]->is_selected
    is_recent -> string (1) "0"
    $value[3]->is_recent
    is_editor_pick -> string (1) "0"
    $value[3]->is_editor_pick
    is_interview -> string (1) "0"
    $value[3]->is_interview
    editor_pick_order -> string (1) "5"
    $value[3]->editor_pick_order
    breaking_time -> string (19) "0000-00-00 00:00:00"
    $value[3]->breaking_time
    video_embed -> null
    $value[3]->video_embed
    updated_by -> null
    $value[3]->updated_by
    id_reporter -> string (1) "0"
    $value[3]->id_reporter
    reporter_name -> null
    $value[3]->reporter_name
    related_news -> string (22) "201429, 200115, 201416"
    $value[3]->related_news
    id_writer -> string (1) "0"
    $value[3]->id_writer
    writer_name -> null
    $value[3]->writer_name
    token -> string (32) "8b7d9a61ecb2c18d23c8381333b628c1"
    $value[3]->token
    uploaded_by_name -> string (12) "Durjoy Ahmed"
    $value[3]->uploaded_by_name
    article_remarks -> string (13) "Press Release"
    $value[3]->article_remarks
    status2 -> string (1) "0"
    $value[3]->status2
4 => stdClass#111 (54)
$value[4]
  • Properties (54)
  • id_article -> string (6) "202787"
    $value[4]->id_article
    article_title -> UTF-8 string (169) "সচিবালয়ে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা কর্মচারীদের"
    $value[4]->article_title
    url_title -> UTF-8 string (169) "সচিবালয়ে-প্রতিদিন-এক-ঘণ্টা-কর্মবিরতি-পালনের-ঘোষণা-কর্মচারীদের"
    $value[4]->url_title
    home_title -> UTF-8 string (169) "সচিবালয়ে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা কর্মচারীদের"
    $value[4]->home_title
    share_title -> UTF-8 string (169) "সচিবালয়ে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা কর্মচারীদের"
    $value[4]->share_title
    article_shoulder -> string (0) ""
    $value[4]->article_shoulder
    article_hanger -> string (0) ""
    $value[4]->article_hanger
    article_summary -> UTF-8 string (591) "‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে প্রতিদিন সকাল ১০টা থেক...
    $value[4]->article_summary
    ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৯ মে) থেকে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।
    
    image -> string (54) "/assets/img/202505/1748433195_8bb4dd75579f05b5017c.jpg"
    $value[4]->image
    medium_image -> string (61) "/assets/img/202505/medium_1748433195_8bb4dd75579f05b5017c.jpg"
    $value[4]->medium_image
    thumb_image -> string (60) "/assets/img/202505/thumb_1748433195_8bb4dd75579f05b5017c.jpg"
    $value[4]->thumb_image
    og_image -> string (57) "/assets/img/202505/og_1748433195_8bb4dd75579f05b5017c.jpg"
    $value[4]->og_image
    created_at -> string (19) "2025-05-28 17:53:16"
    $value[4]->created_at
    article_date -> string (19) "2025-05-28 17:53:15"
    $value[4]->article_date
    updated_at -> string (19) "2025-05-28 18:01:32"
    $value[4]->updated_at
    status -> string (1) "1"
    $value[4]->status
    created_by -> string (2) "21"
    $value[4]->created_by
    category_id -> null
    $value[4]->category_id
    parent_category_id -> string (3) "143"
    $value[4]->parent_category_id
    subcategory_id -> string (3) "173"
    $value[4]->subcategory_id
    article_order -> string (1) "8"
    $value[4]->article_order
    category_order -> string (3) "100"
    $value[4]->category_order
    subcategory_order -> string (3) "100"
    $value[4]->subcategory_order
    selected_order -> string (2) "13"
    $value[4]->selected_order
    category_name -> string (5) "other"
    $value[4]->category_name
    article_source -> UTF-8 string (42) "টিডিসি রিপোর্ট "
    $value[4]->article_source
    tag_words -> UTF-8 string (73) "সচিবালয়, আন্দোলন, কর্মবিরতি"
    $value[4]->tag_words
    image_title -> UTF-8 string (214) " সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা"
    $value[4]->image_title
    image_tag -> UTF-8 string (135) "সচিবালয়ে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা"
    $value[4]->image_tag
    image_show -> string (1) "1"
    $value[4]->image_show
    image_homepage -> string (1) "1"
    $value[4]->image_homepage
    image_credit -> UTF-8 string (28) "সংগৃহীত "
    $value[4]->image_credit
    সংগৃহীত       
    
    division_id -> string (1) "0"
    $value[4]->division_id
    district_id -> null
    $value[4]->district_id
    thana_id -> null
    $value[4]->thana_id
    is_top -> string (1) "1"
    $value[4]->is_top
    is_breaking -> string (1) "0"
    $value[4]->is_breaking
    is_selected -> string (1) "0"
    $value[4]->is_selected
    is_recent -> string (1) "0"
    $value[4]->is_recent
    is_editor_pick -> string (1) "0"
    $value[4]->is_editor_pick
    is_interview -> string (1) "0"
    $value[4]->is_interview
    editor_pick_order -> string (1) "5"
    $value[4]->editor_pick_order
    breaking_time -> string (19) "0000-00-00 00:00:00"
    $value[4]->breaking_time
    video_embed -> null
    $value[4]->video_embed
    updated_by -> null
    $value[4]->updated_by
    id_reporter -> string (1) "0"
    $value[4]->id_reporter
    reporter_name -> null
    $value[4]->reporter_name
    related_news -> string (0) ""
    $value[4]->related_news
    id_writer -> string (1) "0"
    $value[4]->id_writer
    writer_name -> null
    $value[4]->writer_name
    token -> string (32) "6819c080ab1b414018dd321891b7c20f"
    $value[4]->token
    uploaded_by_name -> string (14) "Tahomina Happy"
    $value[4]->uploaded_by_name
    article_remarks -> string (11) "Other Media"
    $value[4]->article_remarks
    status2 -> string (1) "0"
    $value[4]->status2
5 => stdClass#112 (54)
$value[5]
  • Properties (54)
  • id_article -> string (6) "202786"
    $value[5]->id_article
    article_title -> UTF-8 string (222) "স্পোর্টসকে পেশা হিসেবে বাস্তবায়ন করতে শিক্ষা কারিকুলামে যুক্ত কতে চাই: তারেক...
    $value[5]->article_title
    স্পোর্টসকে পেশা হিসেবে বাস্তবায়ন করতে শিক্ষা কারিকুলামে যুক্ত কতে চাই: তারেক রহমান
    
    url_title -> UTF-8 string (221) "স্পোর্টসকে-পেশা-হিসেবে-বাস্তবায়ন-করতে-শিক্ষা-কারিকুলামে-যুক্ত-কতে-চাই-তারেক-...
    $value[5]->url_title
    স্পোর্টসকে-পেশা-হিসেবে-বাস্তবায়ন-করতে-শিক্ষা-কারিকুলামে-যুক্ত-কতে-চাই-তারেক-রহমান
    
    home_title -> UTF-8 string (222) "স্পোর্টসকে পেশা হিসেবে বাস্তবায়ন করতে শিক্ষা কারিকুলামে যুক্ত কতে চাই: তারেক...
    $value[5]->home_title
    স্পোর্টসকে পেশা হিসেবে বাস্তবায়ন করতে শিক্ষা কারিকুলামে যুক্ত কতে চাই: তারেক রহমান
    
    share_title -> UTF-8 string (222) "স্পোর্টসকে পেশা হিসেবে বাস্তবায়ন করতে শিক্ষা কারিকুলামে যুক্ত কতে চাই: তারেক...
    $value[5]->share_title
    স্পোর্টসকে পেশা হিসেবে বাস্তবায়ন করতে শিক্ষা কারিকুলামে যুক্ত কতে চাই: তারেক রহমান
    
    article_shoulder -> string (0) ""
    $value[5]->article_shoulder
    article_hanger -> string (0) ""
    $value[5]->article_hanger
    article_summary -> UTF-8 string (672) "স্পোর্টসকে পেশা হিসেবে বাস্তবায়ন করতে বিএনপি কাজ করবে বলে জানিয়ে তারেক রহমান...
    $value[5]->article_summary
    স্পোর্টসকে পেশা হিসেবে বাস্তবায়ন করতে বিএনপি কাজ করবে বলে জানিয়ে তারেক রহমান বলেছেন, আর কথামালার রাজনীতি নয়, দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি করতে হবে। বিএনপি সরকার গঠন করার প্রথম দিন থেকে বেকার সমস্যা দূর করতে কাজ করবে। দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ 
    
    image -> string (54) "/assets/img/202505/1748433033_f77837e170c0f3b402f4.jpg"
    $value[5]->image
    medium_image -> string (61) "/assets/img/202505/medium_1748433033_f77837e170c0f3b402f4.jpg"
    $value[5]->medium_image
    thumb_image -> string (60) "/assets/img/202505/thumb_1748433033_f77837e170c0f3b402f4.jpg"
    $value[5]->thumb_image
    og_image -> string (57) "/assets/img/202505/og_1748433033_f77837e170c0f3b402f4.jpg"
    $value[5]->og_image
    created_at -> string (19) "2025-05-28 17:50:33"
    $value[5]->created_at
    article_date -> string (19) "2025-05-28 17:56:46"
    $value[5]->article_date
    updated_at -> string (19) "2025-05-28 18:01:32"
    $value[5]->updated_at
    status -> string (1) "1"
    $value[5]->status
    created_by -> string (1) "3"
    $value[5]->created_by
    category_id -> null
    $value[5]->category_id
    parent_category_id -> string (3) "143"
    $value[5]->parent_category_id
    subcategory_id -> string (3) "169"
    $value[5]->subcategory_id
    article_order -> string (1) "2"
    $value[5]->article_order
    category_order -> string (1) "2"
    $value[5]->category_order
    subcategory_order -> string (1) "1"
    $value[5]->subcategory_order
    selected_order -> string (2) "13"
    $value[5]->selected_order
    category_name -> string (8) "politics"
    $value[5]->category_name
    article_source -> UTF-8 string (40) "টিডিসি রিপোর্ট"
    $value[5]->article_source
    tag_words -> UTF-8 string (18) "বিএনপি"
    $value[5]->tag_words
    image_title -> UTF-8 string (136) "তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান "
    $value[5]->image_title
    image_tag -> UTF-8 string (18) "বিএনপি"
    $value[5]->image_tag
    image_show -> string (1) "1"
    $value[5]->image_show
    image_homepage -> string (1) "1"
    $value[5]->image_homepage
    image_credit -> UTF-8 string (50) "ভিডিও থেকে সংগৃহীত"
    $value[5]->image_credit
    division_id -> string (1) "0"
    $value[5]->division_id
    district_id -> null
    $value[5]->district_id
    thana_id -> null
    $value[5]->thana_id
    is_top -> string (1) "1"
    $value[5]->is_top
    is_breaking -> string (1) "0"
    $value[5]->is_breaking
    is_selected -> string (1) "0"
    $value[5]->is_selected
    is_recent -> string (1) "0"
    $value[5]->is_recent
    is_editor_pick -> string (1) "0"
    $value[5]->is_editor_pick
    is_interview -> string (1) "0"
    $value[5]->is_interview
    editor_pick_order -> string (1) "5"
    $value[5]->editor_pick_order
    breaking_time -> string (19) "0000-00-00 00:00:00"
    $value[5]->breaking_time
    video_embed -> null
    $value[5]->video_embed
    updated_by -> null
    $value[5]->updated_by
    id_reporter -> string (1) "0"
    $value[5]->id_reporter
    reporter_name -> null
    $value[5]->reporter_name
    related_news -> string (22) "202764, 202775, 202780"
    $value[5]->related_news
    id_writer -> string (1) "0"
    $value[5]->id_writer
    writer_name -> null
    $value[5]->writer_name
    token -> string (32) "09eb823429ca3d8e055aff9806d19125"
    $value[5]->token
    uploaded_by_name -> string (12) "Rayhan Uddin"
    $value[5]->uploaded_by_name
    article_remarks -> string (12) "Self Writing"
    $value[5]->article_remarks
    status2 -> string (1) "0"
    $value[5]->status2
6 => stdClass#113 (54)
$value[6]
  • Properties (54)
  • id_article -> string (6) "202785"
    $value[6]->id_article
    article_title -> UTF-8 string (186) "‘আবরার ফাহাদকে হত্যা জায়েজ ছিল’— ছাত্র ইউনিয়ন নেতার স্ট্যাটাস ভাইরাল"
    $value[6]->article_title
    url_title -> UTF-8 string (180) "আবরার-ফাহাদকে-হত্যা-জায়েজ-ছিল—-ছাত্র-ইউনিয়ন-নেতার-স্ট্যাটাস-ভাইরাল"
    $value[6]->url_title
    home_title -> UTF-8 string (186) "‘আবরার ফাহাদকে হত্যা জায়েজ ছিল’— ছাত্র ইউনিয়ন নেতার স্ট্যাটাস ভাইরাল"
    $value[6]->home_title
    share_title -> UTF-8 string (186) "‘আবরার ফাহাদকে হত্যা জায়েজ ছিল’— ছাত্র ইউনিয়ন নেতার স্ট্যাটাস ভাইরাল"
    $value[6]->share_title
    article_shoulder -> string (0) ""
    $value[6]->article_shoulder
    article_hanger -> string (0) ""
    $value[6]->article_hanger
    article_summary -> UTF-8 string (479) "বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আব...
    $value[6]->article_summary
    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজের ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের এক নেতা ‘আবরার ফাহাদকে হত্যা জায়েজ...
    
    image -> string (54) "/assets/img/202505/1748432923_44f42b1dd44a5329d82c.jpg"
    $value[6]->image
    medium_image -> string (61) "/assets/img/202505/medium_1748432923_44f42b1dd44a5329d82c.jpg"
    $value[6]->medium_image
    thumb_image -> string (60) "/assets/img/202505/thumb_1748432923_44f42b1dd44a5329d82c.jpg"
    $value[6]->thumb_image
    og_image -> string (57) "/assets/img/202505/og_1748432923_44f42b1dd44a5329d82c.jpg"
    $value[6]->og_image
    created_at -> string (19) "2025-05-28 17:48:43"
    $value[6]->created_at
    article_date -> string (19) "2025-05-28 17:53:19"
    $value[6]->article_date
    updated_at -> string (19) "2025-05-28 18:01:32"
    $value[6]->updated_at
    status -> string (1) "1"
    $value[6]->status
    created_by -> string (1) "3"
    $value[6]->created_by
    category_id -> null
    $value[6]->category_id
    parent_category_id -> string (3) "143"
    $value[6]->parent_category_id
    subcategory_id -> string (3) "169"
    $value[6]->subcategory_id
    article_order -> string (2) "10"
    $value[6]->article_order
    category_order -> string (1) "6"
    $value[6]->category_order
    subcategory_order -> string (1) "6"
    $value[6]->subcategory_order
    selected_order -> string (2) "13"
    $value[6]->selected_order
    category_name -> string (8) "politics"
    $value[6]->category_name
    article_source -> UTF-8 string (42) "টিডিসি রিপোর্ট "
    $value[6]->article_source
    tag_words -> UTF-8 string (83) "ছাত্র ইউনিয়ন, ফেসবুক স্ট্যাটাস"
    $value[6]->tag_words
    ছাত্র ইউনিয়ন,  ফেসবুক স্ট্যাটাস
    
    image_title -> UTF-8 string (46) "ফেসবুক স্ট্যাটাস"
    $value[6]->image_title
    image_tag -> UTF-8 string (12) "লোগো"
    $value[6]->image_tag
    image_show -> string (1) "1"
    $value[6]->image_show
    image_homepage -> string (1) "1"
    $value[6]->image_homepage
    image_credit -> UTF-8 string (45) "টিডিসি সম্পাদিত "
    $value[6]->image_credit
    টিডিসি সম্পাদিত  
    
    division_id -> string (1) "0"
    $value[6]->division_id
    district_id -> null
    $value[6]->district_id
    thana_id -> null
    $value[6]->thana_id
    is_top -> string (1) "1"
    $value[6]->is_top
    is_breaking -> string (1) "0"
    $value[6]->is_breaking
    is_selected -> string (1) "0"
    $value[6]->is_selected
    is_recent -> string (1) "0"
    $value[6]->is_recent
    is_editor_pick -> string (1) "0"
    $value[6]->is_editor_pick
    is_interview -> string (1) "0"
    $value[6]->is_interview
    editor_pick_order -> string (1) "5"
    $value[6]->editor_pick_order
    breaking_time -> string (19) "0000-00-00 00:00:00"
    $value[6]->breaking_time
    video_embed -> null
    $value[6]->video_embed
    updated_by -> null
    $value[6]->updated_by
    id_reporter -> string (1) "0"
    $value[6]->id_reporter
    reporter_name -> null
    $value[6]->reporter_name
    related_news -> string (0) ""
    $value[6]->related_news
    id_writer -> string (1) "0"
    $value[6]->id_writer
    writer_name -> null
    $value[6]->writer_name
    token -> string (32) "edcf57a665ba71cd264dafbcaade8121"
    $value[6]->token
    uploaded_by_name -> string (11) "Erfan Haque"
    $value[6]->uploaded_by_name
    article_remarks -> string (12) "Self Writing"
    $value[6]->article_remarks
    status2 -> string (1) "0"
    $value[6]->status2
7 => stdClass#114 (54)
$value[7]
  • Properties (54)
  • id_article -> string (6) "202784"
    $value[7]->id_article
    article_title -> UTF-8 string (146) "৫ম গণবিজ্ঞপ্তি: আরও ৩২ জনকে নিয়োগের সুপারিশ এনটিআরসিএর"
    $value[7]->article_title
    url_title -> UTF-8 string (145) "৫ম-গণবিজ্ঞপ্তি-আরও-৩২-জনকে-নিয়োগের-সুপারিশ-এনটিআরসিএর"
    $value[7]->url_title
    home_title -> UTF-8 string (146) "৫ম গণবিজ্ঞপ্তি: আরও ৩২ জনকে নিয়োগের সুপারিশ এনটিআরসিএর"
    $value[7]->home_title
    share_title -> UTF-8 string (146) "৫ম গণবিজ্ঞপ্তি: আরও ৩২ জনকে নিয়োগের সুপারিশ এনটিআরসিএর"
    $value[7]->share_title
    article_shoulder -> string (0) ""
    $value[7]->article_shoulder
    article_hanger -> string (0) ""
    $value[7]->article_hanger
    article_summary -> UTF-8 string (482) "৫ম গণবিজ্ঞপ্তির আওতায় আরও ৩২ জনকে নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধ...
    $value[7]->article_summary
    ৫ম গণবিজ্ঞপ্তির আওতায় আরও ৩২ জনকে নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী এক মাসের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে তাদের যোগদান করতে...
    
    image -> string (54) "/assets/img/202505/1748432561_6dfc4ddb664f036610a7.jpg"
    $value[7]->image
    medium_image -> string (61) "/assets/img/202505/medium_1748432561_6dfc4ddb664f036610a7.jpg"
    $value[7]->medium_image
    thumb_image -> string (60) "/assets/img/202505/thumb_1748432561_6dfc4ddb664f036610a7.jpg"
    $value[7]->thumb_image
    og_image -> string (57) "/assets/img/202505/og_1748432561_6dfc4ddb664f036610a7.jpg"
    $value[7]->og_image
    created_at -> string (19) "2025-05-28 17:42:41"
    $value[7]->created_at
    article_date -> string (19) "2025-05-28 18:01:24"
    $value[7]->article_date
    updated_at -> string (19) "2025-05-28 18:01:32"
    $value[7]->updated_at
    status -> string (1) "1"
    $value[7]->status
    created_by -> string (2) "11"
    $value[7]->created_by
    category_id -> null
    $value[7]->category_id
    parent_category_id -> string (2) "73"
    $value[7]->parent_category_id
    subcategory_id -> string (3) "122"
    $value[7]->subcategory_id
    article_order -> string (2) "12"
    $value[7]->article_order
    category_order -> string (1) "1"
    $value[7]->category_order
    subcategory_order -> string (1) "1"
    $value[7]->subcategory_order
    selected_order -> string (2) "13"
    $value[7]->selected_order
    category_name -> string (5) "ntrca"
    $value[7]->category_name
    article_source -> string (0) ""
    $value[7]->article_source
    tag_words -> string (0) ""
    $value[7]->tag_words
    image_title -> UTF-8 string (122) "বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ"
    $value[7]->image_title
    image_tag -> UTF-8 string (40) "৫ম গণবিজ্ঞপ্তি"
    $value[7]->image_tag
    image_show -> string (1) "1"
    $value[7]->image_show
    image_homepage -> string (1) "1"
    $value[7]->image_homepage
    image_credit -> UTF-8 string (23) "ফাইল ফটো "
    $value[7]->image_credit
    division_id -> string (1) "0"
    $value[7]->division_id
    district_id -> null
    $value[7]->district_id
    thana_id -> null
    $value[7]->thana_id
    is_top -> string (1) "1"
    $value[7]->is_top
    is_breaking -> string (1) "0"
    $value[7]->is_breaking
    is_selected -> string (1) "0"
    $value[7]->is_selected
    is_recent -> string (1) "0"
    $value[7]->is_recent
    is_editor_pick -> string (1) "0"
    $value[7]->is_editor_pick
    is_interview -> string (1) "0"
    $value[7]->is_interview
    editor_pick_order -> string (1) "5"
    $value[7]->editor_pick_order
    breaking_time -> string (19) "0000-00-00 00:00:00"
    $value[7]->breaking_time
    video_embed -> null
    $value[7]->video_embed
    updated_by -> null
    $value[7]->updated_by
    id_reporter -> string (1) "0"
    $value[7]->id_reporter
    reporter_name -> null
    $value[7]->reporter_name
    related_news -> string (0) ""
    $value[7]->related_news
    id_writer -> string (1) "0"
    $value[7]->id_writer
    writer_name -> null
    $value[7]->writer_name
    token -> string (32) "9ecd43dcf8b7129cbf7f8eec61ce6daa"
    $value[7]->token
    uploaded_by_name -> string (12) "Shihab Uddin"
    $value[7]->uploaded_by_name
    article_remarks -> string (12) "Self Writing"
    $value[7]->article_remarks
    status2 -> string (1) "0"
    $value[7]->status2
8 => stdClass#115 (54)
$value[8]
  • Properties (54)
  • id_article -> string (6) "202783"
    $value[8]->id_article
    article_title -> UTF-8 string (155) "নতুন জ্ঞান সৃষ্টিই শিক্ষকের প্রধান দায়িত্ব: কুবি উপাচার্য"
    $value[8]->article_title
    url_title -> UTF-8 string (154) "নতুন-জ্ঞান-সৃষ্টিই-শিক্ষকের-প্রধান-দায়িত্ব-কুবি-উপাচার্য"
    $value[8]->url_title
    home_title -> UTF-8 string (155) "নতুন জ্ঞান সৃষ্টিই শিক্ষকের প্রধান দায়িত্ব: কুবি উপাচার্য"
    $value[8]->home_title
    share_title -> UTF-8 string (155) "নতুন জ্ঞান সৃষ্টিই শিক্ষকের প্রধান দায়িত্ব: কুবি উপাচার্য"
    $value[8]->share_title
    article_shoulder -> string (0) ""
    $value[8]->article_shoulder
    article_hanger -> string (0) ""
    $value[8]->article_hanger
    article_summary -> UTF-8 string (471) "নতুন জ্ঞান সৃষ্টি করে তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষ...
    $value[8]->article_summary
    নতুন জ্ঞান সৃষ্টি করে তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল কাজ—এমন মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
    
    image -> string (54) "/assets/img/202505/1748432377_689ea12eeb34e249d799.jpg"
    $value[8]->image
    medium_image -> string (61) "/assets/img/202505/medium_1748432377_689ea12eeb34e249d799.jpg"
    $value[8]->medium_image
    thumb_image -> string (60) "/assets/img/202505/thumb_1748432377_689ea12eeb34e249d799.jpg"
    $value[8]->thumb_image
    og_image -> string (57) "/assets/img/202505/og_1748432377_689ea12eeb34e249d799.jpg"
    $value[8]->og_image
    created_at -> string (19) "2025-05-28 17:39:37"
    $value[8]->created_at
    article_date -> string (19) "2025-05-28 17:39:37"
    $value[8]->article_date
    updated_at -> string (19) "2025-05-28 18:01:32"
    $value[8]->updated_at
    status -> string (1) "1"
    $value[8]->status
    created_by -> string (1) "5"
    $value[8]->created_by
    category_id -> null
    $value[8]->category_id
    parent_category_id -> string (1) "1"
    $value[8]->parent_category_id
    subcategory_id -> string (1) "4"
    $value[8]->subcategory_id
    article_order -> string (2) "23"
    $value[8]->article_order
    category_order -> string (3) "100"
    $value[8]->category_order
    subcategory_order -> string (3) "100"
    $value[8]->subcategory_order
    selected_order -> string (2) "13"
    $value[8]->selected_order
    category_name -> string (17) "public-university"
    $value[8]->category_name
    article_source -> UTF-8 string (40) "কুবি প্রতিনিধি"
    $value[8]->article_source
    tag_words -> UTF-8 string (12) "কুবি"
    $value[8]->tag_words
    image_title -> UTF-8 string (37) "কুবি উপাচার্য"
    $value[8]->image_title
    image_tag -> UTF-8 string (37) "কুবি উপাচার্য"
    $value[8]->image_tag
    image_show -> string (1) "1"
    $value[8]->image_show
    image_homepage -> string (1) "1"
    $value[8]->image_homepage
    image_credit -> UTF-8 string (21) "সংগৃহীত"
    $value[8]->image_credit
    division_id -> string (1) "0"
    $value[8]->division_id
    district_id -> null
    $value[8]->district_id
    thana_id -> null
    $value[8]->thana_id
    is_top -> string (1) "1"
    $value[8]->is_top
    is_breaking -> string (1) "0"
    $value[8]->is_breaking
    is_selected -> string (1) "0"
    $value[8]->is_selected
    is_recent -> string (1) "0"
    $value[8]->is_recent
    is_editor_pick -> string (1) "0"
    $value[8]->is_editor_pick
    is_interview -> string (1) "0"
    $value[8]->is_interview
    editor_pick_order -> string (1) "5"
    $value[8]->editor_pick_order
    breaking_time -> string (19) "0000-00-00 00:00:00"
    $value[8]->breaking_time
    video_embed -> null
    $value[8]->video_embed
    updated_by -> null
    $value[8]->updated_by
    id_reporter -> string (1) "0"
    $value[8]->id_reporter
    reporter_name -> null
    $value[8]->reporter_name
    related_news -> string (0) ""
    $value[8]->related_news
    id_writer -> string (1) "0"
    $value[8]->id_writer
    writer_name -> null
    $value[8]->writer_name
    token -> string (32) "c069855645b15d3bf398608d735cf762"
    $value[8]->token
    uploaded_by_name -> string (14) "Jannat Ferdous"
    $value[8]->uploaded_by_name
    article_remarks -> string (14) "Correspondents"
    $value[8]->article_remarks
    status2 -> string (1) "0"
    $value[8]->status2
9 => stdClass#116 (54)
$value[9]
  • Properties (54)
  • id_article -> string (6) "202782"
    $value[9]->id_article
    article_title -> UTF-8 string (195) "ভিটামিন ডি কেন শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ? জানুন উপকারিতা ও ঘাটতির লক্ষণ"
    $value[9]->article_title
    url_title -> UTF-8 string (195) "ভিটামিন-ডি-কেন-শরীরের-জন্য-এত-গুরুত্বপূর্ণ?-জানুন-উপকারিতা-ও-ঘাটতির-লক্ষণ"
    $value[9]->url_title
    home_title -> UTF-8 string (195) "ভিটামিন ডি কেন শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ? জানুন উপকারিতা ও ঘাটতির লক্ষণ"
    $value[9]->home_title
    share_title -> UTF-8 string (195) "ভিটামিন ডি কেন শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ? জানুন উপকারিতা ও ঘাটতির লক্ষণ"
    $value[9]->share_title
    article_shoulder -> string (0) ""
    $value[9]->article_shoulder
    article_hanger -> string (0) ""
    $value[9]->article_hanger
    article_summary -> UTF-8 string (412) "ভিটামিন ডি—শরীরের এমন এক উপাদান, যার ঘাটতি বুঝতে অনেকেই দেরি করে ফেলেন। অথচ ...
    $value[9]->article_summary
    ভিটামিন ডি—শরীরের এমন এক উপাদান, যার ঘাটতি বুঝতে অনেকেই দেরি করে ফেলেন। অথচ এই ছোট্ট ভিটামিনটির অভাব দীর্ঘ মেয়াদে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।...
    
    image -> string (54) "/assets/img/202505/1748432343_1f9a0915374bc2b5acea.jpg"
    $value[9]->image
    medium_image -> string (61) "/assets/img/202505/medium_1748432343_1f9a0915374bc2b5acea.jpg"
    $value[9]->medium_image
    thumb_image -> string (60) "/assets/img/202505/thumb_1748432343_1f9a0915374bc2b5acea.jpg"
    $value[9]->thumb_image
    og_image -> string (57) "/assets/img/202505/og_1748432343_1f9a0915374bc2b5acea.jpg"
    $value[9]->og_image
    created_at -> string (19) "2025-05-28 17:39:04"
    $value[9]->created_at
    article_date -> string (19) "2025-05-28 17:44:56"
    $value[9]->article_date
    updated_at -> string (19) "2025-05-28 18:01:32"
    $value[9]->updated_at
    status -> string (1) "1"
    $value[9]->status
    created_by -> string (2) "27"
    $value[9]->created_by
    category_id -> null
    $value[9]->category_id
    parent_category_id -> string (3) "126"
    $value[9]->parent_category_id
    subcategory_id -> string (3) "191"
    $value[9]->subcategory_id
    article_order -> string (2) "17"
    $value[9]->article_order
    category_order -> string (1) "3"
    $value[9]->category_order
    subcategory_order -> string (3) "100"
    $value[9]->subcategory_order
    selected_order -> string (2) "13"
    $value[9]->selected_order
    category_name -> string (11) "health-tips"
    $value[9]->category_name
    article_source -> UTF-8 string (34) "টিডিসি ডেস্ক"
    $value[9]->article_source
    tag_words -> UTF-8 string (114) "ভিটামিন ডি, হাড় মজবুত, রোগ প্রতিরোধক্ষমতা"
    $value[9]->tag_words
    ভিটামিন ডি,  হাড় মজবুত,  রোগ প্রতিরোধক্ষমতা
    
    image_title -> UTF-8 string (28) "ভিটামিন ডি"
    $value[9]->image_title
    image_tag -> UTF-8 string (28) "ভিটামিন ডি"
    $value[9]->image_tag
    image_show -> string (1) "1"
    $value[9]->image_show
    image_homepage -> string (1) "1"
    $value[9]->image_homepage
    image_credit -> UTF-8 string (21) "সংগৃহীত"
    $value[9]->image_credit
    division_id -> string (1) "0"
    $value[9]->division_id
    district_id -> null
    $value[9]->district_id
    thana_id -> null
    $value[9]->thana_id
    is_top -> string (1) "1"
    $value[9]->is_top
    is_breaking -> string (1) "0"
    $value[9]->is_breaking
    is_selected -> string (1) "1"
    $value[9]->is_selected
    is_recent -> string (1) "1"
    $value[9]->is_recent
    is_editor_pick -> string (1) "0"
    $value[9]->is_editor_pick
    is_interview -> string (1) "0"
    $value[9]->is_interview
    editor_pick_order -> string (1) "5"
    $value[9]->editor_pick_order
    breaking_time -> string (19) "0000-00-00 00:00:00"
    $value[9]->breaking_time
    video_embed -> null
    $value[9]->video_embed
    updated_by -> null
    $value[9]->updated_by
    id_reporter -> string (1) "0"
    $value[9]->id_reporter
    reporter_name -> null
    $value[9]->reporter_name
    related_news -> string (22) "201870, 201973, 202020"
    $value[9]->related_news
    id_writer -> string (1) "0"
    $value[9]->id_writer
    writer_name -> null
    $value[9]->writer_name
    token -> string (32) "bfbebe1917009379ee48408359fed13c"
    $value[9]->token
    uploaded_by_name -> string (11) "Khan Sarjil"
    $value[9]->uploaded_by_name
    article_remarks -> string (12) "Self Writing"
    $value[9]->article_remarks
    status2 -> string (1) "0"
    $value[9]->status2
title গণঅভ্যুত্থান নিয়ে অজানা কথা জানালেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া
description ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছেন, বিভিন্নভাবে কাজ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। গণঅভ্যুত্থান নিয়ে...
canonical https://thedailycampus.com/national/169269
amplink https://thedailycampus.com/national/169269/amp/%E0%A6%97%E0%A6%A3%E0%A6%85%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%85%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%87%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%AD%E0%A7%82%E0%A6%81%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE
news_url https://thedailycampus.com/national/169269
page_title গণঅভ্যুত্থান নিয়ে অজানা কথা জানালেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া: The Daily Campus
share_title গণঅভ্যুত্থান নিয়ে অজানা কথা জানালেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া: The Daily Campus
page_desc ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছেন, বিভিন্নভাবে কাজ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। গণঅভ্যুত্থান নিয়ে...
image /img/article/202502/169269_140.jpg
SiteTwitter https://twitter.com/thedailycampus2
SiteBanner img/sitesetup/1_1.png
GoogleAnalytics
SiteContact +8801712468897, +8801760388819
MetaDescription Education news portal | Daily Campus, BCS News, updates, BCS Story, Success Stories, PSC,BPSC, Varsity, College, School, Madrasah, Primary, SSC, HSC, Admission
menu <li class="dropdown"><a class="dropdown-toggle" href="https://thedailycampus.com/section/education-medium/113">শিক্ষাঙ্গন</a><ul class="dropdown-menu"><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/school/133">স্কুল</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/college/149">কলেজ</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/madrasha/115">মাদ্রাসা</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/technical/114">কারিগরি</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/nonformal/116">উপানুষ্ঠানিক</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/english-medium/117">ইংরেজি মাধ্যম</a></li></ul></li><li class="dropdown"><a class="dropdown-toggle" href="https://thedailycampus.com/section/higher-education/1">উচ্চশিক্ষা</a><ul class="dropdown-menu"><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/universities/2">স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/public-university/4">সরকারি বিশ্ববিদ্যালয়</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/private-university/5">বেসরকারি বিশ্ববিদ্যালয়</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/engineering-university/3">প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/medical-college-news/11">মেডিকেল</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/agri-university/118">কৃষি বিশ্ববিদ্যালয়</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/international-university/174">আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়</a></li></ul></li><li class="dropdown"><a class="dropdown-toggle" href="https://thedailycampus.com/section/education-administration/73">শিক্ষা প্রশাসন</a><ul class="dropdown-menu"><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/admission-test/110">ভর্তি পরীক্ষা</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/education-board/120">শিক্ষা বোর্ড</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/dshe/88">মাউশি</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/ntrca/122">এনটিআরসিএ</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/ugc/87">ইউজিসি</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/psc/119">পিএসসি</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/national-education-management-academy/121">নায়েম</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/primary-mass-education/86">প্রাথমিক ও গণশিক্ষা</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/education-ministry/85">শিক্ষা মন্ত্রণালয়</a></li></ul></li><li class="dropdown"><a class="dropdown-toggle" href="https://thedailycampus.com/section/admission-test/110">ভর্তি পরীক্ষা</a><ul class="dropdown-menu"><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/admission-updates/163">নিত্য তথ্য</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/admission-tips/164">পরামর্শ</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/admission-indepth-and-insights/165">অনুসন্ধান ও বিশ্লেষণ</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/admission-questions-solutions/166">প্রশ্ন সমাধান</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/admission-model-test/167">মডেল টেস্ট</a></li></ul></li><li class="dropdown"><a class="dropdown-toggle" href="https://thedailycampus.com/section/career/97">কর্মসংস্থান</a><ul class="dropdown-menu"><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/educational-institute-job/181">শিক্ষাপ্রতিষ্ঠান</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/government-jobs/182">সরকারি</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/private-jobs/183">বেসরকারি</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/bank-jobs/184">ব্যাংক ও আর্থিক</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/ngo-jobs/185">এনজিও</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/job-preparation-and-guideline/187">প্রস্তুতি ও পরামর্শ</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/other-jobs/186">বিবিধ চাকরি</a></li></ul></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/scholarship/107">স্কলারশিপ</a></li><li class="dropdown"><a class="dropdown-toggle" href="https://thedailycampus.com/section/sports/98">খেলাধুলা</a><ul class="dropdown-menu"><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/cricket/177">ক্রিকেট</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/football/178">ফুটবল</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/campus-sports/179">ক্যাম্পাস স্পোর্টস</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/other-sports/180">অন্যান্য খেলা</a></li></ul></li><li class="dropdown"><a class="dropdown-toggle" href="https://thedailycampus.com/section/national/143">জাতীয়</a><ul class="dropdown-menu"><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/law-courts/199">আইন ও আদালত</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/government/168">সরকার</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/politics/169">রাজনীতি</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/crime-and-discipline/141">অপরাধ ও শৃঙ্খলা</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/cities-and-villages/170">শহরে-গ্রামে</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/water-and-energy/171">পানি ও জ্বালানি</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/agriculture-and-food/172">কৃষি ও খাদ্য</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/other/173">অন্যান্য</a></li></ul></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/videogallery">ভিডিও স্টোরি</a></li><li class="dropdown"><a class="dropdown-toggle" href="https://thedailycampus.com/section/factcheck/150">ফ্যাক্টচেক</a><ul class="dropdown-menu"><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/politics-fact/151">রাজনীতি ফ্যাক্ট</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/economics-factcheck/152">অর্থনীতি ফ্যাক্ট</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/health-factcheck/153">স্বাস্থ্য ফ্যাক্ট</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/environment-fact/154">পরিবেশ ফ্যাক্ট</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/technology-factcheck/155">প্রযুক্তি ফ্যাক্ট</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/others-factcheck/156">অন্যান্য ফ্যাক্ট</a></li></ul></li><li class="dropdown"><a class="dropdown-toggle" href="#">আরও</a><ul class="dropdown-menu"><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/youth/8">তারুণ্য</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/academic-exam/109">একাডেমিক পরীক্ষা</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/education-movement/92">শিক্ষা আন্দোলন</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/innovation-research/96">উদ্ভাবন</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/other-world/123">বিদেশ</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/book-library/127">বই ও গ্রন্থাগার</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/economics-business/129">অর্থনীতি ও ব্যবসা</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/science-and-technology/188">বিজ্ঞান ও প্রযুক্তি</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/religion-and-ethics/189">ধর্ম ও নৈতিকতা</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/entertainment-culture/124">বিনোদন ও সংস্কৃতি</a></li><li class=""><a class="" href="https://thedailycampus.com/section/weather-environment/198">আবহাওয়া ও পরিবেশ</a></li></ul></li>
menu1 <li class='dropdown'><a class='dropdown-toggle' href='https://thedailycampus.com/section/education-medium/113'>শিক্ষাঙ্গন</a><ul class='dropdown-menu'><li><a href='https://thedailycampus.com/section/school/133'>স্কুল</a></li> <li><a href='https://thedailycampus.com/section/college/149'>কলেজ</a></li> <li><a href='https://thedailycampus.com/section/madrasha/115'> মাদ্রাসা</a></li> <li><a href='https://thedailycampus.com/section/technical/114'> কারিগরি</a></li> <li><a href='https://thedailycampus.com/section/english-medium/117'>ইংরেজি মাধ্যম</a></li> <li><a href='https://thedailycampus.com/section/nonformal/116'>উপানুষ্ঠানিক</a></li> </ul></li> <li class='dropdown'><a class='dropdown-toggle' href='https://thedailycampus.com/section/higher-education/1'>উচ্চশিক্ষা</a><ul class='dropdown-menu'><li class='dropdown'><a class='dropdown-toggle' href='https://thedailycampus.com/section/universities/2'>স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়</a> </li><li><a href='https://thedailycampus.com/section/public-university/4'>সরকারি বিশ্ববিদ্যালয়</a></li><li><a href='https://thedailycampus.com/section/private-university/5'>বেসরকারি বিশ্ববিদ্যালয়</a></li><li><a href='https://thedailycampus.com/section/engineering-university/3'>প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি</a></li><li><a href='https://thedailycampus.com/section/medical-college/11'>মেডিকেল</a></li> <li><a href='https://thedailycampus.com/section/agri-university/118'>কৃষি বিশ্ববিদ্যালয়</a></li> <li><a href='https://thedailycampus.com/section/international-university/174'>আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়</a></li> </ul></li> <li class='dropdown'><a class='dropdown-toggle' href='https://thedailycampus.com/section/education-administration/73'>শিক্ষা প্রশাসন</a> <ul class='dropdown-menu'> <li><a href='https://thedailycampus.com/section/education-board/120'>শিক্ষা বোর্ড</a></li> <li><a href='https://thedailycampus.com/section/dshe/88'>মাউশি</a></li> <li><a href='https://thedailycampus.com/section/ntrca/122'>এনটিআরসিএ</a></li> <li><a href='https://thedailycampus.com/section/ugc/87'>ইউজিসি</a></li> <li><a href='https://thedailycampus.com/section/psc/119'>পিএসসি</a></li> <li><a href='https://thedailycampus.com/section/national-education-management-academy/121'>নায়েম</a></li> <li><a href='https://thedailycampus.com/section/primary-mass-education/86'>প্রাথমিক ও গণশিক্ষা</a></li> <li><a href='https://thedailycampus.com/section/education-ministry/85'>শিক্ষা মন্ত্রণালয়</a></li> </ul></li> <li class='dropdown'><a class='dropdown-toggle' href='https://thedailycampus.com/section/admission-test/110'>ভর্তি পরীক্ষা</a><ul class='dropdown-menu'><li><a href='https://thedailycampus.com/section/admission-updates/163'>নিত্য তথ্য</a></li><li><a href='https://thedailycampus.com/section/admission-tips/164'>পরামর্শ</a></li><li><a href='https://thedailycampus.com/section/admission-indepth-and-insights/165'>অনুসন্ধান ও বিশ্লেষণ</a></li><li><a href='https://thedailycampus.com/section/admission-questions-solutions/166'>প্রশ্ন সমাধান</a></li><li><a href='https://thedailycampus.com/section/admission-model-test/167'>মডেল টেস্ট</a></li></ul></li> <li class='dropdown'><a class='dropdown-toggle' href='https://thedailycampus.com/section/career/97'>কর্মসংস্থান</a> <ul class='dropdown-menu'> <li><a href='https://thedailycampus.com/section/educational-institute-job/181'>শিক্ষাপ্রতিষ্ঠান</a></li> <li><a href='https://thedailycampus.com/section/government-jobs/182'>সরকারি</a></li> <li><a href='https://thedailycampus.com/section/private-jobs/183'>বেসরকারি</a></li> <li><a href='https://thedailycampus.com/section/bank-jobs/184'>ব্যাংক ও আর্থিক</a></li> <li><a href='https://thedailycampus.com/section/ngo-jobs/185'>এনজিও</a></li> <li><a href='https://thedailycampus.com/section/job-preparation-and-guideline/187'>প্রস্তুতি ও পরামর্শ</a></li> <li><a href='https://thedailycampus.com/section/other-jobs/186'>বিবিধ চাকরি</a></li> </ul></li> <li><a href='https://thedailycampus.com/section/scholarship/107'>স্কলারশিপ </a></li> <li class='dropdown'><a class='dropdown-toggle' href='https://thedailycampus.com/section/sports/98'>খেলাধুলা</a> <ul class='dropdown-menu'> <li><a href='https://thedailycampus.com/section/cricket/177'>ক্রিকেট</a></li> <li><a href='https://thedailycampus.com/section/football/178'>ফুটবল</a></li> <li><a href='https://thedailycampus.com/section/campus-sports/179'>ক্যাম্পাস স্পোর্টস</a></li> <li><a href='https://thedailycampus.com/section/other-sports/180'>অন্যান্য খেলা</a></li> </ul></li> <li class='dropdown'><a class='dropdown-toggle' href='https://thedailycampus.com/section/national/143'>জাতীয়</a><ul class='dropdown-menu'> <li><a href='https://thedailycampus.com/section/government/168'>সরকার</a></li> <li><a href='https://thedailycampus.com/section/politics/169'>রাজনীতি</a></li> <li><a href='https://thedailycampus.com/section/crime-and-discipline/141'>অপরাধ ও শৃঙ্খলা</a></li> <li><a href='https://thedailycampus.com/section/cities-and-villages/170'>শহরে-গ্রামে</a></li> <li><a href='https://thedailycampus.com/section/water-and-energy/171'>পানি ও জ্বালানি</a></li> <li><a href='https://thedailycampus.com/section/agriculture-and-food/172'>কৃষি ও খাদ্য</a></li> <li><a href='https://thedailycampus.com/section/other/173'>অন্যান্য</a></li></ul></li> <li><a href='https://thedailycampus.com/section/videogallery'>ভিডিও স্টোরি</a></li> <li class='dropdown'><a class='dropdown-toggle' href='https://thedailycampus.com/section/factcheck/150'>ফ্যাক্টচেক</a><ul class='dropdown-menu'><li><a href='https://thedailycampus.com/section/politics/151'>রাজনীতি ফ্যাক্ট</a></li><li><a href='https://thedailycampus.com/section/economics-factcheck/152'>অর্থনীতি ফ্যাক্ট</a></li><li><a href='https://thedailycampus.com/section/health/153'>স্বাস্থ্য ফ্যাক্ট</a></li><li><a href='https://thedailycampus.com/section/environment/154'>পরিবেশ ফ্যাক্ট</a></li><li><a href='https://thedailycampus.com/section/technology/155'>প্রযুক্তি ফ্যাক্ট</a></li><li><a href='https://thedailycampus.com/section/others/156'>অন্যান্য ফ্যাক্ট</a></li></ul></li> <li class='dropdown'><a class='dropdown-toggle' href='https://thedailycampus.com/section/more/175'>আরও</a> <ul class='dropdown-menu'> <li><a href='https://thedailycampus.com/section/academic-exam/109'>একাডেমিক পরীক্ষা</a></li> <li><a href='https://thedailycampus.com/section/education-movement/92'>শিক্ষা আন্দোলন</a></li> <li><a href='https://thedailycampus.com/section/youth/8'>তারুণ্য</a></li> <li><a href='https://thedailycampus.com/section/innovation-research/96'>উদ্ভাবন</a></li> <li><a href='https://thedailycampus.com/section/other-world/123'>বিদেশ</a></li> <li><a href='https://thedailycampus.com/section/book-library/127'>বই ও গ্রন্থাগার</a></li> <li><a href='https://thedailycampus.com/section/economics-business/129'>অর্থনীতি ও ব্যবসা</a></li> <li><a href='https://thedailycampus.com/section/science-and-technology/188'>বিজ্ঞান ও প্রযুক্তি</a></li> <li><a href='https://thedailycampus.com/section/religion-and-ethics/189'>ধর্ম ও নৈতিকতা</a></li> <li><a href='https://thedailycampus.com/section/entertainment-culture/124'>বিনোদন ও সংস্কৃতি</a></li> </ul></li>
SiteName The Daily Campus
Address ১২৮/১, পূর্ব তেজতুরি বাজার, কাওরান বাজার, ঢাকা-১২১৫।
keywords Daily campus, the daily campus, dailycampus, thedailycampus,BCS, BCS News, BCS Updates,BCS Story, BCS Success Stories, PSC,BPSC, Bangladesh Civil Service, BCS Examination,BCS preparation, BCS Tips, BCS Result, BCS Preliminary,BCS Written,BCS Viva,BCS Recommendation,BCS Gazette,বিসিএস, বিসিএস খবর, বিসিএস সংবাদ, বিসিএস আপডেট, বিসিএস পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, বিসিএস টিপস,বিসিএস ফল, বিসিএস প্রিলিমিনারি, বিসিএস লিখিত, বিসিএস ভাইভা, বিসিএস সুপারিশ, বিসিএস গেজেট, বিসিএস গল্প, বিসিএস সাফল্যের গল্প, পিএসসি, বিপিএসসি,বাংলাদেশ সিভিল সার্ভিস, campus news, campus lives, campus times, campus press, university news, bangladesh university news, bangladeshi university news, scholarship news, scholarship information, study abroad, admission news, university admission, university admission news, admission help, new jobs, current jobs, job circular, skill development, teachers news, students news, tips, tutorial, new job circular, employment, ডেইলি ক্যাম্পাস, দ্য ডেইলি ক্যাম্পাস, দ্যা ডেইলি ক্যাম্পাস, দ্যাডেইলিক্যাম্পাসডটকম, চাকরির খবর, চাকরির বিজ্ঞপ্তি, ভর্তি পরীক্ষা, বিসিএস সংবাদ, তারুণ্যের খবর, কিশোর সংবাদ, প্রতিদিনের স্বাস্থ্য
ID 1
SiteFaceBook https://www.facebook.com/thedailycampusbd/
HomePageTitle The Daily Campus | Education, Youth, Scholarship, BCS, Jobs
Currency &#2547;
GoogleMap <iframe src="https://www.google.com/maps/embed?pb=!1m18!1m12!1m3!1d14606.413864260505!2d90.38381071269262!3d23.761515890956428!2m3!1f0!2f0!3f0!3m2!1i1024!2i768!4f13.1!3m3!1m2!1s0x3755b9a3a6536d59%3A0xf86487b7b7a363f2!2sThe+Daily+Campus!5e0!3m2!1sen!2sbd!4v1564030637985!5m2!1sen!2sbd" width="600" height="450" frameborder="0" style="border:0" allowfullscreen></iframe>
Logo img/sitesetup/1_2.png
DefaultImage img/sitesetup/default.png
MetaTag Daily campus, the daily campus, dailycampus, thedailycampus,BCS, BCS News, BCS Updates,BCS Story, BCS Success Stories, PSC,BPSC, Bangladesh Civil Service, BCS Examination,BCS preparation, BCS Tips, BCS Result, BCS Preliminary,BCS Written,BCS Viva,BCS Recommendation,BCS Gazette,বিসিএস, বিসিএস খবর, বিসিএস সংবাদ, বিসিএস আপডেট, বিসিএস পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, বিসিএস টিপস,বিসিএস ফল, বিসিএস প্রিলিমিনারি, বিসিএস লিখিত, বিসিএস ভাইভা, বিসিএস সুপারিশ, বিসিএস গেজেট, বিসিএস গল্প, বিসিএস সাফল্যের গল্প, পিএসসি, বিপিএসসি,বাংলাদেশ সিভিল সার্ভিস, campus news, campus lives, campus times, campus press, university news, bangladesh university news, bangladeshi university news, scholarship news, scholarship information, study abroad, admission news, university admission, university admission news, admission help, new jobs, current jobs, job circular, skill development, teachers news, students news, tips, tutorial, new job circular, employment, ডেইলি ক্যাম্পাস, দ্য ডেইলি ক্যাম্পাস, দ্যা ডেইলি ক্যাম্পাস, দ্যাডেইলিক্যাম্পাসডটকম, চাকরির খবর, চাকরির বিজ্ঞপ্তি, ভর্তি পরীক্ষা, বিসিএস সংবাদ, তারুণ্যের খবর, কিশোর সংবাদ, প্রতিদিনের স্বাস্থ্য
SiteYouTube https://www.youtube.com/thedailycampus?sub_confirmation=1
SiteGooglePlus
FavIcon assets/img/1_3.png
SiteEmail news@thedailycampus.com
metaimage https://thedailycampus.com/resources/img/sitesetup/1_1.png

Session User Data

Session doesn't seem to be active.

Request ( HTTPS/3.0 )

Headers

Cookie _fbp=fb.1.1748433834552.118540531966726303
Priority u=0, i
Accept-Encoding gzip, deflate, br, zstd
Sec-Fetch-Dest document
Sec-Fetch-User ?1
Sec-Fetch-Mode navigate
Sec-Fetch-Site none
Accept text/html,application/xhtml+xml,application/xml;q=0.9,image/avif,image/webp,image/apng,*/*;q=0.8,application/signed-exchange;v=b3;q=0.7
User-Agent Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)
Upgrade-Insecure-Requests 1
Sec-Ch-Ua-Platform "Windows"
Sec-Ch-Ua-Mobile ?0
Sec-Ch-Ua "Chromium";v="130", "HeadlessChrome";v="130", "Not?A_Brand";v="99"
Cache-Control no-cache
Pragma no-cache

Cookies

Response ( 200 - OK )

Headers

Cache-Control no-store, max-age=0, no-cache
Content-Type text/html; charset=UTF-8

System Configuration

Read the CodeIgniter docs...

CodeIgniter Version: 4.6.0
PHP Version: 8.3.20
PHP SAPI: fpm-fcgi
Environment: development
Base URL: https://thedailycampus.com/
Timezone: Asia/Dhaka
Locale: en
Content Security Policy Enabled: No