বিজিবি-বিএসএফের উত্তেজনার মধ্যে কাস্তে হাতে ব্যক্তিটির যে পরিচয় মিললো

  © সংগৃহীত

হাতে একটা কাস্তে, পরনে লুঙ্গি, কিছুটা নীচু হয়ে বসে আছেন, তীক্ষ্ণ রক্তচক্ষু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর দিকে। যেন মা-মাটির দিকে চোখ তুললে হাতের কাস্তে দিয়েই শেষ করে দেবেন। গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে চলা উত্তেজনার মধ্যে এক কৃষকের এমন ভঙ্গিমার ছবিই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পরে। 

তার এ ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদ শেয়ার করে লিখেছেন, বিনা যুদ্ধে নাহি দিব, সূচ্যগ্র মেদিনী’। ২০২৪ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামির জিঞ্জিরে বন্দি করতে পারবে না। 

জানা গেছে, কাস্তে হাতে বসে থাকা ওই কৃষকের নাম মো. বাবলু হক (৩৫)। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি। 

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবলু হক জানান, সীমান্ত থেকে তার বাড়ি প্রায় ৩০০ গজ দূরে। কয়েকদিন থেকেই বিজিবি বিএসএফ এর সঙ্গে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ঝামেলা চলছিলো। এসব চোখের সামনে দেখায় আর থাকতে পারেন নি তিনি। 

তিনি বলেন, বুধবার সকালে বিএসএফ ক্যাম (ক্যাম্প) বসায় প্রস্তুত নিলে, তখন আমরাও মইচ্চা (পরিখা) খুইরা অবস্থান নিলাম। হামা ১০-১৫ জন সাধারণ লোক গিয়ে খাল খুড়লাম। পেছনে কয়েকটা গ্রামের হাজারখানেক লোক ছিল। সকালে মইচ্চা (পরিখা) খুইড়া সারাদিন ওইহানে(ওখানে) বইসা ছিলাম। সকালে কাস্তে নিয়াই মাঠে কাজে গেছিলাম। তাই ওইডা নিয়াই ওখানে বইসা আছিলাম। কেড়ায় ছবি তুলতে কইতে পারি না।

তিনি আরও জানান, সকালের দিক বিজিবির দাঁড়াইলে আশেপাশের গ্রামগুলোতে খবর দেয়া হয়। মুহূর্তেই জড়ো হন হাজারো মানুষ। মাঠে উপস্থিত কৃষকেরা লেগে পড়েন সেমি বাংকার খননে। এরপর দফায় দফায় বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক হওয়ার পর বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দেয়। পেশায় কৃষক মো. বাবলু হক(৩৫) দাম্পত্য জীবনে ৪ সন্তানের জনক। ১ মেয়ে, ৩ ছেলে ও স্ত্রীকে নিয়ে তার বসবাস।

প্রসঙ্গত, আর্ন্তজাতিক সীমান্ত পিলার এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যান্সল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ‍্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তায় পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় তৈরি হয় এই উত্তেজনা। বিজিবির সাথে ক্ষোভ জানিয়েছেন স্থায়ী বাংলাদেশি বসবাসকারীরা। বিজিবির সঙ্গে দিনব্যাপি অবস্থান করতে দেখা গেছে। একইভাবে, ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। একে কেন্দ্র করে এই সীমান্তসংলগ্ন দুই দেশের স্থানীয়রা পাল্টাপাল্টি স্লোগানও দেয়। বুধবার দুপুরে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবির সঙ্গে তৃতীয় দফা পতাকা বৈঠকে এ সম্মতি জানায় বিএসএফ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence