পাঠ্যবইয়ে স্থান পেয়ে যা বললেন রাণী হামিদ ও জামাল ভূঁইয়া
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ PM
২০২৫ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণির ইংরেজি বইয়ে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও দাবাড়ু রানী হামিদের নাম ও ছবি যুক্ত করা হয়েছে। পাঠ্যবইয়ে স্থান পেয়েছেন জেনে নিজ অনুভূতি প্রকাশ করেন জামাল ভুঁইয়া। তিনি বলেন, ‘আমি কখনও পাঠ্যবইয়ে স্থান পাব ভাবিনি। কয়েক লাখ তরুণ-তরুণী আমাকে পড়বে ও দেখবে এটা সত্যিই অবিশ্বাস্য। আমি অত্যন্ত গর্বিত বোধ করছি।’
এছাড়াও স্থান পেয়েছেন দাবায় বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ। হাঙ্গেরি অলিম্পিয়াডে তিনি টানা পাঁচ রাউন্ড জিতে আলোড়ন তুলেছিলেন তিনি। পাঠ্যবইয়ে অর্ন্তভুক্তির বিষয়ে তিনি বলেন, ‘গতকাল একজন আমাকে দেখিয়েছে আমার নাম ও ছবি পাঠ্যবইয়ে এসেছে। এটা এক ধরনের বড় স্বীকৃতি। শিক্ষার্থীরা খেলোয়াড়দের ত্যাগ-অবদান সম্পর্কে জেনে বড় হবে এবং তারা ক্রীড়াবিদদের সম্মান-মর্যাদার ব্যাপারে সম্যক ধারণা পাবে।’
জানা গেছে, ২০১৩ সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ‘গেইমস এন্ড স্পোর্টস’ বিষয়ে বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের অধ্যায় যুক্ত করা হয়। সেই আট ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার গ্রেট দিয়াগো ম্যারাদোনা, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা, ভারতের শচীন, যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মুজমদার, ক্রিকেটার সাকিব ও সাবেক ফুটবলার সালাউদ্দিন। এবার নতুন বইয়ে আট জন থেকে সাকিব, সালাউদ্দিন ও শচীনকে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দাবাড়ু রানী হামিদের নাম।
বিশ্লেষণে দেখা গেছে, সপ্তম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের ‘স্পোর্টস পার্সোনালিটি’ লেসনে কাজী সালাউদ্দিনের ছবি সরিয়ে রানী হামিদের এবং সাকিব আল হাসানের জায়গায় নিগার সুলতানা জ্যোতির ছবি বসানো হয়েছে। এ ছাড়া ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছবি সরিয়ে সেখানে জামাল ভূঁইয়ার ছবি বসানো হয়েছে। তবে পেলে, ম্যারাডোনা, ব্রায়ান লারার মতো অন্যদের ছবি আগের মতোই রাখা হয়েছে।