বিমানবন্দরের পথে খালেদা জিয়া
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩২ PM
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে গুলশানের বাসা ফিরোজা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এসময় ফিরোজার সামনে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান।
খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে তার বাসভবন ফিরোজাসহ পুরো গুলশান এলাকা দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, শুধু ফিরোজার সামনে নয়। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। প্রিয় নেত্রীকে এক নজরে দেখতে ও বিদায় জানাতে নেতাকর্মীরা বিকেল থেকে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের সড়কে অবস্থান না নিয়ে শৃঙ্খলভাবে ফুটপাতে অবস্থান নেওয়ার নির্দেশনা দেন। যদিও সেই নির্দেশনা নেতাকর্মীদের মানতে দেখা যায়নি।
এদিকে দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন। তার বিদেশযাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে ফিরোজার সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন খালেদা জিয়া।
এর আগে ২০১৭ সালে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। কয়েক মাস অবস্থান করে ওই বছরের অক্টোবরে তিনি দেশে ফেরেন।