সাফজয়ী নারী দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১১:৫৫ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১১:৫৫ AM
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা দেয়া হয়।
এর আগে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা ধরে রেখেছে। এটি আমাদের নারী ফুটবল দলের একটি অসাধারণ অর্জন উল্লেখ করে নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: দেশে ফিরলে সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন ড. ইউনূস
তিনি বলেন, ‘আমি তোমাদের নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। আমাদের এই গৌরব এনে দেওয়ার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন।’
প্রসঙ্গত, একই ভেন্যুতে ২০২২ সালে ৩-১ ব্যবধানে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও সেই নেপালকে হারিয়ে একই ট্রফি ধরে রাখল দলটি, যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জন্য এক অনন্য কীর্তি।