ভারতের অপরিবর্তিত বাজেট বরাদ্দ বাংলাদেশের জন্য
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চললেও ভারতের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিত রয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সাহায্যের জন্য ৫ হাজার ৪৮৩ কোটি রুপি বরাদ্দ করেছে। এই অর্থ আগের বছরের ৪ হাজার ৮৮৩ কোটি রুপির তুলনায় সামান্য বেশি। এই তহবিল থেকে বাংলাদেশে সহায়তা দেওয়ার জন্য ভারত বরাদ্দ করেছে মাত্র ১২০ কোটি রুপি; যা গত বছরের মতোই অপরিবর্তিত রয়েছে।
এ ছাড়া চলতি অর্থবছরে দিল্লির সর্বোচ্চ বিদেশি সহায়তা পাচ্ছে ভুটান, যার পরিমাণ ২ হাজার ১৫০ কোটি রুপি। গত বছর যা ছিল ২ হাজার ৬৮ কোটি রুপি।
প্রতিবেশী মালদ্বীপের জন্য ভারতের আগের বছর বরাদ্দ ছিল ৪০০ কোটি রুপি। এবার তা বেড়ে ৬০০ কোটিতে উন্নীত হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর চীনপন্থী অবস্থানের কারণে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। তবে বর্তমানে মালদ্বীপ ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে।
ভুটান-মালদ্বীপের জন্য বাজেট বাড়লেও প্রতিবেশী আফগানিস্তানের জন্য সহায়তা গত বছরের ২০০ কোটি রুপি থেকে কমিয়ে চলতি অর্থবছরে ১০০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। টানা দুই বছর ধরে ভারত আফগানিস্তানে সহায়তার জন্য বরাদ্দ কমাচ্ছে।
মিয়ানমারে ২০২৪-২৫ অর্থবছরের ২৫০ কোটি রুপির অর্থ সহায়তা বরাদ্দ করেছিল ভারত। এবার দেশটির জন্য ৩৫০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।
নেপালের জন্য বরাদ্দ অপরিবর্তিত রেখে ৭০০ কোটি রুপিই রাখা হয়েছে। শ্রীলঙ্কার জন্য সহায়তা ২৪৫ কোটি রুপি থেকে বাড়িয়ে ৩০০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আফ্রিকার দেশগুলোর জন্য বরাদ্দ ২০০ কোটি রুপি থেকে বাড়িয়েয়ে ২২৫ কোটি রুপি নির্ধারণ করেছে দেশটি।
নতুন অর্থবছরের বাজেটে ভারত সরকার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট ২০ হাজার ৫১৬ কোটি রুপি বরাদ্দ করেছে। এবারের বাজেটে ভারতের ‘প্রতিবেশীই সবার আগে’ নীতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ করা মোট তহবিলের ৬৪ শতাংশ, অর্থাৎ ৪ হাজার ৩২০ কোটি রুপি প্রতিবেশী দেশগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে।
এর আওতায় জলবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ সঞ্চালন লাইন, আবাসন, সড়ক, সেতু এবং সমন্বিত চেকপোস্টের মতো বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হবে।
সরাসরি অর্থ-সহায়তার পাশাপাশি ভারত তার ‘সফট পাওয়ার’ কূটনীতিও বাড়াচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) জন্য বরাদ্দ ৩৫১ কোটি রুপি করা হয়েছে। গত বছর বরাদ্দ ছিল ৩৩১ কোটি রুপি। এ ছাড়া আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে ১ হাজার ২৪৭ কোটি রুপি।