নেত্রকোনায় অবৈধ যানবাহন চলাচল বন্ধে সেনাবাহিনীর অভিযান

অবৈধ যানবাহন চলাচল বন্ধে সেনাবাহিনীর অভিযান
অবৈধ যানবাহন চলাচল বন্ধে সেনাবাহিনীর অভিযান

নেত্রকোণা শহরের যানজট নিয়ন্ত্রণ ও ট্র্যাফিক ব্যবস্থার উন্নয়নে অবৈধ যান চলাচল বন্ধে মাঠে নেমেছে সেনাবাহিনী। সোমবার (৪ নভেম্বর) দুপুরে পৌর শহরের শহিদ মিনার মোড়ে ট্র্যাফিক পুলিশকে সঙ্গে নিয়ে দিনব্যাপি অবৈধ যানবাহন চলাচল বন্ধে এই অভিযান শুরু করা হয়।

এতে নেতৃত্ব দেন নেত্রকোণা সেনাবাহিনী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর ই আহমেদ আল শাফী। এ সময় পৌর সড়কে চলাচলকারী মোটর সাইকেল, প্রাইভেটকার ও নির্ধারিত অটো ছাড়া অন্যান্য অবৈধ অটোরিকশা, মোটরসাইকেল, ইজিবাইক আটক করা হয়। পরে নেত্রকোণা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার উপস্থিত থেকে প্রথম ধাপে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন। 

অভিযানে ট্র্যাফিক পুলিশের সদস্যরা হেলমেট বিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা প্রয়োগ করেন। আগামী এক সপ্তাহ পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে না এলে পৌর শহরে চলাচলকারী সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। 

উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার জানান, নেত্রকোণায় যানজট নিরসনে সেনাবাহিনী অভিযান শুরু করেছে। একদিন পর পর শিফট করে লাল সবুজ অটো চলাচল করার নির্দেশনা থাকলেও তা মানছেন না চালকরা। সেই সঙ্গে মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্রাইভিং ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চালকদের আইনের আওতায় আনার পাশাপাশি প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে। আগামী দিনে আরো কঠোর আইন প্রয়োগের মাধ্যমে যানজট নিরসনে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা হবে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence