আন্দোলনে আহত চক্ষু রোগীদের জন্য বিশেষজ্ঞ পরামর্শের সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১৪ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১৪ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের জন্য বিশেষজ্ঞ পরামর্শের ব্যবস্থা করা হয়েছে। ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ৫ থেকে ৭ অক্টোবর দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞরা চক্ষুরোগীদের পরামর্শ দেবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের জন্য ৫ থেকে ৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিদেশী এবং দেশী চক্ষু বিশেষজ্ঞগনের পরামর্শ গ্রহনের ব্যবস্থা করা হয়েছে। যাদের বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, আন্দোলনে আহত সে সকল চক্ষু রোগীদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এ যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগঃ 01717545839, 01998546888, 0171748 7807’