লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

লন্ডনে খালেদা জিয়া
লন্ডনে খালেদা জিয়া  © সংগৃহীত

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২ টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। 

উন্নত চিকিৎসার জন্য বুধবার লন্ডন সময় সকালে সেখানে পৌঁছানোর পরে আনুষ্ঠানিকতা শেষ করে তারেক রহমানের গাড়িতে করে লন্ডন ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দেন এবং তাকে সেখানে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে (রেঞ্জ রোভার) খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান। তার পাশের সিটে বসে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আর পেছনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন।

বিবৃতিতে জানানো হয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে তাকে স্বাগত জানান ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ লন্ডন বিএনপির নেতাকর্মীরা।

তাদের এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সাত বছর পর অসুস্থ মায়ের সাথে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের দেখা হওয়ার পর সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।  

উল্লেখ্য, খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদ্‌রোগ, ফুসফুসের সমস্যা, আর্থরাইটিস, কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।


সর্বশেষ সংবাদ