ফার্মগেটে ডিএমপি পুলিশের ডিসির গাড়ি আটকিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান আন্দোলনকারীদের

  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত শাহবাগ মোড়সহ রাজধানীর একাধিক মোড়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সোমবার এই কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে চারটায় শাহবাগ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তীতে বাংলামোটর ও কারওয়ান বাজার হয়ে ফার্মগেট অবরোধ করে তারা।

ফার্মগেটের মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ি আটকে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেন। এসময় কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে তারা জানান, আইন সবার জন্য সমান। পরে ডিসির গাড়ি পিছিয়ে যেতে বাধ্য হয়েছে।

জানা গেছে, ডিএমপির ওই ঊর্ধ্বতন কর্মকর্তার নাম কাজী আশরাফুল আজীম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিযুক্ত রয়েছেন।

এদিকে বিকেল সাড়ে চারটার পর থেকে ফার্মগেট ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাহির পথ বন্ধ রাখায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সেখানে যাতায়াত করা যাত্রীরা।

এ অবস্থায় সন্ধ্যায় ৬টার দিকে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসলে তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায়।

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা অন্তত আরও এক ঘণ্টা ফার্মগেট অবরোধ রাখবো। সন্ধ্যা ৭টায় প্রথমে ফার্মগেট তারপর কারওয়ান বাজার এবং তারপর বাংলা মোটর থেকে সবাই শাহবাগে সমবেত হবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence