শহীদ নাফিসের নামে একটি সড়ক ও মেট্রোস্টেশন চান তার বাবা

গোলাম রহমান ও রিকশায় শহীদ নাফিসের মরদেহ
গোলাম রহমান ও রিকশায় শহীদ নাফিসের মরদেহ  © সংগৃহীত

শহীদ নাফিসের নামে একটি সড়ক ও মেট্রোস্টেশনের দাবি জানিয়েছেন তার বাবা গোলাম রহমান। তিনি বলেন, আমার পরিবারের পক্ষ থেকে একটি দাবি করেছি যে গোলাম নাফিসের নামে একটা রাস্তা ও মেট্রো রেলস্টেশন যেন করা হয়। এটি আপনাদের কাছে আমার দাবি। আর কোনো দাবি নাই।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বেসরকারি সংগঠন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংলাপ শুরু হয়েছে। সংলাপের উদ্দেশ্য ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’। এ সংলাপ উদ্বোধন করেন শহীদ নাফিসের বাবা গোলাম রহমান। এ সময় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জেনারেল মেম্বার হিসেবে আমাদের নিয়োগ দেন প্রধান উপদেষ্টা। দীর্ঘ দুই মাস আমরা এখানে কাজ করেছি শহীদ পরিবার ও আহতদের নিয়ে। কিন্তু আমরা খুবই মর্মাহত। প্রত্যেক শহীদ পরিবারের একটাই প্রশ্ন, এখন পর্যন্ত কেন বিচার হয়নি?

শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখব, যে বাংলাদেশে ম্যাসাকার সৃষ্টি করেছে স্বৈরাচার খুনি শেখ হাসিনা, তার পুলিশ বাহিনী যেভাবে নির্মমভাবে গুলি করেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের বিচারের কার্যক্রম শুরু হয়নি এবং হবে কি না এটা নিয়েও আমরা শঙ্কিত আছি।

ফাঁসির দাবি জানিয়ে গোলাম রহমান বলেন, আমি সবার কাছে ও দেশের সব মিডিয়ার কাছে আহ্বান রাখব, অতি দ্রুত যেন খুনিদের বিচারের কার্যক্রম শুরু হয়। তাদের যেন ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বিচার করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


সর্বশেষ সংবাদ