কূটনীতিকদের রণদা প্রসাদের পূজা মণ্ডপ পরিদর্শন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৯:০৭ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৪, ০৯:২৭ PM
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
শুক্রবার (১১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিনে তাঁরা এই পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকারী কূটনীতিকেরা হলেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ও তাঁর স্ত্রী ইল্লানী অ্যালক্যানতারা ফেরেস, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মারিয়া স্ট্রিটসম্যান ও প্রথম সচিব জোহাননা মারটিনসন, নেপাল দূতাবাসের উপপ্রধান ললিতা সিলওয়াল ও দ্বিতীয় সচিব ওজানা বামজান এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক ও তাঁর স্ত্রী হাদজা সাতা সেক।
দুপুরের পর থেকেই অতিথিরা আসতে থাকেন এবং তাদের বরণ করে নেওয়া হয়। সন্ধ্যায় মির্জাপুর গ্রামে রণদার বাড়ির পূজামণ্ডপে অতিথিরা ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।
প্রতিবছরই উৎসব উপভোগ করতে দেশ ও দেশের বাইরে থেকে আসা হাজারো মানুষের ঢল নামে এই মির্জাপুরে। এবছরও ২০৭ টি মণ্ডপে উদ্যাপিত হওয়া দুর্গাপূজা পরিণত হয়েছে মিলনমেলায়।