চট্টগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল সোমবার, থাকবেন আজহারী

ইসলামি সমাজকল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন
ইসলামি সমাজকল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন  © সংগৃহীত

প্রায় দুই যুগ পর চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে শুরু হচ্ছে ইসলামি সমাজকল্যাণ পরিষদের তাফসিরুল কোরআন মাহফিল। জানা গেছে, আগামী সোমবার (২৭ জানুয়ারি) শুরু হবে এই তাফসিরুল কোরআন মাহফিল। 

পাঁচ দিনব্যাপী এই মাহফিলে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। থাকবেন মাওলানা মিজানুর রহমান আজহারীও। মাহফিল চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

শনিবার (২৫ জানুয়ারি) চকবাজারে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি মুহাম্মদ তাহের এসব তথ্য জানান। তিনি বলেন, মাহফিল সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরবাসীর মধ্যে মাহফিল নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এ সময় পরিষদের সহসভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, প্রচার বিভাগের দায়িত্বশীল মুহাম্মদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, সর্বশেষ ২০০৬ সালে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে মাহফিলের আয়োজন করতে পারেনি সংগঠনটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence