ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ AM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫ AM
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধের বিষয়ে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা বাংলামোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো হবে।
জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে দুপুর সাড়ে ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ভ্যাট, শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধের প্রতিক্রিয়া জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ওষুধ ও মোবাইলের কলরেটসহ শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। আবার টেইলারিং শপ ও টেইলার্সে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়িয়েছে সরকার। ফলে পোশাক বানাতে দর্জিকে দিতে হবে বাড়তি টাকা। একই সঙ্গে ব্র্যান্ড ও নন-ব্র্যান্ড সব ধরনের তৈরি পোশাকের দোকানেও ভ্যাট বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ফলে বাড়ছে সব ধরনের পোশাকের দাম। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। নিত্যপণ্যের বাড়তি দাম আর নতুন করের কারণে চাপে পড়ার শঙ্কা করছেন তারা।
এদিন এ-সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ দুটি হলো, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এবং ‘দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’।
এ দুটি অধ্যাদেশ জারির পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ ওই দিনেই নির্দেশনা জারি করে। ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে।