প্রখ্যাত শিল্পী ধ্রুব এষ হাসপাতালে, যা বলেছেন চিকিৎসক

প্রখ্যাত শিল্পী ধ্রুব এষ
প্রখ্যাত শিল্পী ধ্রুব এষ  © ফাইল ছবি

নিউমোনিয়াজনিত অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে প্রখ্যাত শিল্পী ধ্রুব এষ। তবে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত বুধবার রাতে অসুস্থতা বোধ করেন ধ্রুব এষ। বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় কেবিন থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সাংবাদিক ও শিশু সাহিত্যিক মাহবুব রেজা বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিইউতে ধ্রুব এষের সঙ্গে দেখা করেছেন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, ধ্রুব এষ ভালো আছেন। চিকিৎসকরা জানিয়েছেন শঙ্কার কিছু নেই। 

আরো পড়ুন: স্কুল শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি

তাকে দু-তিনদিন বিশ্রামে থাকতে হবে জানিয়ে তিনি বলেন, তার নিউমোনিয়া হয়েছিল। চিন্তা করার মতো কিছু পাননি চিকিৎসকরা। তবে হাসপাতালে শুভাকাঙ্ক্ষী ও দর্শনার্থীদের ভিড় করতে নিষেধ করেছেন।


সর্বশেষ সংবাদ