জুলকারনাইন সায়েরকে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © সংগৃহীত

সাংবাদিক জুলকারনাইন সায়েরকে ৪৮ ঘণ্টার মধ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার জন্য আল্টিমেটাম দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। এই নেতার অভিযোগ, তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য পোস্ট করেছেন সায়ের।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে প্রতিযোগিতা আছে। কিন্তু কোনো প্রতিহিংসা নেই। আমরা কেউ কাউকে মেরে ফেলবো এ রকমটি বিএনপিতে নেই। এমপি হবেন ৩শ’ জন। কিন্তু মনোনয়ন প্রত্যাশী হবেন হাজার বা তারও বেশি। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। 

তিনি বলেন, প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে আমার ও দলের নেতাকর্মী এবং আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এটি পলাতক স্বৈরাচারের দোসর কিংবা অন্য কারও দ্বারা প্রভাবিত হয়ে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে সহজেই অনুমেয়। এমন ফেসবুক পোস্ট আমাকে অপমান, অপদস্থ ও বিরক্ত করার অভিপ্রায়। এ সময় তিনি জুলকারনাইন সায়েরকে ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুক পোস্টটি ডিলিটসহ তার কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। অন্যথায় তিনি আইনের আশ্রয় নেবেন বলেও উল্লেখ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম, হবিগঞ্জের পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌশলী) মো. আব্দুল হাই, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা। 

এর আগে, গত ২১ ডিসেম্বর জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জিকে গউছ ও তার ভাইদের জড়িয়ে একটি পোস্ট করেন। 


সর্বশেষ সংবাদ