স্বেচ্ছাসেবক দলের নেতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ডিবির বিরুদ্ধে
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ PM
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা রাহাত হোসেন বাবুকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাবু ও তার ছোট ভাই ইমনকে জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামের নিজ বাড়ির উঠান থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। কিছুক্ষণ পর ইমনকে ছেড়ে দিলেও বাবুকে আটক করা হয়।
ভুক্তভোগীদের বাবা মো. শাহ আলম অভিযোগ করে বলেন, ডিবি পরিচয়ে দুই ছেলেকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে বাবুর কোনো খোঁজ নেই। চন্দ্রগঞ্জ থানা ও লক্ষ্মীপুর জেলা ডিবি কার্যালয়ে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এলাকাবাসীর মতে, বাবু চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি। মাদক কারবারিদের বিরুদ্ধে তার অবস্থানের কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বাবুর মা রুনা আক্তার বলেন, মাগরিবের পর একদল যুবক বাড়িতে এসে বাবু ও ইমনকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানতে চাইলে কোনো উত্তর না দিয়েই ধরে নিয়ে যায়। আমার ছেলের নামে কোনো মামলা নেই। এখন বাবুর কোনো খবর পাচ্ছি না, খুব দুশ্চিন্তায় আছি।
এদিকে, ছেলের নিখোঁজে অসুস্থ হয়ে পড়েছেন মা রুনা আক্তার। বাবুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের বাকি সদস্যরা।
এ ঘটনার নিন্দা জানিয়ে বাবুর মুক্তির দাবি করেছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও থানা স্বেচ্ছাসেবক দল। তারা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বাবু একজন সৎ ও সামাজিক ব্যক্তিত্ব। তার বিরুদ্ধে ডিবির এমন আচরণ অযৌক্তিক।
চন্দ্রগঞ্জ থানার ওসি কাইসার হামিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ডিবি পুলিশ বাবুর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অস্ত্র মামলায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখার ওসি সাহাদাত হোসেন টিটু দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমাদের টিম রাহাত হোসেন বাবুকে গতকাল সন্ধ্যায় তার বাসা থেকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞেসাবাদ করলে সেই অস্ত্রের কথা স্বীকার করে। রাতে আমরা অস্ত্র উদ্ধারে যায়। তারপর তাকে অস্ত্র মামলায় আদালতে প্রেরণ করা হয়।
তবে বাবুর স্বজন ও স্থানীয়দের অভিযোগ, এটি ডিবি পুলিশের সাজানো নাটক। তারা অস্ত্র দিয়ে বাবুকে ফাঁসানোর চেষ্টা করছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।