নাগরিকদের নতুন ভ্রমণ সতর্কতা মার্কিন দূতাবাসের

মার্কিন দূতাবাস
মার্কিন দূতাবাস   © ফাইল ফটো

আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে এ সতর্কতার কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ, বিশ্ব ইজতেমা, আগামী ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি এবং ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। সমাবেশস্থল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল উত্তরে। সম্ভাব্য জনসমাগম হবে প্রায় চার মিলিয়ন।

এই বৃহৎ সমাবেশের কারণে ঢাকা মহানগরীর যানবাহন ও পথচারী চলাচলে ব্যাপক প্রভাব পড়বে। বিমানবন্দরে পৌঁছাতে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এর ফলে ঢাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল সীমিত থাকবে। এজন্য সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয় হয়েছে।


সর্বশেষ সংবাদ