বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের নেত্রকোণা জামায়াতের আর্থিক অনুদান © সংগৃহীত
বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে নেত্রকোণা জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান ও মতবিনিময় করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে জেলার মুক্তারপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ১০জন নিহতের পরিবারের মাঝে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। এতে জেলার নিহত প্রত্যেক পরিবারের মাঝে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাহাবুবুর রহমান এর সঞচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন- কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- জেলার সাবেক আমীর অধ্যাপক এনামুল হক।
এসময় জামায়াতে ইসলামী জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ফরিদা বেগম বলেন, আমার স্বামীর ভিটে বাড়িও নেই। বাবার বাড়িতে থাকতাম। এখানেও ঘরটি ছিল কয়েক বছর আগের ভেঙে যায়। এরপর ঘরও নির্মাণ করতে পারিনি। ছেলে মেয়ে নিয়ে খুব অসহায় হয়ে পড়েছিলাম। তারা (জামায়াতে ইসলামী) দুই লাখ টাকা দিয়েছে। এখন কিছু একটা করে সন্তানদের নিয়ে চলতে পারবো।