ঢাকায় শীত আরও বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস

ঢাকা শহর
ঢাকা শহর  © সংগৃহীত

ঢাকার আকাশে দুই দিন ধরে দেখা নেই সূর্যের। আজ শুক্রবার সকাল থেকেই কনকনে ঠান্ডা। একই সঙ্গে ধূসর কুয়াশায় মেঘাচ্ছন্ন ছিল আকাশ। রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় কতদিন থাকতে পারে এমন শীত জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমে বলেন, আশা করা যাচ্ছে চলমান শীতের প্রকোপ শনিবার (৪ জানুয়ারি) থেকে কিছুটা কমে আসবে। আগামীকাল সূর্যের দেখা ২মিলতে পারে। ফলে তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বাড়বে।আবহাওয়াবিদ ওমর ফারুক

রাজধানীতে এ মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আবহাওয়ার সিনপটিক অবস্থায় এখন পর্যন্ত তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!