প্রথমবারের মত নারী প্রেসিডেন্ট পাচ্ছে মেক্সিকো
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৮:১২ PM , আপডেট: ২৫ মে ২০২৪, ০৮:৩৮ PM
নতুন ইতিহাস তৈরি করতে চলেছে মেক্সিকো। মেক্সিকোর ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ে নামা প্রধান দুই প্রতিদ্বন্দ্বীই নারী।
মেক্সিকোতে চলতি বছরের অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লদিয়া শিনবাউমের নাম ঘোষণা করা হয়েছে গতবছরই। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রাদরের নেতৃত্বাধীন বামপন্থি মোরেনা দল এ ঘোষণা দিয়েছে।
অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডানপন্থি দল জোট ব্রড ফ্রন্ট ফর মেক্সিকো এর ঘোষিত প্রার্থীও নারী। তাঁর নাম সোচিল গালভেজ। তিনি একজন ব্যবসায়ী ও সিনেটর।
শিনবাউম বলেন, মেয়েরা আমাকে অনুকরণীয় হিসেবে বিবেচনা করে। আমাদের দেশে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটা ঐতিহাসিক ঘটনা হবে।
এদিকে আগামী ২ জুন অনুষ্ঠিত হবে কাঙ্খিত এই প্রেসিডেন্ট নির্বাচন। মেক্সিকোতে প্রতিবছর গড়ে ১০ জন নারীকে হত্যা করা হয়, এবারে তাই নারী প্রেসিডেন্ট নির্বাচন। নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলে এ অবস্থার উন্নতি হতে পারে ধারণা করছেন অনেকে।