খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়েছেন : ভিপি নূর

নুরুল হক নুর
নুরুল হক নুর  © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গত ১৫ বছর নারায়ণগঞ্জে যা হয়েছে তা দেশের ইতিহাসে ঘৃণিত অধ্যায়। এই নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে ওসমান পরিবার কীভাবে হত্যা করেছিল তা নারায়ণগঞ্জবাসী ভালো করেই জানেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সেভেন মার্ডার ঘটিয়েছিল। তারা খেলা হবে বলে হুংকার দিয়েছিল। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়ে গেছেন। এই খেলোয়াড়রা নারায়ণগঞ্জে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার প্রতিবাদ করে আসছিলেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। 

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। জামায়াত, গণঅধিকার পরিষদসহ আরও বিভিন্ন রাজনৈতিক দল আছে। কিন্তু গত ১৫ বছর কোনো দলই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। বরং রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে টোপ দিয়ে, সুবিধা দিয়ে বিভক্ত করে রেখেছিল।

তিনি বলেন, আমরা যখন ২০২২ সালের ৩০ ডিসেম্বর থেকে বিএনপিসহ ৪২টি রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা দাবি আদায়ে আন্দোলন করেছিলাম তখন অনেকেই রাজপথে আসেননি। গোপনে গোপনে কেউ ডিজিএফআই থেকে টাকা খেয়ে, শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার চেষ্টা করেন। কাজেই ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া নতুন স্বাধীন বাংলাদেশে পরিবর্তন ঘটাতে গণঅধিকার পরিষদ পুরোদমে কাজ করে যাবে।

গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ হোসেন ভুঁইয়াসহ জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence