খালেদা জিয়াকে নিয়ে ‘মিমিক্রি’, অধ্যক্ষের পদত্যাগ চাইলো ছাত্রদল

২৪ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
কক্সবাজার সরকারি কলেজ

কক্সবাজার সরকারি কলেজ © সংগৃহীত

কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগাতার ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টে এক ছাত্রী বেগম খালেদা জিয়ার অবয়ব নিয়ে অংশ নেন। সেখানে ওই ছাত্রী বেগম জিয়ার মিমিক্রি (নকল করে কথা বলা) করেন। তবে মিমিক্রির বিভিন্ন পর্যায়ে কথা বলার সময় তার ধরন ‘নানান ইঙ্গিত পূর্ণ’ হওয়ার অভিযোগ তোলেন সেখানে উপস্থিত কিছু কলেজ শিক্ষার্থী। একটি ভিডিওতে দেখা যায়, ‘মিমিক্রি’টি ব্যঙ্গাত্মক দাবি করে ওই ছাত্রীর অংশগ্রহণ বাতিল করতে বলেন কিছু শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিষয়টি অনলাইনে ভাইরাল হওয়ার পর বিএনপি নেতাকর্মীরা এ ঘটনার নিন্দা জানান এবং নানান প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিন সন্ধ্যায় জেলা ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল থেকে কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমানের পদত্যাগ দাবি করা হয়। টেকনাফ উপজেলা বিএনপিও একটি বিক্ষোভ মিছিল বের করে।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আতাহার সাকিফ জানান, এমন অভিযোগ উঠার সাথে সাথেই তাৎক্ষণিক ওই ছাত্রীকে প্রতিযোগী তালিকা থেকে বাতিল করে দেয় কলেজ কর্তৃপক্ষ।

সাকিফ বলেন, ‘তবে বিষয়টি নিয়ে আপত্তি উঠায় পরবর্তীতে কলেজ অধ্যক্ষের কক্ষে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে এটি নিছক একটি অভিনয় ছিল বলেই দাবি করেন এবং বেগম জিয়ার বিভিন্ন বক্তব্যের ইউটিউব লিংক দেখান। যেখান থেকে সে স্ক্রিপ্ট তৈরি করেছেন।’ তারপরও অভিনয়টি সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় সে ওই মুহূর্তে সবার কাছে দুঃখ প্রকাশ করেন বলে জানান সাকিব। 

কলেজ ছাত্রদলের সদস্য মিনহাজ উদ্দিন বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও দেশনেত্রীকে নিয়ে অভিনয়টি ব্যঙ্গাত্মক ছিল। বিষয়টি আপত্তিকর হওয়ায় আমি ওই ছাত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলি। কিন্তু কলেজ অধ্যক্ষের কক্ষে নিয়ে গিয়ে ক্ষমা চাওয়ানো হয়।’

মিনহাজ আরও বলেন, ‘আমরা বিষয়টির পেছনে কারো ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানালেও কলেজ অধ্যক্ষ বিষয়টিতে কর্ণপাত না করেই সমাধান করেছেন। তাই আমরা কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।’

ছাত্রদল নেতা শাহদাত হোসেন রিপন বলেন, কলেজের অধ্যক্ষ একটি নির্দিষ্ট দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতেই বেগম জিয়াকে নিয়ে এমন কর্মকাণ্ড করার অনুমতি দিয়েছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি। এক ফেইসবুক স্ট্যাটাসে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি করেন।

এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়- ওই প্রতিযোগীকে তাৎক্ষণিকভাবে প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে অধ্যক্ষের কক্ষে বিষয়টি মীমাংসা করা হয়। এ ব্যাপারে কোনো পক্ষকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো।

কক্সবাজারের এক স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে ওই ছাত্রী দাবি করেন, তার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার অভিনয়ের অদক্ষতার কারণে বেগম জিয়াকে নিয়ে খারাপ মন্তব্য করেছে বলে অভিযোগ করছেন। তবে তিনি বেগম জিয়াকে ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। ওই ভিডিওতে বিষয়টি নিয়ে সকলের কাছে ক্ষমাও চেয়েছেন ওই নারী শিক্ষার্থী।

৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9