ডিজিএফআই’র আয়নাঘরে ২৯০৮ দিন ছিলেন গোলাম আজমপুত্র আযমী

আব্দুল্লাহিল আমান আযমী
আব্দুল্লাহিল আমান আযমী  © ফাইল ফটো

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী, ডিজিএফআইর আয়নাঘরে ২৯০৮ দিন আটক ছিলেন। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ফেসবুক পোস্টে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তিনি এসময় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানান এবং ডিজিএফআইর আঘাতপ্রাপ্ত দিনগুলোর বর্ণনা দেন।

১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভকারী আযমী বলেন, সামরিক জীবনে আমি সর্বোচ্চ মেধায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার আমাকে অবৈধভাবে বরখাস্ত করেছিল। এর পর দীর্ঘ বছর সেনাবাহিনীতে আমার পদোন্নতি আটকে রাখা হয়।

২০০৯ সালে তাকে সেনাবাহিনী থেকে অবৈধভাবে বরখাস্ত করার পর, ২০১৬ সালে তাকে অপহরণ করে ডিজিএফআইর কচুক্ষেতের আয়নাঘরে রাখা হয়। তিনি জানান, এই দীর্ঘ সময়ের মধ্যে আমি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।

তিনি আরও বলেন, ৩১ বছর পর, ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আমার বরখাস্তের আদেশ বাতিল করা হয় এবং অবসর সুবিধাসহ আমাকে সম্মানিত করা হয়।

আযমী তার পোস্টে একে ‘ফ্যাসিবাদী সরকার’ এর নির্যাতন বলে অভিহিত করে তিনি জানান, এটা আমার এবং আমার পরিবারের জন্য একটি স্বীকৃতি হলেও, আমি আমার মাকে ফিরিয়ে আনতে পারব না, যিনি এই সময়কালেই শোকে কাঁদতে কাঁদতে মারা গেছেন।

তিনি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমাকে এবং আমার পরিবারের প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, তার জন্য মহান আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence