বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নামফলক পরিবর্তন করে রাখা হল নবীর নামে

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নামফলক পরিবর্তন করে রাখা হল নবীর নামে
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নামফলক পরিবর্তন করে রাখা হল নবীর নামে  © সংগৃহীত

এক্সপ্রেসওয়ে (ঢাকা-মাওয়া-ঢাকা) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামফলক ফেলে দিয়ে ইসলাম ধর্মের নবী ইবারহিম (আ.) এর নামে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে একদল মাদ্রাসাছাত্র। বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। সাইনবোর্ডে লেখা রয়েছে “জাতির পিতা হযরত ইবরাহিম (আঃ) এক্সপ্রেসওয়ে”।

২০২০ সালের ১২ মার্চ সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যান চলাচলের জন্য ৫৫ কিলোমিটার দীর্ঘ এ দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৬ সালে এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন (পশ্চিম) সড়কটি নির্মাণ করে।

দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করার জন্য দুটি সার্ভিস লেন, পাঁচটি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস, দুটি ইন্টারচেঞ্জ, চারটি রেলওয়ে ওভারব্রিজ, চারটি বড় সেতু, ২৫টি ছোট সেতু ও ৫৪টি কালভার্ট থাকা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence