স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হামলা

০৫ আগস্ট ২০২৪, ০৪:৩৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান © ফাইল ফটো

রাজধানী ধানমন্ডিতে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা। সোমবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এ হামলা চালানো হয়। 

এ সময় আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় থাকা সকল নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রধান ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাড়ি থেকে ধোয়া বের হতের দেখা যায়। এছাড়াও বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

এর আগে, এদিন পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশ ত্যাগ করার খবরে গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার আন্দোলনকারী। শেখ হাসিনার ব্যবহৃত বিভিন্ন জিনিষ যে যার মতো করে নিয়ে যাচ্ছে তারা। করছে আনন্দ মিছিল।

এর আগে, রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে ৯৯ জন নিহত হন। আহত হন কয়েক শত মানুষ। এই অবস্থায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির আহ্বান জানান। তার সেই আমন্ত্রণে সারা দিয়ে মিছিল নিয়ে হাজারে হাজারে মানুষ ঢাকায় প্রবেশ করে। পরে তারা গণভবনেও ঢুকে পড়ে। ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বাসায় ব্যাপক হামলা চালানো হয়েছে।

লিটনদের সঙ্গে চুক্তি নবায়ন করবে না ভারতীয় কোম্পানি ‘এসজি’
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘এনএসইউ গ্র্যাজুয়েটরা বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতি…
  • ০৭ জানুয়ারি ২০২৬
ঢাবি অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে উপাচার্যের শোক
  • ০৭ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশ কি ওয়াকওভার দেবে? যা জানালেন আসিফ
  • ০৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান পছন্দ দেওয়ার আগে যে বিষয়গুলো …
  • ০৭ জানুয়ারি ২০২৬
তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির ‘সুপার ফাইভ’ অবাঞ্ছিত…
  • ০৭ জানুয়ারি ২০২৬