নতুন অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০১:১৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) আইন সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।