শীত জেঁকে বসেছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি

শীতের সকালে গ্রামীণ প্রকৃতি
শীতের সকালে গ্রামীণ প্রকৃতি  © সংগৃহীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। নদী ও সমতলের চা শিল্প এলাকা হওয়াতে এ উপজেলায় শীত একটু বেশি হয়। বিশেষ করে তেঁতুলিয়া উপজেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিস ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের প্রথম শ্রেণির জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। হিমালয় সংলগ্ন হওয়ার এ জেলার তাপমাত্রা দিন দিন কমছে।


সর্বশেষ সংবাদ